ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। গ্রীষ্মকাল পড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরমের প্রভাব। ভারতের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। ভারতের বেশ কয়েকটি জায়গায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও গরমের প্রভাব খুবই বেশি। এর জন্য সরকারের তরফে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।