Vodafone Idea আনল ১৫১ টাকার নয়া প্ল্যান, পাবেন Disney+Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে

Last Updated:
Vi launches Rs 151 prepaid plan: এই ডেটা প্যাকের সঙ্গে Disney+ Hotstar-এর অফার থাকছে আগামী ৩ মাসের জন্য।
1/6
Vodafone Idea নিয়ে এল সাশ্রয়ী মূল্যের নতুন প্রিপেড প্ল্যান, যার দাম মাত্র ১৫১ টাকা। এ ছাড়া সঙ্গে থাকছে তিন মাসের সাবস্ক্রিপশন-সহ Disney+ Hotstar-এর অফার। তবে Vodafone Idea-এর ১৫১ টাকার প্রিপেড প্ল্যানটিতে আনলিমিটেড সুবিধা পাবেন না গ্রাহকের, কলিং বা এসএমএসের সুবিধেও থাকছে না। এই প্ল্যানে ব্যবহারকারীদের শুধুমাত্র ৩০ দিনের জন্য ৮ জিবি ডেটার অফার পাবেন।
Vodafone Idea নিয়ে এল সাশ্রয়ী মূল্যের নতুন প্রিপেড প্ল্যান, যার দাম মাত্র ১৫১ টাকা। এ ছাড়া সঙ্গে থাকছে তিন মাসের সাবস্ক্রিপশন-সহ Disney+ Hotstar-এর অফার। তবে Vodafone Idea-এর ১৫১ টাকার প্রিপেড প্ল্যানটিতে আনলিমিটেড সুবিধা পাবেন না গ্রাহকের, কলিং বা এসএমএসের সুবিধেও থাকছে না। এই প্ল্যানে ব্যবহারকারীদের শুধুমাত্র ৩০ দিনের জন্য ৮ জিবি ডেটার অফার পাবেন।
advertisement
2/6
এই ডেটা প্যাকের সঙ্গে Disney+ Hotstar-এর অফার থাকছে আগামী ৩ মাসের জন্য। যাঁরা আনলিমিটেড কলিং, এসএমএস এবং ৮জিবি ডেটা ও Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন চাইছেন তাদের আরও বেশি মূল্যের রিচার্জ করাতে হবে। ১৫১ টাকার ডেটা প্যাক ছাড়াও Vodafone আরও ৬টি নতুন অফার নিয়ে এসেছে যাতে Disney+ Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন-সহ অন্যান্য সুবিধে থাকছে।
এই ডেটা প্যাকের সঙ্গে Disney+ Hotstar-এর অফার থাকছে আগামী ৩ মাসের জন্য। যাঁরা আনলিমিটেড কলিং, এসএমএস এবং ৮জিবি ডেটা ও Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন চাইছেন তাদের আরও বেশি মূল্যের রিচার্জ করাতে হবে। ১৫১ টাকার ডেটা প্যাক ছাড়াও Vodafone আরও ৬টি নতুন অফার নিয়ে এসেছে যাতে Disney+ Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন-সহ অন্যান্য সুবিধে থাকছে।
advertisement
3/6
Vodafone-এর নতুন স্কিমে মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে একগুচ্ছ অফার। এতে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধে এবং প্রতিদিন ২.৫জিবি করে ডেটা প্যাকের সুবিধে। অন্য আরেকটি ৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে-সহ ১০০টি এসএমএস-এর অফার। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য প্রযোজ্য। ৬০১ টাকার Vodafone প্রিপেড প্ল্যানে ৪৯৯ টাকার প্ল্যানের মতোই সব সুবিধে থাকছে, কেবলমাত্র ২.৫জিবি ডেটার বদলে এই প্ল্যানে গ্রাহকরা ৩জিবি ডেটা প্যাকের সুবিধে পাবেন।
Vodafone-এর নতুন স্কিমে মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে একগুচ্ছ অফার। এতে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধে এবং প্রতিদিন ২.৫জিবি করে ডেটা প্যাকের সুবিধে। অন্য আরেকটি ৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে-সহ ১০০টি এসএমএস-এর অফার। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য প্রযোজ্য। ৬০১ টাকার Vodafone প্রিপেড প্ল্যানে ৪৯৯ টাকার প্ল্যানের মতোই সব সুবিধে থাকছে, কেবলমাত্র ২.৫জিবি ডেটার বদলে এই প্ল্যানে গ্রাহকরা ৩জিবি ডেটা প্যাকের সুবিধে পাবেন।
advertisement
4/6
৬০১ টাকার প্রিপেড প্ল্যান ছাড়াও Vodafone নিয়ে এসেছে বিনামূল্যে নতুন Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অফার। মাত্র ৯০১ টাকা এবং ১০৬৬ টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনের অফার পাবেন। এর মধ্যে ৯০১ টাকার প্ল্যানে ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অফার-সহ প্রতিদিন ৩জিবি ডেটা প্যাক ও ৭০ দিনের ভ্যালিডিটি পাবেন। ১০৬৬ টাকার প্ল্যানটিতে থাকছে ২জিবি ডেটা প্যাক ও ৮৪ দিনের ভ্যালিডিটি।
৬০১ টাকার প্রিপেড প্ল্যান ছাড়াও Vodafone নিয়ে এসেছে বিনামূল্যে নতুন Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অফার। মাত্র ৯০১ টাকা এবং ১০৬৬ টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনের অফার পাবেন। এর মধ্যে ৯০১ টাকার প্ল্যানে ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অফার-সহ প্রতিদিন ৩জিবি ডেটা প্যাক ও ৭০ দিনের ভ্যালিডিটি পাবেন। ১০৬৬ টাকার প্ল্যানটিতে থাকছে ২জিবি ডেটা প্যাক ও ৮৪ দিনের ভ্যালিডিটি।
advertisement
5/6
এ ছাড়াও বেশি মূল্যের প্রিপেড প্ল্যানে অর্থাৎ ৩,০৯৯ টাকা মূল্যের প্রিপেড প্ল্যানে রয়েছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন, দৈনিক ১.৫জিবি ইন্টারনেট ডেটা প্যাকের সুবিধে।
এ ছাড়াও বেশি মূল্যের প্রিপেড প্ল্যানে অর্থাৎ ৩,০৯৯ টাকা মূল্যের প্রিপেড প্ল্যানে রয়েছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, ১ বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন, দৈনিক ১.৫জিবি ইন্টারনেট ডেটা প্যাকের সুবিধে।
advertisement
6/6
১৫১ টাকার প্ল্যানটি বাদে উপরের সমস্ত প্ল্যানে গ্রাহকদের জন্য ‘Binge All Night’, ‘Weekend Data Rollover’ ইত্যাদির সুবিধা থাকছে। Vodafone-এর ‘Binge All Night’ অফারে গ্রাহকরা সকাল ১২টা থেকে ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা প্যাকের সুবিধা পাবেন।
১৫১ টাকার প্ল্যানটি বাদে উপরের সমস্ত প্ল্যানে গ্রাহকদের জন্য ‘Binge All Night’, ‘Weekend Data Rollover’ ইত্যাদির সুবিধা থাকছে। Vodafone-এর ‘Binge All Night’ অফারে গ্রাহকরা সকাল ১২টা থেকে ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা প্যাকের সুবিধা পাবেন।
advertisement
advertisement
advertisement