৪৯৯ টাকা দিলেই বাড়িতে গাড়ি! Ola Electric Scooter বাজার কাঁপাতে আসছে

Last Updated:
১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে Ola Electric Scooter। ফুল চার্জ দিলে স্কুটার ছুটবে ১৫০ কিমি। এলইডি হেডলাইট, ফ্রন্ট ডিস্ক আছে। আর কী চাই!
1/5
পেট্রোলের চড়া দামের বাজার মানুষ বিকল্প খুঁজছে। আর তাই ইলেকট্রিক বাইক ও স্কুটার প্রস্তুতকারক সংস্থাগুলি এই সময়ে বাজার ধরতে চাইছে। আজ থেকে Ola Electric Scoote-এর বুকিং শুরু হল।
পেট্রোলের চড়া দামের বাজার মানুষ বিকল্প খুঁজছে। আর তাই ইলেকট্রিক বাইক ও স্কুটার প্রস্তুতকারক সংস্থাগুলি এই সময়ে বাজার ধরতে চাইছে। আজ থেকে Ola Electric Scoote-এর বুকিং শুরু হল।
advertisement
2/5
Ola Electric ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু করল। মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুক করলেই বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবেন।
Ola Electric ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু করল। মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুক করলেই বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবেন।
advertisement
3/5
আগে বুকিং করলে আগে ডেলিভারি। ভারতে হয়তো এই প্রথম এত কম টাকায় কোনও স্কুটার বুকিং করা যাবে।
আগে বুকিং করলে আগে ডেলিভারি। ভারতে হয়তো এই প্রথম এত কম টাকায় কোনও স্কুটার বুকিং করা যাবে।
advertisement
4/5
তামিলনাড়ুতে বিশাল এক ফ্যাক্টরিতে উত্পাদন হবে ওলা স্কুটারের। এই ফ্যাক্টরিতে বছরে এক কোটি টু হুইলার উত্পাদনের পরিকাঠামো রয়েছে। তবে আপাতত বছরে ২০ লাখ ওলা স্কুটার সেখানে উত্পাদন হবে।
তামিলনাড়ুতে বিশাল এক ফ্যাক্টরিতে উত্পাদন হবে ওলা স্কুটারের। এই ফ্যাক্টরিতে বছরে এক কোটি টু হুইলার উত্পাদনের পরিকাঠামো রয়েছে। তবে আপাতত বছরে ২০ লাখ ওলা স্কুটার সেখানে উত্পাদন হবে।
advertisement
5/5
মাত্র ১৮ মিনিটে ওলা স্কুটারের ব্যাটারি ৭৫ শতাংশ চার্জ হবে। চলবে ৭৫ কিমি পর্যন্ত। ফুল চার্জে ১৫০ কিমি। এলইডি লাইট, ফ্রন্ট ডিস্ক থাকবে এই ইলেকট্রিক স্কুটারে। আর ভাবনা-চিন্তা না করে আজই বুক করে ফেলুন।
মাত্র ১৮ মিনিটে ওলা স্কুটারের ব্যাটারি ৭৫ শতাংশ চার্জ হবে। চলবে ৭৫ কিমি পর্যন্ত। ফুল চার্জে ১৫০ কিমি। এলইডি লাইট, ফ্রন্ট ডিস্ক থাকবে এই ইলেকট্রিক স্কুটারে। আর ভাবনা-চিন্তা না করে আজই বুক করে ফেলুন।
advertisement
advertisement
advertisement