Jio Fiber ব্যবহারকারীদের জন্য সংস্থার তরফে এই নতুন রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে। Jio Fiber-এর এই প্ল্যানটিকে ব্যাক-আপ প্ল্যান নাম দেওয়া হয়েছে সংস্থার তরফে। বলা হয়েছে মাত্র ১৯৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পেতে পারেন গ্রাহকরা। এই প্ল্যানটি টাটা আইপিএলের জন্য বিশেষ ভাবে চালু করা হয়েছে। এখন পর্যন্ত Jio Fiber সংযোগের সর্বনিম্ন মূল্য ছিল প্রতি মাসে ৩৯৯ টাকা।
গ্রাহকরা এই প্ল্যানে ১০Mbps থেকে ১০০Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড বেছে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্ল্যানটি ৩০ মার্চ থেকে রিচার্জ করা যাবে। Jio-র তরফ থেকে জানান হয়েছে, গ্রাহকের সঙ্গে সর্বদা 'সংযুক্ত' থাকার প্রয়োজনীয়তা অনুভব করেই JioFiber ব্যাকআপের সুযোগ হিসাবে বাড়ি বাড়ি নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে।