Solar Storm: শিয়রে সংক্রান্তি! বুধবারই পৃথিবীতে আছড়ে পড়বে সৌর ঝড়! তোলপাড় বিজ্ঞানী মহলে

Last Updated:
Solar Storm: বিজ্ঞানীরা কয়েকদিন আগে, পৃথিবীমুখী সৌরপৃষ্ঠে একটি নতুন সৌর কলঙ্ক দেখতে পেয়েছিলেন। তাঁরা আশঙ্কা করেছিলেন, এই সৌর কলঙ্কের কারণেই এক সৌর ঝড় তৈরি হবে।
1/5
সৌরঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। হাতে বেশি সময়ও নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন বুধবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে সৌরঝড়ের প্রভাব। সূর্যের থেকে উচ্চগতিতে ধেয়ে আসা বাতাসের কারণেই প্রভাব পড়তে পারে পৃথিবীর বুকে।
সৌরঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। হাতে বেশি সময়ও নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন বুধবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে সৌরঝড়ের প্রভাব। সূর্যের থেকে উচ্চগতিতে ধেয়ে আসা বাতাসের কারণেই প্রভাব পড়তে পারে পৃথিবীর বুকে।
advertisement
2/5
বিজ্ঞানীরা কয়েকদিন আগে, পৃথিবীমুখী সৌরপৃষ্ঠে একটি নতুন সৌর কলঙ্ক দেখতে পেয়েছিলেন। তাঁরা আশঙ্কা করেছিলেন, এই সৌর কলঙ্কের কারণেই এক সৌর ঝড় তৈরি হবে। দেখা যায়, ২৪ ঘণ্টার মধ্যে সেই কলঙ্কের আকার হয়ে যায় প্রায় ১০ গুণ। আর তার পরেই ধরা পড়ে কবে পৃথিবীর বুকে আছড়ে পড়বে এই ঝড়।
বিজ্ঞানীরা কয়েকদিন আগে, পৃথিবীমুখী সৌরপৃষ্ঠে একটি নতুন সৌর কলঙ্ক দেখতে পেয়েছিলেন। তাঁরা আশঙ্কা করেছিলেন, এই সৌর কলঙ্কের কারণেই এক সৌর ঝড় তৈরি হবে। দেখা যায়, ২৪ ঘণ্টার মধ্যে সেই কলঙ্কের আকার হয়ে যায় প্রায় ১০ গুণ। আর তার পরেই ধরা পড়ে কবে পৃথিবীর বুকে আছড়ে পড়বে এই ঝড়।
advertisement
3/5
বিজ্ঞানীর বলছেন, সেই ঝড়ের আছড়ে পড়ার সময় ৩ অগাস্ট। তবে এই সৌর ঝড়ে ওই কলঙ্ক ইন্ধন দিলেও তা আসল কারণ নয়। কারণ সূর্যের গায়ে সেই কলঙ্ক আরও বড় আকার ধারন করছে রোজই। এর ফলে পৃথিবীতে শুরু হবে জিও-ম্যাগনেটিক ঝড়।
বিজ্ঞানীর বলছেন, সেই ঝড়ের আছড়ে পড়ার সময় ৩ অগাস্ট। তবে এই সৌর ঝড়ে ওই কলঙ্ক ইন্ধন দিলেও তা আসল কারণ নয়। কারণ সূর্যের গায়ে সেই কলঙ্ক আরও বড় আকার ধারন করছে রোজই। এর ফলে পৃথিবীতে শুরু হবে জিও-ম্যাগনেটিক ঝড়।
advertisement
4/5
কী সেই ঝড়! এটি আসলে সূর্যের ফেরত একটি তরঙ্গের ঝড় যা পৃথিবীর ক্ষেত্রে সঙ্কটজনক হয়। তবে এ ক্ষেত্রে বিজ্ঞানীদের মন্তব্য ঝড়ের তেমন কোনও প্রভাব হয়ত পড়বে না, তবে তা আন্দাজ মাত্র, সমস্যা পরে বাড়তেও পারে। ঝড়ের ফলে কী হতে পারে পৃথিবীর।
কী সেই ঝড়! এটি আসলে সূর্যের ফেরত একটি তরঙ্গের ঝড় যা পৃথিবীর ক্ষেত্রে সঙ্কটজনক হয়। তবে এ ক্ষেত্রে বিজ্ঞানীদের মন্তব্য ঝড়ের তেমন কোনও প্রভাব হয়ত পড়বে না, তবে তা আন্দাজ মাত্র, সমস্যা পরে বাড়তেও পারে। ঝড়ের ফলে কী হতে পারে পৃথিবীর।
advertisement
5/5
 বিজ্ঞানীরা বলছেন, এই ঝড় আছড়ে পড়লে সমস্যা দেখা দিতে পারে রেডিও তরঙ্গে। অর্থাৎ, রেডিও তরঙ্গের বিকৃতি দেখা দিতে পারে এই ঝড়ের কারণে। রেডিও ব্ল্যাক আউট দেখা দিতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, এই ঝড় আছড়ে পড়লে সমস্যা দেখা দিতে পারে রেডিও তরঙ্গে। অর্থাৎ, রেডিও তরঙ্গের বিকৃতি দেখা দিতে পারে এই ঝড়ের কারণে। রেডিও ব্ল্যাক আউট দেখা দিতে পারে।
advertisement
advertisement
advertisement