Jio vs Airtel vs Vi: ৩০০ টাকার কমে Jio, Airtel, Vi-এর সেরা প্ল্যানগুলি দেখে নিন এক নজরে

Last Updated:
Best prepaid recharge plans under Rs 300: যাঁরা কম টাকার রিচার্জ করতে চাইছেন তাঁদের জন্য বেস্ট প্ল্যান কোনটা? জানুন বিস্তারিত
1/7
Best prepaid recharge plans under Rs 300: মোবাইল কানেক্টিভিটির খরচ বাড়ছে ক্রমশ। এরই মধ্যে স্বস্তির শ্বাস ফেলতে পারেন আপনি। আপনার মোবাইলে কোন কানেকশন রয়েছে, Reliance Jio, না কি Airtel, না Vodafone Idea? এর যে কোনও একটি থাকলেই আপনার কাছে রয়েছে ৩০০ টাকার কম দামে প্রি-পেড রিচার্জ করানোর দারুন সব সুযোগ। এমন কিছু ট্যারিফের সন্ধান আমরা দিতে পারি, যা আপনাকে দেবে প্রতিদিনের ডেটা, আনলিমিটেড ভয়েস কল-এর সুযোগ। একমাত্র ভ্যালিডিটির ক্ষেত্রে খানিকটা আপোষ করতে হতে পারে। তবে টেলিকম অপারেটররা এখন ৩০ দিনের ভ্যালিডিটি-সহ প্ল্যানও দিচ্ছে। এখানে রইল ৩০০ টাকার নীচে রিচার্জ প্ল্যানের হদিস
Best prepaid recharge plans under Rs 300: মোবাইল কানেক্টিভিটির খরচ বাড়ছে ক্রমশ। এরই মধ্যে স্বস্তির শ্বাস ফেলতে পারেন আপনি। আপনার মোবাইলে কোন কানেকশন রয়েছে, Reliance Jio, না কি Airtel, না Vodafone Idea? এর যে কোনও একটি থাকলেই আপনার কাছে রয়েছে ৩০০ টাকার কম দামে প্রি-পেড রিচার্জ করানোর দারুন সব সুযোগ। এমন কিছু ট্যারিফের সন্ধান আমরা দিতে পারি, যা আপনাকে দেবে প্রতিদিনের ডেটা, আনলিমিটেড ভয়েস কল-এর সুযোগ। একমাত্র ভ্যালিডিটির ক্ষেত্রে খানিকটা আপোষ করতে হতে পারে। তবে টেলিকম অপারেটররা এখন ৩০ দিনের ভ্যালিডিটি-সহ প্ল্যানও দিচ্ছে। এখানে রইল ৩০০ টাকার নীচে রিচার্জ প্ল্যানের হদিস
advertisement
2/7
Airtel-এর একাধিক প্ল্যান রয়েছে যে প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করে। এই সব প্ল্যানগুলির জন্য খরচ হবে ২০৯ টাকা, ২৩৯ টাকা বা ২৬৫ টাকা। এই প্ল্যানগুলি প্রায় সব ক’টিই প্রতিদিন ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ফ্রি SMS এবং এক মাসের ফ্রি Amazon Prime সাবস্ক্রিপশন অফার করে। খরচের পার্থক্য হয়ে যাবে শুধু মাত্র ভ্যালিডিটির (বৈধতার) পার্থক্যে। ২০৯ টাকার প্ল্যানটি মাত্র ২১ দিন ভ্যালিড থাকে। ২৩৯ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৪ দিন এবং ২৬৫ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন।
Airtel-এর একাধিক প্ল্যান রয়েছে যে প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করে। এই সব প্ল্যানগুলির জন্য খরচ হবে ২০৯ টাকা, ২৩৯ টাকা বা ২৬৫ টাকা। এই প্ল্যানগুলি প্রায় সব ক’টিই প্রতিদিন ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ফ্রি SMS এবং এক মাসের ফ্রি Amazon Prime সাবস্ক্রিপশন অফার করে। খরচের পার্থক্য হয়ে যাবে শুধু মাত্র ভ্যালিডিটির (বৈধতার) পার্থক্যে। ২০৯ টাকার প্ল্যানটি মাত্র ২১ দিন ভ্যালিড থাকে। ২৩৯ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৪ দিন এবং ২৬৫ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন।
advertisement
3/7
এরই পাশাপাশি এয়ারটেল লঞ্চ করেছে ২৯৬ টাকার একটি প্ল্যান যা ৩০ দিনের ভ্যালিডিটিতে পাওয়া যাবে। এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি ফ্রি SMS এবং সারা মাসে মোট ২৫ জিবি ইন্টারনেট। এই ডেটা লিমিট পেরিয়ে গেলে গ্রাহকের কাছ থেকে ৫০ পয়সা প্রতি MB দরে টাকা চাওয়া হবে।
এরই পাশাপাশি এয়ারটেল লঞ্চ করেছে ২৯৬ টাকার একটি প্ল্যান যা ৩০ দিনের ভ্যালিডিটিতে পাওয়া যাবে। এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি ফ্রি SMS এবং সারা মাসে মোট ২৫ জিবি ইন্টারনেট। এই ডেটা লিমিট পেরিয়ে গেলে গ্রাহকের কাছ থেকে ৫০ পয়সা প্রতি MB দরে টাকা চাওয়া হবে।
advertisement
4/7
সম্প্রতি রিলায়েন্স Reliance Jio তাদের ৩০ দিনের মাসিক ভ্যালিডিটি প্ল্যান ঘোষণা করেছে।  ২৫৯ টাকার প্রি-পেড এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্যাক শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড হয়ে যাহে ৬৪kbps। এ ছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কল, ১০০টি ফ্রি SMS এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন।
সম্প্রতি রিলায়েন্স Reliance Jio তাদের ৩০ দিনের মাসিক ভ্যালিডিটি প্ল্যান ঘোষণা করেছে। ২৫৯ টাকার প্রি-পেড এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্যাক শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড হয়ে যাহে ৬৪kbps। এ ছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কল, ১০০টি ফ্রি SMS এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন।
advertisement
5/7
এ ছাড়া Reliance Jio-র রয়েছে ২৩৯ টাকার প্রি-পেড প্ল্যানও। প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে এই প্ল্যানের সঙ্গেই পাওয়া যাবে জিও-র নানা ধরনের পরিষেবা যেমন জিও মুভিজ, জিও ক্লাউড ইত্যাদি। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
এ ছাড়া Reliance Jio-র রয়েছে ২৩৯ টাকার প্রি-পেড প্ল্যানও। প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে এই প্ল্যানের সঙ্গেই পাওয়া যাবে জিও-র নানা ধরনের পরিষেবা যেমন জিও মুভিজ, জিও ক্লাউড ইত্যাদি। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
advertisement
6/7
Vodafone Idea এনেছে ২৪ দিনের ভ্যালিডিটিতে ২৩৯ টাকার প্রি-পেড প্ল্যান। যা প্রতিদিন ১ জিবি করে ডেটা, ১০০ SMS এবং আনলিমিটেড ভয়েস কল করতে দেবে। সেই সঙ্গে পাওয়া যাবে Vi Movies, Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন ইত্যাদি।
Vodafone Idea এনেছে ২৪ দিনের ভ্যালিডিটিতে ২৩৯ টাকার প্রি-পেড প্ল্যান। যা প্রতিদিন ১ জিবি করে ডেটা, ১০০ SMS এবং আনলিমিটেড ভয়েস কল করতে দেবে। সেই সঙ্গে পাওয়া যাবে Vi Movies, Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন ইত্যাদি।
advertisement
7/7
এ ছাড়াও ভোডাফোনের অন্য অনেক প্ল্যান রয়েছে। ২৯৯ টাকার প্রি-পেড প্ল্যানে রয়েছে ১.৫ জিবি ডেটা প্রতিদিন, ১০০ SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং। এর ভ্যালিডিটি ২৮ দিন। এর বাইরে রয়েছে Binge all-night বিশেষ ফিচার, যা মধ্যরাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বিনামূল্য নেট সার্ফিংয়ের সুবিধা দেয়। সপ্তাহান্তে ডেটা রোলওভার এবং মাসের শেষে ২ জিবি পর্যন্ত ব্যাক-আপ ডেটা দেয় নিখরচায়। পাওয়া যায় Vi Movies-এর ফ্রি সাবস্ক্রিপশনও।
এ ছাড়াও ভোডাফোনের অন্য অনেক প্ল্যান রয়েছে। ২৯৯ টাকার প্রি-পেড প্ল্যানে রয়েছে ১.৫ জিবি ডেটা প্রতিদিন, ১০০ SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং। এর ভ্যালিডিটি ২৮ দিন। এর বাইরে রয়েছে Binge all-night বিশেষ ফিচার, যা মধ্যরাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বিনামূল্য নেট সার্ফিংয়ের সুবিধা দেয়। সপ্তাহান্তে ডেটা রোলওভার এবং মাসের শেষে ২ জিবি পর্যন্ত ব্যাক-আপ ডেটা দেয় নিখরচায়। পাওয়া যায় Vi Movies-এর ফ্রি সাবস্ক্রিপশনও।
advertisement
advertisement
advertisement