নামমাত্র খরচে গরম থেকে নিস্তার, এখনই ঘরে আনুন পার্সোনাল এয়ার কুলার

Last Updated:
Top 5 Personal Air Coolers: এগুলো ছোট হলেও দারুন কাজের জিনিস। দামে যেমন সাশ্রয়ী, কাজে তেমনই আশ্রয়ী
1/8
ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। গ্রীষ্মকাল পড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরমের প্রভাব। ভারতের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। ভারতের বেশ কয়েকটি জায়গায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও গরমের প্রভাব খুবই বেশি। এর জন্য সরকারের তরফে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। গ্রীষ্মকাল পড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরমের প্রভাব। ভারতের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। ভারতের বেশ কয়েকটি জায়গায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও গরমের প্রভাব খুবই বেশি। এর জন্য সরকারের তরফে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
2/8
এই তীব্র গরম থেকে বাঁচার একমাত্র রাস্তা এসি এবং কুলার। কিন্তু এসির দাম কিছুটা বেশি হওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ কুলার। এমন পরিস্থিতিতে বাড়ি বা দোকান ঠাণ্ডা করার জন্য পার্সোনাল এয়ার কুলার খুবই উপকারী। এগুলো ছোট হলেও দারুন কাজের জিনিস। দামে যেমন সাশ্রয়ী, কাজে তেমনই আশ্রয়ী।
এই তীব্র গরম থেকে বাঁচার একমাত্র রাস্তা এসি এবং কুলার। কিন্তু এসির দাম কিছুটা বেশি হওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ কুলার। এমন পরিস্থিতিতে বাড়ি বা দোকান ঠাণ্ডা করার জন্য পার্সোনাল এয়ার কুলার খুবই উপকারী। এগুলো ছোট হলেও দারুন কাজের জিনিস। দামে যেমন সাশ্রয়ী, কাজে তেমনই আশ্রয়ী।
advertisement
3/8
আসলে, পার্সোনাল কুলার একটি ছোট ঘর দ্রুত ঠান্ডা করতে পারে। আকারে ছোট হওয়ায় সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি বিদ্যুৎ খরচও কম হয়। এক নজরে দেখে নেওয়া যাক বাজারের সেরা ৫ সস্তা অথচ ফিচারে তুখোড় পার্সোনাল এয়ার কুলারের সমস্ত খুঁটিনাটি।
আসলে, পার্সোনাল কুলার একটি ছোট ঘর দ্রুত ঠান্ডা করতে পারে। আকারে ছোট হওয়ায় সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি বিদ্যুৎ খরচও কম হয়। এক নজরে দেখে নেওয়া যাক বাজারের সেরা ৫ সস্তা অথচ ফিচারে তুখোড় পার্সোনাল এয়ার কুলারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
4/8
Symphony Duet Mini নামের এই ব্যক্তিগত এয়ার কুলারটি মাত্র ২,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর ওজন মাত্র ৭০০ গ্রাম। এতে তিনটি ফ্যান মোড রয়েছে। ক্রেতারা কোম্পানির ওয়েবসাইট থেকে এটি অর্ডার করতে পারেন।
Symphony Duet Mini নামের এই ব্যক্তিগত এয়ার কুলারটি মাত্র ২,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর ওজন মাত্র ৭০০ গ্রাম। এতে তিনটি ফ্যান মোড রয়েছে। ক্রেতারা কোম্পানির ওয়েবসাইট থেকে এটি অর্ডার করতে পারেন।
advertisement
5/8
Symphony 10L Personal Cooler-এর দাম মাত্র ২৪৯৯ টাকা। এটির জল ধারণের ক্ষমতা ১০ লিটার। ক্রেতারা এটি Flipkart থেকে অর্ডার করতে পারেন।
Symphony 10L Personal Cooler-এর দাম মাত্র ২৪৯৯ টাকা। এটির জল ধারণের ক্ষমতা ১০ লিটার। ক্রেতারা এটি Flipkart থেকে অর্ডার করতে পারেন।
advertisement
6/8
Lifelong 12 Litre Cooler একটি কমপ্যাক্ট পার্সোনাল কুলার। ক্রেতারা কোম্পানির ওয়েবসাইট থেকে মাত্র ৩৪৯০ টাকায় এটি কিনতে পারবেন। এটির জলের ট্যাঙ্কের ক্ষমতা ১২ লিটার এবং এতে মাল্টি স্পিড ফ্যান মোড রয়েছে।
Lifelong 12 Litre Cooler একটি কমপ্যাক্ট পার্সোনাল কুলার। ক্রেতারা কোম্পানির ওয়েবসাইট থেকে মাত্র ৩৪৯০ টাকায় এটি কিনতে পারবেন। এটির জলের ট্যাঙ্কের ক্ষমতা ১২ লিটার এবং এতে মাল্টি স্পিড ফ্যান মোড রয়েছে।
advertisement
7/8
USHA 12 L Room/Personal Air Cooler - ঊষার এই পার্সোনাল কুলারটি বেশ কমপ্যাক্ট এবং দরকারি। এর বাতাস ৪ ফুট পর্যন্ত যায় এবং ১২ লিটারের একটি ট্যাঙ্ক রয়েছে এতে। এটি ফ্লিপকার্ট থেকে ৩৯৯৬ টাকায় কেনা যাবে।
USHA 12 L Room/Personal Air Cooler - ঊষার এই পার্সোনাল কুলারটি বেশ কমপ্যাক্ট এবং দরকারি। এর বাতাস ৪ ফুট পর্যন্ত যায় এবং ১২ লিটারের একটি ট্যাঙ্ক রয়েছে এতে। এটি ফ্লিপকার্ট থেকে ৩৯৯৬ টাকায় কেনা যাবে।
advertisement
8/8
Crompton Ginie Neo - ক্রম্পটনের এই ছোট ব্যক্তিগত এয়ার কুলারের দাম ৩৪৯০ টাকা। এটির জল ধারণের ক্ষমতা ১০ লিটার। এটি ৫ ফুট পর্যন্ত ঠান্ডা বাতাস দিতে পারে।
Crompton Ginie Neo - ক্রম্পটনের এই ছোট ব্যক্তিগত এয়ার কুলারের দাম ৩৪৯০ টাকা। এটির জল ধারণের ক্ষমতা ১০ লিটার। এটি ৫ ফুট পর্যন্ত ঠান্ডা বাতাস দিতে পারে।
advertisement
advertisement
advertisement