WhatsApp-এ আপনাকে কি কেউ ব্লক করেছে ? বুঝবেন কী করে জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp এ আপনাকে কেউ ব্লক করলে তা বোঝার ৫টি সহজ উপায়, জেনে নিন
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বেশিরভাগ মানুষেরাই অন্য যে কোনও ইন্টারেক্টিভ মেসেজিং প্ল্যাটফর্মের পরিবর্তে WhatsApp বেছে নেন। এর অন্যতম কারণ হল, এর সিকিউরিটি এবং গোপনীয়তা রক্ষার একাধিক ফিচার। ঠিক যেমন সুরক্ষার জন্যই WhatsApp-এ রয়েছে ব্লক করার অপশন।
advertisement
অনেক সময় হয়ে থাকে যে জাদের সঙ্গে আমরা কথা বলতে চাইনা বে তাঁদের মেসেজ পড়তে চাইনা তাঁদের ব্লক করে দিয়ে থাকি। তারপর সেই ব্যক্তি আপনাকে মেসেজও করতে পারবেন না৷ কোনও ভাবেই আর আপনার ছবি, স্টেটাস দেখতে পাবেন না। ঠিক তেমনি আপনাকেও কেউ WhatsApp এ ব্লক করে রাখতে পারেন। আর সেটা হয়ে থাকলে সহজে আপনি বুঝতেও পাড়বেন না। কিন্তু এবার এটা জানার উপায় রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement