WhatsApp-এ নয়া আপডেট, এবার অ্যাডমিনরা ইচ্ছেমত ডিলিট করতে পারবেন গ্রুপের মেসেজ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Update: সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা
Meta-মালিকানাধীন মেসেজিং অ্যাপ WhatsApp তাদের পরিষেবা আরও উন্নত করতে এবং গ্রাহকের মন জয় করতে একের পর এক ফিচার আপডেট করেই চলেছে। এই ফিচার আপডেটের অন্যতম লক্ষ্য যে সুরক্ষা এবং গোপনীয়তা তা বলাই যায়। সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা (group admins)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার যে কোনও মেসেজের উপর কিছুক্ষণ চাপ দিলেই কিছু অপশন আসবে। সেখানে ‘ডিলিট’ (Delete) অপশন যদি আসে তা হলে বুঝতে হবে ওই ব্যক্তির মোবাইলে এই ফিচার চালু হয়ে গিয়েছে। যদি না থাকে, তা হলেও কোনও ভাবনা নেই। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে। আসলে এখনও কিছু ব্যবহারকারীর উপর এই বিশেষ ফিচার পরীক্ষা করে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।
advertisement
WABetaInfo রিপোর্টে একটি স্ক্রিনশট (screenshots) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নতুন ‘Delete message’ অপশনটি। সেই অপশনে ক্লিক করলেই ভেসে উঠবে (pop-up) একটি বার্তা— ‘অ্যাডমিন হিসেবে আপনি এই চ্যাটের মেসেজটি গ্রুপের সকলের জন্য ডিলিট করছেন। গ্রুপের সদস্যরা দেখতে পাবেন যে আপনি এই মেসেজ ডিলিট করেছেন।’
advertisement
