এমন এক পদ্ধতি যা ফলো করলেই লাভের লাভ হবে আপনারই ৷ অনেক সময়েই দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ না করলে চলবেনা ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
অনেক সময়েই দেখতে পাওয়া গিয়েছে ফোনে চার্জ দেওয়ার পরে বা টিভি দেখার পরে বিদ্যুতের স্যুইচ বন্ধ করে দিতে হয় ৷ তবেই যথার্থ রূপে বিদ্যুতের খরচ কমানো সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
যদি ঘরের মধ্যে ২৪ ডিগ্রিতে এয়ার কন্ডিশনার বা এসি চলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে বেশি পরিমাণে বিদ্যুতের খরচ হওয়া সম্ভব নয় ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
ফলত বিদ্যুতের বিল অতি সহজেই কম করা যেতে পারে ৷ একই সঙ্গে যদি টাইমার ব্যবহার করা হয় ৷ সেটিংস বদলে প্রতি মাসে ৪ থেকে ৫ হাজার টাকা বাঁচাতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
বিদ্যুতিক সরঞ্জাম কেনার আগে তার রেটিং অবশ্যই দেখে নেওয়া উচিৎ ৷ রেটিং দেখে সন্তুষ্ট হলে তবেই সেই সরঞ্জাম কেনা উচিৎ বা কিনতে পারেন ৷ যেই সমস্ত জিনিসপত্রের রেটিং বেশি সেই সমস্ত জিনিসপত্র বিদ্যুৎ সঞ্চয় করে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
চাইলে বেশ কিছু ডিভাইজের জন্য এক্সটেনশন কর্ড ব্যবহার করা যেতে পারে ৷ ফলে অন্য কিছু করার সময় স্যুইচঅফ করে করা যেতে পারে ফলে বিদ্যুতের খরচ কম হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
যদি বাড়ির যদি টিউব বাল্ব ব্যবহার করেন একটু খেয়াল রাখতে হবে সেই টিউব বা বাল্ব যাতে সিএফএল (CFL) এর বদলে এলইডি হয় সেক্ষেত্রে বিদ্যুৎ অনেকটাই বাঁচানো সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
কেননা ১০০ ওয়াটের সাধারণ বাল্ব ১০ ঘণ্টায় এক ইউনিট বিদ্যুৎ খরচ করে ৷ ১৫ ওয়াটের সিএফএল ৬৬.৫ ঘণ্টায় এক ইউনিট বিদ্যুৎ খরচ করে, এলইডি বাল্ব সেক্ষেত্রে ১১১ ঘণ্টা জ্বললে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে ৷ প্রতীকী ছবি ৷