প্রথমের দিকে ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি)-কে কম্প্রেসরের গ্যাস হিসাবে ব্যবহার করা হত। তবে গত কয়েক বছর ধরে এই গ্যাসের ব্যবহার বন্ধ করা হয়েছে। কারণ এই গ্যাস পরিবেশের বিশাল ক্ষতি করে৷ এই গ্যাস বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ৷ ক্লোরোফ্লুরোকার্বন এয়ার কন্ডিশনারেও ব্যবহার করা হতো৷ যাতে বিপুল ক্ষতি হত পরিবেশের৷ (আনস্প্ল্যাশ).