WhatsApp-এ নয়া আপডেট, এবার অ্যাডমিনরা ইচ্ছেমত ডিলিট করতে পারবেন গ্রুপের মেসেজ

Last Updated:
WhatsApp Update: সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা
1/8
Meta-মালিকানাধীন মেসেজিং অ্যাপ WhatsApp তাদের পরিষেবা আরও উন্নত করতে এবং গ্রাহকের মন জয় করতে একের পর এক ফিচার আপডেট করেই চলেছে। এই ফিচার আপডেটের অন্যতম লক্ষ্য যে সুরক্ষা এবং গোপনীয়তা তা বলাই যায়। সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা (group admins)।
Meta-মালিকানাধীন মেসেজিং অ্যাপ WhatsApp তাদের পরিষেবা আরও উন্নত করতে এবং গ্রাহকের মন জয় করতে একের পর এক ফিচার আপডেট করেই চলেছে। এই ফিচার আপডেটের অন্যতম লক্ষ্য যে সুরক্ষা এবং গোপনীয়তা তা বলাই যায়। সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা (group admins)।
advertisement
2/8
WABetaInfo-র তরফে সম্প্রতি জানানো হয়েছে, এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে যে নতুন ফিচার যোগ হয়েছে তার সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা চাইলেই তাঁদের গ্রুপের যে কোনও মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন। ডিলিট হওয়া সে মেসেজ আর কোনও সদস্যই দেখতে পাবেন না।
WABetaInfo-র তরফে সম্প্রতি জানানো হয়েছে, এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে যে নতুন ফিচার যোগ হয়েছে তার সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা চাইলেই তাঁদের গ্রুপের যে কোনও মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন। ডিলিট হওয়া সে মেসেজ আর কোনও সদস্যই দেখতে পাবেন না।
advertisement
3/8
সূত্রের খবর, এই ফিচার আদতে অ্যাডমিনের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চাইছে, যাতে তাঁরা তাঁদের গ্রুপ আরও সুসহংত ভাবে পরিচালনা করতে পারেন। সারা বিশ্বের Whatsapp ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচার চালু করে দেওয়া হবে।  যখন কোনও অ্যাডমিন কোনও মেসেজ ডিলিট করবেন তখন তা গ্রুপের সব সদস্যই দেখতে পাবেন।
সূত্রের খবর, এই ফিচার আদতে অ্যাডমিনের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চাইছে, যাতে তাঁরা তাঁদের গ্রুপ আরও সুসহংত ভাবে পরিচালনা করতে পারেন। সারা বিশ্বের Whatsapp ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচার চালু করে দেওয়া হবে। যখন কোনও অ্যাডমিন কোনও মেসেজ ডিলিট করবেন তখন তা গ্রুপের সব সদস্যই দেখতে পাবেন।
advertisement
4/8
এই বিশেষ ফিচার চালু হওয়ার কথা এখনও স্বীকার করেনি WhatsApp, তবে WABetaInfo-এর রিপোর্ট বলছে, বিটা ভার্সনে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে চালু হয়ে গিয়েছে এই সুবিধা।
এই বিশেষ ফিচার চালু হওয়ার কথা এখনও স্বীকার করেনি WhatsApp, তবে WABetaInfo-এর রিপোর্ট বলছে, বিটা ভার্সনে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে চালু হয়ে গিয়েছে এই সুবিধা।
advertisement
5/8
কী করে বোঝা যাবে এই সুবিধা পাওয়া যাচ্ছে কিনা? কোনও ব্যবহারকারী যদি খতিয়ে দেখতে চান যে আদৌ তাঁর ফোনে এই বিশেষ ফিচার চালু হয়েছে কিনা তা হলে তাঁকে এমন কোনও গ্রুপে যেতে হবে যেখানে তিনি অ্যাডমিন।
কী করে বোঝা যাবে এই সুবিধা পাওয়া যাচ্ছে কিনা? কোনও ব্যবহারকারী যদি খতিয়ে দেখতে চান যে আদৌ তাঁর ফোনে এই বিশেষ ফিচার চালু হয়েছে কিনা তা হলে তাঁকে এমন কোনও গ্রুপে যেতে হবে যেখানে তিনি অ্যাডমিন।
advertisement
6/8
এবার যে কোনও মেসেজের উপর কিছুক্ষণ চাপ দিলেই কিছু অপশন আসবে। সেখানে ‘ডিলিট’ (Delete) অপশন যদি আসে তা হলে বুঝতে হবে ওই ব্যক্তির মোবাইলে এই ফিচার চালু হয়ে গিয়েছে। যদি না থাকে, তা হলেও কোনও ভাবনা নেই। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে। আসলে এখনও কিছু ব্যবহারকারীর উপর এই বিশেষ ফিচার পরীক্ষা করে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।
এবার যে কোনও মেসেজের উপর কিছুক্ষণ চাপ দিলেই কিছু অপশন আসবে। সেখানে ‘ডিলিট’ (Delete) অপশন যদি আসে তা হলে বুঝতে হবে ওই ব্যক্তির মোবাইলে এই ফিচার চালু হয়ে গিয়েছে। যদি না থাকে, তা হলেও কোনও ভাবনা নেই। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে। আসলে এখনও কিছু ব্যবহারকারীর উপর এই বিশেষ ফিচার পরীক্ষা করে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।
advertisement
7/8
WABetaInfo রিপোর্টে একটি স্ক্রিনশট (screenshots) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নতুন ‘Delete message’ অপশনটি। সেই অপশনে ক্লিক করলেই ভেসে উঠবে (pop-up) একটি বার্তা— ‘অ্যাডমিন হিসেবে আপনি এই চ্যাটের মেসেজটি গ্রুপের সকলের জন্য ডিলিট করছেন। গ্রুপের সদস্যরা দেখতে পাবেন যে আপনি এই মেসেজ ডিলিট করেছেন।’
WABetaInfo রিপোর্টে একটি স্ক্রিনশট (screenshots) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নতুন ‘Delete message’ অপশনটি। সেই অপশনে ক্লিক করলেই ভেসে উঠবে (pop-up) একটি বার্তা— ‘অ্যাডমিন হিসেবে আপনি এই চ্যাটের মেসেজটি গ্রুপের সকলের জন্য ডিলিট করছেন। গ্রুপের সদস্যরা দেখতে পাবেন যে আপনি এই মেসেজ ডিলিট করেছেন।’
advertisement
8/8
সম্প্রতি WhatsApp মেসেজ ডিলিট করার সময়সীমা বাড়িয়েছে। নতুন নিয়মে মেসেজ পাঠিয়ে ফেলার ২ দিন ১২ ঘণ্টা পরও কেউ চাইলে তাঁর মেসেজ ডিলিট করতে পারেন। আগে  WhatsApp একঘণ্টা পর আর মেসেজ ডিলিট করা যেত না।
সম্প্রতি WhatsApp মেসেজ ডিলিট করার সময়সীমা বাড়িয়েছে। নতুন নিয়মে মেসেজ পাঠিয়ে ফেলার ২ দিন ১২ ঘণ্টা পরও কেউ চাইলে তাঁর মেসেজ ডিলিট করতে পারেন। আগে WhatsApp একঘণ্টা পর আর মেসেজ ডিলিট করা যেত না।
advertisement
advertisement
advertisement