WhatsApp-এর মাধ্যমেই পাঠান ‘বেস্ট কোয়ালিটি’ ফটো; সেটিংসে ছোট্ট একটা পরিবর্তন করলেই হবে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে আপলোড করা ছবির মান বা কোয়ালিটি পরিবর্তন করা সম্ভব
ব্যবহারকারীদের পছন্দের কথা মাথায় রেখেই হামেশাই নতুন নতুন ফিচার আনতে থাকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp। সম্প্রতি এই প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে কমিউনিটিজ, চ্যাট প্লাস ফিচার-সহ অন্যান্য বেশ কয়েকটি ফিচার। আর একটি দারুন ফিচারও এনেছে তারা। এ-বার থেকে ১০২৪ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যাবে।
advertisement
advertisement
advertisement
কিন্তু কীভাবে পরিবর্তন করা যাবে ছবির কোয়ালিটি? আসলে WhatsApp-এর সেটিংস অপশনে একটি ‘ডেডিকেটেড ফটো আপলোড কোয়ালিটি’ সেকশন যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা কেমন কোয়ালিটির ছবি পাঠাতে চাইছেন, তা তাঁরা এখান থেকেই বেছে নিতে পারবেন। আর এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা তাঁদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের বেস্ট কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন।
advertisement
নতুন এই ফিচারে একটি ‘ডেটা সেভার’ অপশন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বেশি ডেটা খরচ না-করেই এই ফিচার ব্যবহার করা যাবে। অর্থাৎ এই ফিচার ব্যবহার করে WhatsApp-এর মাধ্যমে নিজেদের পরিবার এবং বন্ধু-বান্ধবের কাছে এডিট করা ছবি পাঠানো যাবে। ছবি এডিট করে বেস্ট কোয়ালিটির ছবি WhatsApp-এর মাধ্যমে পাঠানোর জন্য বেশি ডেটা খরচ হবে না।
advertisement
advertisement
WhatsApp এর তরফে জানানো হয়েছে যে, আসলে বেস্ট কোয়ালিটির ফটো সাইজে অনেকটাই বড় হয়। এর ফলে সেই ফটো সেন্ড করতে বেশি সময় লাগে। অথচ ইউজাররা ফটোর কোয়ালিটি খারাপ হোক, তা চান না। তাই তাঁরা গুগল ড্রাইভে ফাইল আপলোড করার অপশন বেছে নিতে বাধ্য হন। আর একটা দারুন বিষয় হচ্ছে, WhatsApp এই ফিচারটি তখনই ব্যবহার করে, যখন স্মার্টফোন ওয়াই-ফাই-তে চলে।
advertisement
