WhatsApp Hide Online Status | WhatsApp-এর অনলাইন স্টেটাস রাখা যাবে গোপন, আসছে নতুন ফিচার

Last Updated:
WhatsApp এর নতুন সেই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের অনলাইন স্টেটাস চাইলে লুকিয়ে রাখতে পারবেন
1/7
Meta-র নিজস্ব প্ল্যাটফর্ম জনপ্রিয় অ্যাপ WhatsApp ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে একটি নতুন ফিচার। জানা গিয়েছে যে, WhatsApp নতুন সেই ফিচার নিয়ে কাজ করছে।  WhatsApp এর নতুন সেই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের অনলাইন স্টেটাস চাইলে লুকিয়ে রাখতে পারবেন।
Meta-র নিজস্ব প্ল্যাটফর্ম জনপ্রিয় অ্যাপ WhatsApp ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে একটি নতুন ফিচার। জানা গিয়েছে যে, WhatsApp নতুন সেই ফিচার নিয়ে কাজ করছে। WhatsApp এর নতুন সেই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের অনলাইন স্টেটাস চাইলে লুকিয়ে রাখতে পারবেন।
advertisement
2/7
এই ধরনের একটি ফিচার ইতিমধ্যেই WhatsApp এ চালু রয়েছে। যার মাধ্যমে WhatsApp এর ইউজাররা নিজেদের কন্টাক্টের থেকে লাস্ট সিন স্টেটাস লুকিয়ে রাখতে পারে।
এই ধরনের একটি ফিচার ইতিমধ্যেই WhatsApp এ চালু রয়েছে। যার মাধ্যমে WhatsApp এর ইউজাররা নিজেদের কন্টাক্টের থেকে লাস্ট সিন স্টেটাস লুকিয়ে রাখতে পারে।
advertisement
3/7
WhatsApp-এর নতুন ফিচার সম্পর্কে জানিয়েছে WAbetainfo। তাদের রিপোর্ট অনুযায়ী WhatsApp এর এই নতুন ফিচার দেখা গিয়েছে iOS বিটাতে।
WhatsApp-এর নতুন ফিচার সম্পর্কে জানিয়েছে WAbetainfo। তাদের রিপোর্ট অনুযায়ী WhatsApp এর এই নতুন ফিচার দেখা গিয়েছে iOS বিটাতে।
advertisement
4/7
WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp এখনও তাদের এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বর্তমানে WhatsApp এর ইউজাররা ব্যবহার করতে পারছেন লাস্ট সিন ফিচার। এর মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী কন্টাক্ট, কয়েকজন অথবা একজনের থেকে লুকিয়ে রাখা সম্ভব লাস্ট সিন স্টেটাস।
WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp এখনও তাদের এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বর্তমানে WhatsApp এর ইউজাররা ব্যবহার করতে পারছেন লাস্ট সিন ফিচার। এর মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী কন্টাক্ট, কয়েকজন অথবা একজনের থেকে লুকিয়ে রাখা সম্ভব লাস্ট সিন স্টেটাস।
advertisement
5/7
এ বার ঠিক একই রকম ভাবে WhatsApp এর ইউজাররা তাদের অনলাইন স্টেটাস লুকিয়ে রাখতে পারবে  নিজেদের পছন্দ অনুযায়ী কন্টাক্ট, কয়েকজন অথবা একজনের থেকে। সুতরাং WhatsApp এর নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা অনলাইন থাকলেও অন্যেরা তা বুঝতে পারবে না। এর ফলে ইউজাররা খুবই উপকৃত হবে।
এ বার ঠিক একই রকম ভাবে WhatsApp এর ইউজাররা তাদের অনলাইন স্টেটাস লুকিয়ে রাখতে পারবে নিজেদের পছন্দ অনুযায়ী কন্টাক্ট, কয়েকজন অথবা একজনের থেকে। সুতরাং WhatsApp এর নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা অনলাইন থাকলেও অন্যেরা তা বুঝতে পারবে না। এর ফলে ইউজাররা খুবই উপকৃত হবে।
advertisement
6/7
WhatsApp-এর এই নতুন প্রাইভেসি ফোকাসড ফিচার এখনও পরীক্ষা করা হচ্ছে। WhatsApp এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজারদের গোপনীয়তা আরও সুরক্ষিত হবে। কারণ তাঁরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী অনলাইন স্টেটাস লুকিয়ে রাখতে পারবেন। WhatsApp-এর আরও একটি ফিচার আসতে চলেছে, যার মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করা সম্ভব।
WhatsApp-এর এই নতুন প্রাইভেসি ফোকাসড ফিচার এখনও পরীক্ষা করা হচ্ছে। WhatsApp এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজারদের গোপনীয়তা আরও সুরক্ষিত হবে। কারণ তাঁরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী অনলাইন স্টেটাস লুকিয়ে রাখতে পারবেন। WhatsApp-এর আরও একটি ফিচার আসতে চলেছে, যার মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করা সম্ভব।
advertisement
7/7
 জানা গিয়েছে WhatsApp এর এই ফিচার নিয়েও এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আগে ইউজাররা একবার মেসেজ পাঠিয়ে দিলে, তা আর এডিট করা সম্ভব ছিল না। ইউজারদের কাছে তখন একমাত্র অপশন ছিল সেটি ডিলিট করা। কিন্তু, এ বার WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে সেই মেসেজ এডিট করা সম্ভব। সুতরাং এর মাধ্যমেও WhatsApp এর ইউজারদের বিশাল বড় উপকার হতে চলেছে।
জানা গিয়েছে WhatsApp এর এই ফিচার নিয়েও এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আগে ইউজাররা একবার মেসেজ পাঠিয়ে দিলে, তা আর এডিট করা সম্ভব ছিল না। ইউজারদের কাছে তখন একমাত্র অপশন ছিল সেটি ডিলিট করা। কিন্তু, এ বার WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে সেই মেসেজ এডিট করা সম্ভব। সুতরাং এর মাধ্যমেও WhatsApp এর ইউজারদের বিশাল বড় উপকার হতে চলেছে।
advertisement
advertisement
advertisement