ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে মেসেজিং অ্যাপ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম Telegram। বর্তমানে এই করোনা কালে গ্রুপ কলিংয়ের চাহিদা অনেক বেড়ে গিয়েছে, সে অফিসের কাজের জন্য হক কে বন্ধু-পরিজনের সঙ্গে গল্প করার জন্য। এই কথা মাথায় রেখে নতুন এই ফিচার নিয়ে এসেছে Telegram। এবার এক সঙ্গে ১০০০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন। শুধু এটাই নয় এর সঙ্গে রয়েছে হাই কোয়ালিটি ভিডিও মেসেজ রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং এবং ভিডিও প্লেব্যাক স্পিড কন্ট্রোল-র মত ফিচারও।
টেলিগ্রাম জানিয়েছে যে, ৩০ জন ইউজার তাদের ক্যামেরা এবং স্ক্রিন উভয় থেকে ভিডিও সম্প্রচার করতে পারবেন। আর ১০০০ অংশগ্রহণকারীরা স্ট্রিমিং এর মাধ্যমে ভিডিও দেখতে পারবেন। এই ফিচারটির উদ্দেশ্য হল ই-লার্নিং এবং অন্যান্য অনলাইন কমিউনিকেশনকে সহজ করা। গ্রুপ ভিডিও কল শুরু করার জন্য, প্রথমে যেকোনও গ্রুপের ইনফো পেজে গিয়ে ভয়েস চ্যাট তৈরি করুন, আর তাপর ভিডিও অন কারুন। টেলিগ্রাম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও, ছবি এবং অন্যান্য ডকিউমেন্ট পাঠাতে পারেন।