WhatsApp-এ আসছে ৫টি অসাধারণ ফিচার, বদলে যাবে চ্যাট করার অভিজ্ঞতা

Last Updated:
WhatsApp আগামীদিনে নিয়ে আসতে চলেছে পাঁচটি নতুন আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৫টি ফিচার।
1/10
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। সম্প্রতি WhatsApp এর তরফে একটি বড় আপডেট পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ক্রিনশট ব্লকিং, গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো এবং ডকুমেন্ট ক্যাপশন ইত্যাদির মতো আধুনিক ফিচার। WhatsApp আগামীদিনে নিয়ে আসতে চলেছে পাঁচটি নতুন আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৫টি ফিচার।
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। সম্প্রতি WhatsApp এর তরফে একটি বড় আপডেট পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ক্রিনশট ব্লকিং, গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো এবং ডকুমেন্ট ক্যাপশন ইত্যাদির মতো আধুনিক ফিচার। WhatsApp আগামীদিনে নিয়ে আসতে চলেছে পাঁচটি নতুন আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৫টি ফিচার।
advertisement
2/10
WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে তাদের নতুন একটি ফিচার। WhatsApp-এর এই ফিচার সাধারণত গ্রুপের জন্য। জানা গিয়েছে যে এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর গ্রুপে এক সঙ্গে ১০২৪ জন সদস্য যুক্ত হতে পারবে।
WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে তাদের নতুন একটি ফিচার। WhatsApp-এর এই ফিচার সাধারণত গ্রুপের জন্য। জানা গিয়েছে যে এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর গ্রুপে এক সঙ্গে ১০২৪ জন সদস্য যুক্ত হতে পারবে।
advertisement
3/10
সম্প্রতি WhatsApp তাদের নতুন এই ফিচার কয়েকটি বিটা ভার্সনে চালু করেছে, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য চালু করা হয়েছে। খুব তাড়াতাড়ি WhatsApp-এর সকল ইউজারদের জন্য চালু করে দেওয়া হবে নতুন এই গ্রুপ ফিচার।
সম্প্রতি WhatsApp তাদের নতুন এই ফিচার কয়েকটি বিটা ভার্সনে চালু করেছে, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য চালু করা হয়েছে। খুব তাড়াতাড়ি WhatsApp-এর সকল ইউজারদের জন্য চালু করে দেওয়া হবে নতুন এই গ্রুপ ফিচার।
advertisement
4/10
WhatsApp তাদের নতুন ডকুমেন্ট ক্যাপশন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এই ফিচারের মাধ্যমে WhatsApp এর ইউজাররা চ্যাটিং-এর সময় খুব তাড়াতাড়ি শেয়ার করা ফাইলের ক্যাপশন দেখতে পাবেন। WhatsApp অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য বেশ কয়েকটি ফিচার বিটা ভার্সনে পরীক্ষা-নিরীক্ষা করছে।
WhatsApp তাদের নতুন ডকুমেন্ট ক্যাপশন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এই ফিচারের মাধ্যমে WhatsApp এর ইউজাররা চ্যাটিং-এর সময় খুব তাড়াতাড়ি শেয়ার করা ফাইলের ক্যাপশন দেখতে পাবেন। WhatsApp অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য বেশ কয়েকটি ফিচার বিটা ভার্সনে পরীক্ষা-নিরীক্ষা করছে।
advertisement
5/10
এই ক্যাপশন ফিচারের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল WhatsApp এর ইউজাররা সার্চ অপশন ব্যবহার করে চ্যাটে শেয়ার করা ডকুমেন্ট অথবা ফাইল খুব সহজেই খুঁজে নিতে পারবেন।
এই ক্যাপশন ফিচারের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল WhatsApp এর ইউজাররা সার্চ অপশন ব্যবহার করে চ্যাটে শেয়ার করা ডকুমেন্ট অথবা ফাইল খুব সহজেই খুঁজে নিতে পারবেন।
advertisement
6/10
WhatsApp ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে স্ক্রিনশট ব্লকিং ফিচার যা ইতিমধ্যেই বিটা ভার্সনে চালু করা হয়েছে। বর্তমানে এটি কয়েকটি বিটা টেস্টারে চালু রয়েছে। এই স্ক্রিন লক ইন ফিচারের সাহায্যে ইউজাররা ভিউ ওয়ানস সেট করলে কেউ ভিডিও এবং ফটোর স্ক্রিনশট নিতে পারবে না।
WhatsApp ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে স্ক্রিনশট ব্লকিং ফিচার যা ইতিমধ্যেই বিটা ভার্সনে চালু করা হয়েছে। বর্তমানে এটি কয়েকটি বিটা টেস্টারে চালু রয়েছে। এই স্ক্রিন লক ইন ফিচারের সাহায্যে ইউজাররা ভিউ ওয়ানস সেট করলে কেউ ভিডিও এবং ফটোর স্ক্রিনশট নিতে পারবে না।
advertisement
7/10
WhatsApp এর সাহায্যে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে ইউজারদের প্রাইভেসির ওপর জোর দিতে চলেছে। এর মাধ্যমে সুরক্ষিত থাকবেন WhatsApp-এর ইউজাররা।
WhatsApp এর সাহায্যে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে ইউজারদের প্রাইভেসির ওপর জোর দিতে চলেছে। এর মাধ্যমে সুরক্ষিত থাকবেন WhatsApp-এর ইউজাররা।
advertisement
8/10
WhatsApp কয়েকটি ব্যবসার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্লান চালু করবে বলে শোনা গিয়েছে। কিন্তু এখনও এই ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের দাম সম্পর্কে জানা যায়নি। জানা গিয়েছে যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে এর দাম আলাদা আলাদা হতে পারে।
WhatsApp কয়েকটি ব্যবসার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্লান চালু করবে বলে শোনা গিয়েছে। কিন্তু এখনও এই ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের দাম সম্পর্কে জানা যায়নি। জানা গিয়েছে যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে এর দাম আলাদা আলাদা হতে পারে।
advertisement
9/10
WhatsApp বিটা আপডেটে নতুন সাইডবার এবং স্ট্যাটাসে রিপ্লাই করার জন্য নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। নতুন ফিচারে স্ট্যাটাসের সঙ্গে ইউজাররা আলাদাভাবেও বিভিন্ন স্ট্যাটাসে রিপ্লাই করার জন্য আলাদা বার পাবেন।
WhatsApp বিটা আপডেটে নতুন সাইডবার এবং স্ট্যাটাসে রিপ্লাই করার জন্য নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। নতুন ফিচারে স্ট্যাটাসের সঙ্গে ইউজাররা আলাদাভাবেও বিভিন্ন স্ট্যাটাসে রিপ্লাই করার জন্য আলাদা বার পাবেন।
advertisement
10/10
WhatsApp-এর নতুন আপডেটে কয়েকজন ইউজার লক্ষ্য করেছেন যে, মাইক্রোসফট স্টোর থেকে আপডেট করলে WhatsApp-এর সাইডবার দেখা যাচ্ছে। যেখানে ইউজাররা খুব সহজেই স্ট্যাটাস আপডেট সেটিং এবং প্রোফাইল দেখতে পারবেন।
WhatsApp-এর নতুন আপডেটে কয়েকজন ইউজার লক্ষ্য করেছেন যে, মাইক্রোসফট স্টোর থেকে আপডেট করলে WhatsApp-এর সাইডবার দেখা যাচ্ছে। যেখানে ইউজাররা খুব সহজেই স্ট্যাটাস আপডেট সেটিং এবং প্রোফাইল দেখতে পারবেন।
advertisement
advertisement
advertisement