WhatsApp-এর প্রাইভেসি সেটিংসে বড় বদল! এখন থেকে ঠিক কী সুবিধা পাবে ইউজার?

Last Updated:
WhatsApp Privacy: Meta-র নিজস্ব মেসেজিং অ্যাপ WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে নতুন এই প্রাইভেসি সেটিং অপশন।
1/6
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন সেটিং অপশন। ইউজারদের জন্য WhatsApp নিয়ে আসছে তাদের চার নম্বর সেটিং অপশন। ইউজারদের সুরক্ষা এবং সুবিধার কথা মাথায় রেখে নিয়ে আসা হচ্ছে নতুন এই সেটিং অপশন (WhatsApp Privacy)। এখনও পর্যন্ত WhatsApp-এর ইউজাররা তিন ধরনের সেটিং অপশন ব্যবহার করতে পারে। যা প্রাইভেসি সেটিং হিসাবে ব্যবহার করা যায়।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন সেটিং অপশন। ইউজারদের জন্য WhatsApp নিয়ে আসছে তাদের চার নম্বর সেটিং অপশন। ইউজারদের সুরক্ষা এবং সুবিধার কথা মাথায় রেখে নিয়ে আসা হচ্ছে নতুন এই সেটিং অপশন (WhatsApp Privacy)। এখনও পর্যন্ত WhatsApp-এর ইউজাররা তিন ধরনের সেটিং অপশন ব্যবহার করতে পারে। যা প্রাইভেসি সেটিং হিসাবে ব্যবহার করা যায়।
advertisement
2/6
 নতুন সেটিং অপশনটিও প্রাইভেসি সেটিং হিসাবে ব্যবহার করা যাবে। নতুন এই সেটিং অপশনের মাধ্যমে WhatsApp-এর প্রোফাইল ফটো, লাস্ট সিন অপশন ইত্যাদি সকলের থেকে গোপন রাখা যাবে। WhatsApp-এর নতুন এই প্রাইভেসি সেটিং (WhatsApp Privacy) অপশনের মাধ্যমে ইউজারদের কন্ট্যাক্ট লিস্টের কেউও সেটি দেখতে পাবে না। Meta-র নিজস্ব মেসেজিং অ্যাপ WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে নতুন এই প্রাইভেসি সেটিং অপশন।
নতুন সেটিং অপশনটিও প্রাইভেসি সেটিং হিসাবে ব্যবহার করা যাবে। নতুন এই সেটিং অপশনের মাধ্যমে WhatsApp-এর প্রোফাইল ফটো, লাস্ট সিন অপশন ইত্যাদি সকলের থেকে গোপন রাখা যাবে। WhatsApp-এর নতুন এই প্রাইভেসি সেটিং (WhatsApp Privacy) অপশনের মাধ্যমে ইউজারদের কন্ট্যাক্ট লিস্টের কেউও সেটি দেখতে পাবে না। Meta-র নিজস্ব মেসেজিং অ্যাপ WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে নতুন এই প্রাইভেসি সেটিং অপশন।
advertisement
3/6
ডাবলুএবেটাইনফো (WABetainfo)-র রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর নতুন প্রাইভেসি সেটিং (WhatsApp Privacy) -এর সঙ্গে যুক্ত করা হবে 'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' (My Contacts Except)। এই ফিচারটি আগের মতোই ব্যবহার করা যাবে। নতুন এই প্রাইভেসি সেটিং অপশন ব্যবহার করা যাবে WhatsApp বেটার অ্যান্ড্রয়েড (Android) ভার্সন ২.২১.২৩.১৪। এই বছর সেপ্টেম্বর মাসের শুরুতেই WhatsApp নতুন এই প্রাইভেসি সেটিং-এর কাজ শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ইউজারদের জন্য এটি চালু করা হবে। নতুন এই প্রাইভেসি সেটিং অপশনের সঙ্গে 'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' প্রাইভেসি অপশনটিও ব্যবহার করা যাবে।
ডাবলুএবেটাইনফো (WABetainfo)-র রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর নতুন প্রাইভেসি সেটিং (WhatsApp Privacy) -এর সঙ্গে যুক্ত করা হবে 'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' (My Contacts Except)। এই ফিচারটি আগের মতোই ব্যবহার করা যাবে। নতুন এই প্রাইভেসি সেটিং অপশন ব্যবহার করা যাবে WhatsApp বেটার অ্যান্ড্রয়েড (Android) ভার্সন ২.২১.২৩.১৪। এই বছর সেপ্টেম্বর মাসের শুরুতেই WhatsApp নতুন এই প্রাইভেসি সেটিং-এর কাজ শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ইউজারদের জন্য এটি চালু করা হবে। নতুন এই প্রাইভেসি সেটিং অপশনের সঙ্গে 'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' প্রাইভেসি অপশনটিও ব্যবহার করা যাবে।
advertisement
4/6
'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' ফিচার ব্যবহার করার উপায় - এর জন্য ইউজারদের প্রথমেই সিলেক্ট করতে হবে 'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' অপশন। এটা সিলেক্ট করার পরেই ইউজাররা বেছে নিতে পারবে, কাদের থেকে তারা তাদের WhatsApp-এর ইনফরমেশন লুকিয়ে রাখতে চায়। এর সঙ্গে সঙ্গে ইউজাররা তাদের লাস্ট সিন অপশনও গোপন করতে পারবে।
'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' ফিচার ব্যবহার করার উপায় - এর জন্য ইউজারদের প্রথমেই সিলেক্ট করতে হবে 'মাই কন্ট্যাক্ট একসেপ্ট' অপশন। এটা সিলেক্ট করার পরেই ইউজাররা বেছে নিতে পারবে, কাদের থেকে তারা তাদের WhatsApp-এর ইনফরমেশন লুকিয়ে রাখতে চায়। এর সঙ্গে সঙ্গে ইউজাররা তাদের লাস্ট সিন অপশনও গোপন করতে পারবে।
advertisement
5/6
এর সঙ্গে সঙ্গেই WhatsApp লঞ্চ করতে পারে নতুন ডিফল্ট মেসেজ টাইমার। অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ইউজাররা এটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ইউজাররা সেট করতে পারবে নির্দিষ্ট সময়। ইউজাররা ২৪ ঘণ্টা থেকে প্রায় ৯০ দিন পর্যন্ত এই নতুন ডিফল্ট মেসেজ টাইমার সেট করে রাখতে পারবে।
এর সঙ্গে সঙ্গেই WhatsApp লঞ্চ করতে পারে নতুন ডিফল্ট মেসেজ টাইমার। অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ইউজাররা এটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ইউজাররা সেট করতে পারবে নির্দিষ্ট সময়। ইউজাররা ২৪ ঘণ্টা থেকে প্রায় ৯০ দিন পর্যন্ত এই নতুন ডিফল্ট মেসেজ টাইমার সেট করে রাখতে পারবে।
advertisement
6/6
ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের ফিচার। মনে করা হচ্ছে এদের কোম্পানির নাম পরিবর্তন হয়ে Meta হওয়ার পরে, ইউজারদের জন্য নিয়ে আসা হতে পারে আরও নতুন নতুন ফিচার।
ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের ফিচার। মনে করা হচ্ছে এদের কোম্পানির নাম পরিবর্তন হয়ে Meta হওয়ার পরে, ইউজারদের জন্য নিয়ে আসা হতে পারে আরও নতুন নতুন ফিচার।
advertisement
advertisement
advertisement