Reliance Jio নিয়ে এসেছে একটি নতুন ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। রিলায়েন্স জিওর এই প্ল্যান চার সদস্যের পরিবারের পক্ষে বেশ লাভজনক সাব্যস্ত হতে পারে। আসলে রিলায়েন্স জিও জিওপোস্টপেড প্লাসের (JioPostPaid Plus) মাধ্যমে মোট ৫টি পোস্টপেড প্ল্যান অফার করছে। এর ফলে পরিবারে যদি চারজন সদস্য হয় তাহলে আলাদা আলাদা মোবাইল বিলের আর দরকার হবে না।
এর ফলে আর আলাদা করে চারটি ফোনেই টাকা ভরতে হবে না। রিলায়েন্স জিওর নতুন এই প্ল্যান ৯৯৯ টাকার। এটি পরিবারের সদস্যদের জন্য আলাদা তিনটি অতিরিক্ত কানেকশন প্রদান করে। রিলায়েন্স জিওর এটিই একমাত্র প্ল্যান, যা ইউজারদের অতিরিক্ত কানেকশন প্রদান করে। এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই নতুন ৯৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে।
এই প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে সাবস্ক্রিপশন - রিলায়েন্স জিওর এই প্ল্যানের সঙ্গে ইউজাররা অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার, জিও সিকিউরিটি, জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পেয়ে যাবে। যদি প্রথমবার কানেকশন নেন কেউ, তাহলে জিওর প্রাইম মেম্বারশিপের জন্য একটি ৯৯ টাকার ট্যাক্স নেওয়া হবে।