WhatsApp Desktop: চ্যাটের বাইরেই শোনা যাবে ভয়েস নোট, WhatsApp ডেস্কটপে এল নয়া ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Desktop: নির্দিষ্ট চ্যাট অপশনে না গিয়ে অথবা চ্যাট অপশন থেকে বেরিয়ে গেলেও শোনা যাবে ভয়েস নোট।
WhatsApp গ্লোবাল মিডিয়া প্লেয়ার সম্প্রতি চালু করা হয়েছে আইওএস (iOS) বেটা ভার্সন অ্যাপে। এর মাধ্যমে ইউজাররা ভয়েস নোট শুনতে পাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। WhatsApp-এর ভয়েস নোট শোনার জন্য আর সেই চ্যাট অপশনে যেতে হচ্ছে না। এখন WhatsApp-এর সেই ফিচার চালু করা হতে চলেছে WhatsApp ডেস্কটপের জন্য। কিন্তু সেটা শুধুমাত্র বেটা ভার্সনের জন্য।
advertisement
WABetaInfo রিপোর্ট অনুযায়ী জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর এই ফিচার গ্লোবাল মিডিয়া প্লেয়ার চালু করা হতে চলেছে WhatsApp ডেস্কটপের বেটা ভার্সনের জন্য। WhatsApp ডেস্কটপ বেটা ভার্সন ২.২২০৪.৫ এর জন্য চালু করা হবে নতুন এই ফিচার। এর মাধ্যমে নির্দিষ্ট চ্যাট অপশনে না গিয়ে অথবা চ্যাট অপশন থেকে বেরিয়ে গেলেও শোনা যাবে ভয়েস নোট।
advertisement
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ডেস্কটপ বেটা ভার্সনের জন্য লঞ্চ করতে চলেছে তাদের নতুন ভয়েস নোট ফিচার। মেটার (Meta) নিজস্ব অ্যাপ WhatsApp আইফোন ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে এই নতুন ফিচার। অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করেছে বিভিন্ন ধরনের ফিচার। এর মধ্যে রয়েছে ভয়েস মেসেজ সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচার।
advertisement
এখন জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp ডেক্সটপ ইউজারদের লঞ্চ করতে চলেছে সেই সকল ফিচার। এর মাধ্যমে WhatsApp-এর নির্দিষ্ট চ্যাট অপশন না খুলেও শোনা যাবে ভয়েস নোট। WhatsApp এর গ্লোবাল মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ব্যবহার করা যাবে নতুন এই ফিচার। এর মাধ্যমে ইউজাররা ব্যবহার করতে পারবে প্লে, পজ এবং ক্লোজ বাটন। ইউজাররা নিজেদের পছন্দ মতো চ্যাট অপশনে না গিয়েও এই বাটন ব্যবহার করে শুনে নিতে পারবে ভয়েস নোট।
advertisement
WhatsApp-এর গ্লোবাল মিডিয়া প্লেয়ারের মাধ্যমে WhatsApp ডেস্কটপ বেটা ভার্সনের ইউজারদের সুবিধা হবে বিভিন্ন ধরনের ভয়েস নোট শোনার ক্ষেত্রে। এর মাধ্যমে খুব সহজেই অনেক বড় ভয়েস নোটও খুব সহজেই শোনা যাবে এবং এর জন্য নির্দিষ্ট চ্যাট অপশনেও যেতে হবে না। ডাবলুএবেটাইনফো রিপোর্ট অনুযায়ী এখন WhatsApp-এর এই নতুন ফিচার চালু করা হচ্ছে WhatsApp ডেস্কটপের বেটা ভার্সনের জন্য।
advertisement