ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) চালু করেছে তাদের নতুন পাঁচটি প্রিপেড প্ল্যান। নতুন এই পাঁচটি প্রিপেড প্ল্যানের মধ্যে রয়েছে ২৯ টাকা, ৩৯ টাকা, ৯৮ টাকা, ১৯৫ টাকা এবং ৩১৯ টাকার প্ল্যান। ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সুবিধা। এক নজরে দেখে নিন ভোডাফোন আইডিয়ার নতুন এই পাঁচটি প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়ার ৩৯ টাকার প্ল্যান একটি ৪জি ডেটা ভাউচার প্ল্যান। এই প্ল্যানে ৩জিবি FUP ডেটার সুবিধা পাওয়া যাবে। ভোডাফোন আইডিয়ার ৩৯ টাকার প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে ৭ দিনের জন্য। কিন্তু ভোডাফোন আইডিয়ার ৩৯ টাকার প্ল্যান এখন সব সার্কেলে পাওয়া যাবে না। ভোডাফোন আইডিয়ার ৩৯ টাকার প্ল্যান শুধু গুজরাট সার্কেলে পাওয়া যাচ্ছে।
ভোডাফোন আইডিয়ার ৯৮ টাকার প্ল্যান আলাদা আলাদা সার্কেলে পাওয়া যাচ্ছে। কিন্তু এক একটি সার্কেলে এক একটি সুবিধা পাওয়া যাচ্ছে। ভোডাফোন আইডিয়ার ৯৮ টাকার প্ল্যান হল একটি ৪জি ডেটা ভাউচার। এর মাধ্যমে ২১ দিনের জন্য ৯জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। এটি শুধু গুজরাটের জন্য। মহারাষ্ট্র এবং গোয়াতে এই প্ল্যানের মাধ্যমে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং, ২০০এমবি ডেটা ১৫ দিনের জন্য।