Saturn’s Iconic Rings: হঠাৎ করে ভ্যানিশ হবে শনির বলয়! এর প্রভাবে কী হতে পারে, বলছেন বিজ্ঞানীরা

Last Updated:
Saturn’s Iconic Rings:সাধারণত যাঁরা মহাজাগতিক দৃশ্য দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে শনির এই বলয় দেখা এক অন্যতম দৃশ্যসুখের কাজ৷
1/6
কী হল হঠাৎ! বৈজ্ঞানিকরা বলছেন, এ বার ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে শনির বলয়৷ এমনই ভয়ানক এক কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁরা বলছেন, এতে বদলে যেতে পারে মহাজাগতিক অনেক কিছু৷ শনির এই বিবর্তন মানুষের জীবনে কী প্রভাব বিস্তার করবে?
কী হল হঠাৎ! বৈজ্ঞানিকরা বলছেন, এ বার ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে শনির বলয়৷ এমনই ভয়ানক এক কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁরা বলছেন, এতে বদলে যেতে পারে মহাজাগতিক অনেক কিছু৷ শনির এই বিবর্তন মানুষের জীবনে কী প্রভাব বিস্তার করবে?
advertisement
2/6
সাধারণত যাঁরা মহাজাগতিক দৃশ্য দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে শনির এই বলয় দেখা এক অন্যতম দৃশ্যসুখের কাজ৷ তাঁরা দেখেন, পৃথিবী থেকেও এই বলয় দৃশ্যমান৷ কিন্তু নাসার তরফ থেকে বলা হয়েছে, এই শনির বলয় ২০২৫ সালের মধ্যে ভ্যানিশ হয়ে যেতে পারে৷
সাধারণত যাঁরা মহাজাগতিক দৃশ্য দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে শনির এই বলয় দেখা এক অন্যতম দৃশ্যসুখের কাজ৷ তাঁরা দেখেন, পৃথিবী থেকেও এই বলয় দৃশ্যমান৷ কিন্তু নাসার তরফ থেকে বলা হয়েছে, এই শনির বলয় ২০২৫ সালের মধ্যে ভ্যানিশ হয়ে যেতে পারে৷
advertisement
3/6
সম্প্রতি এক মহাজাগতিক দৃশ্যের মুখে এসে পড়েছে শনিগ্রহ৷ এটি পৃথিবীর সঙ্গে এক লাইনে থাকবে এবং এটির ফলে দেখা যাবে এক অদ্ভুত দৃশ্য৷ পৃথিবী থেকে দেখতে পাওয়া এই গ্রহের অপরূপ সৌন্দর্য তার বলয়ের কারণেই৷
সম্প্রতি এক মহাজাগতিক দৃশ্যের মুখে এসে পড়েছে শনিগ্রহ৷ এটি পৃথিবীর সঙ্গে এক লাইনে থাকবে এবং এটির ফলে দেখা যাবে এক অদ্ভুত দৃশ্য৷ পৃথিবী থেকে দেখতে পাওয়া এই গ্রহের অপরূপ সৌন্দর্য তার বলয়ের কারণেই৷
advertisement
4/6
তবে বিজ্ঞানীরা বলছেন, এটি একটি কসমিক প্র্যাঙ্ক! মানে, মহাকাশ ঠাট্টা করবে পৃথিবীর মানুষের সঙ্গে৷ আদতেই এই বলয় অদৃশ্য হয়ে গেলেও চলে যাবে না, আবার আট বছর বাদে অর্থাৎ ২০৩২ সালে এই বলয়টিকে নিজের স্থানেই দেখা যাবে৷
তবে বিজ্ঞানীরা বলছেন, এটি একটি কসমিক প্র্যাঙ্ক! মানে, মহাকাশ ঠাট্টা করবে পৃথিবীর মানুষের সঙ্গে৷ আদতেই এই বলয় অদৃশ্য হয়ে গেলেও চলে যাবে না, আবার আট বছর বাদে অর্থাৎ ২০৩২ সালে এই বলয়টিকে নিজের স্থানেই দেখা যাবে৷
advertisement
5/6
কেন এমন হবে, বিজ্ঞানীরা বলেছেন বিস্তারিত৷ বলা হয়েছে, আপাতত পৃথিবী থেকে ন ডিগ্রি অ্যাঙ্গেলে শনি ঘুরছে৷ ২০২৪ সালের মধ্যে এটি কমে হবে তিন ডিগ্রি৷ তারপর এটি পৌঁছে যাবে একেবারে শূন্য ডিগ্রিতে৷ তারপরেই হবে ম্যাজিক৷
কেন এমন হবে, বিজ্ঞানীরা বলেছেন বিস্তারিত৷ বলা হয়েছে, আপাতত পৃথিবী থেকে ন ডিগ্রি অ্যাঙ্গেলে শনি ঘুরছে৷ ২০২৪ সালের মধ্যে এটি কমে হবে তিন ডিগ্রি৷ তারপর এটি পৌঁছে যাবে একেবারে শূন্য ডিগ্রিতে৷ তারপরেই হবে ম্যাজিক৷
advertisement
6/6
চোখের দৃষ্টিপথের সমান্তরালে যদি একটি কাগজ থাকে, সেটিকে দেখতে যেমন লাগবে, তেমনই হবে শনির ক্ষেত্রেও৷ সে ক্ষেত্রে একেবারে ভ্যানিশ হয়ে যাবে৷ তবে সেটি ধীরে ধীরে যখন অ্যাঙ্গেল বদলাবে, তখন আবার সেটি দেখা যাবে৷
চোখের দৃষ্টিপথের সমান্তরালে যদি একটি কাগজ থাকে, সেটিকে দেখতে যেমন লাগবে, তেমনই হবে শনির ক্ষেত্রেও৷ সে ক্ষেত্রে একেবারে ভ্যানিশ হয়ে যাবে৷ তবে সেটি ধীরে ধীরে যখন অ্যাঙ্গেল বদলাবে, তখন আবার সেটি দেখা যাবে৷
advertisement
advertisement
advertisement