হোম » ছবি » প্রযুক্তি » Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

  • 18

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    গ্রাহকদের জন্য Jio এনেছে একটি দুর্দান্ত সাশ্রয়ী প্ল্যান। আসলে এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য যাঁরা কম খরচে আনলিমিটেড ডেটা পেতে চান।

    MORE
    GALLERIES

  • 28

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    Jio Fiber ব্যবহারকারীদের জন্য সংস্থার তরফে এই নতুন রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে। Jio Fiber-এর এই প্ল্যানটিকে ব্যাক-আপ প্ল্যান নাম দেওয়া হয়েছে সংস্থার তরফে। বলা হয়েছে মাত্র ১৯৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পেতে পারেন গ্রাহকরা। এই প্ল্যানটি টাটা আইপিএলের জন্য বিশেষ ভাবে চালু করা হয়েছে। এখন পর্যন্ত Jio Fiber সংযোগের সর্বনিম্ন মূল্য ছিল প্রতি মাসে ৩৯৯ টাকা।

    MORE
    GALLERIES

  • 38

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    গ্রাহকরা এই প্ল্যানে ১০Mbps থেকে ১০০Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড বেছে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্ল্যানটি ৩০ মার্চ থেকে রিচার্জ করা যাবে। Jio-র তরফ থেকে জানান হয়েছে, গ্রাহকের সঙ্গে সর্বদা 'সংযুক্ত' থাকার প্রয়োজনীয়তা অনুভব করেই JioFiber ব্যাকআপের সুযোগ হিসাবে বাড়ি বাড়ি নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে।

    MORE
    GALLERIES

  • 48

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    ১৯৮ টাকায় অনেক সুবিধা— এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে মাত্র ১৯৮ টাকায় ১০Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট পাবেন। এছাড়াও Jio Fiber-এর এই প্ল্যানে আনলিমিটেড ল্যান্ডলাইন কলিংও পাওয়া যাবে। সেই সঙ্গে এক ক্লিকে স্পিড আপগ্রেড সুবিধাও পাওয়া যাচ্ছে।

    MORE
    GALLERIES

  • 58

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    ব্যবহারকারীরা এক, দুই বা সাত দিনের জন্য তাদের প্ল্যান আপগ্রেড করতে পারেন। এর জন্য ব্যবহারকারীদের যথাক্রমে ২১ টাকা, ৩১ টাকা এবং ১০১ টাকা খরচ করতে হবে।

    MORE
    GALLERIES

  • 68

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    অন্যদিকে, ব্যবহারকারীরা যদি ১০০Mbps গতিতে আপগ্রেড করেন, তাহলে তাদের ১ দিনের জন্য ৩২ টাকা, দুই দিনের জন্য ৫২ টাকা এবং ৭ দিনের জন্য ১৫২ টাকা দিতে হবে।

    MORE
    GALLERIES

  • 78

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    এরই সঙ্গে গ্রাহক পাবেন OTT সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে সেট টপ বক্সও। Jio গ্রাহকরা ১৪৯০ টাকার বিনিময়ে পাঁচ মাসের জন্য এই প্ল্যানটি কিনতে পারবেন।

    MORE
    GALLERIES

  • 88

    Jio-র সব থেকে সস্তা প্ল্যান! আনলিমিটেড ডেটা, কলিং, OTT মিলবে মাত্র ১৯৮ টাকায়

    এতে পাঁচ মাসের জন্য ৯৯০ টাকা নেওয়া হবে। সঙ্গে ইনস্টলেশন চার্জ ৫০০ টাকা। ফলে বোঝাই যাচ্ছে এই প্ল্যানের মাসিক মূল্য দাঁড়াচ্ছে ১৯৮ টাকায়। তবে কেউ চাইলে মাত্র একমাসের জন্য এই প্ল্যান ১৯৮ টাকায় কিনতে পারবেন না।

    MORE
    GALLERIES