যানজটে বাঁচতে উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা! ২০২৩ সালের মধ্যেই বাজারে?

Last Updated:
স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়ার কথায়, 'সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই উড়ন্ত গাড়ি চলে আসবে বাজারে৷ সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে৷'
1/5
রাস্তায় যানজটে ফেঁসে গেলে, অনেক সময়ই মনে হয়, উড়ে চলে যেতে পারলে দিব্য হত! সেই স্বপ্ন এ বার বাস্তব হচ্ছে৷ জাপানে উড়ন্ত গাড়ির টেস্টে অভূত সাফল্য মিলল৷ একটি যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাত্‍ টেক-অফ করল৷
রাস্তায় যানজটে ফেঁসে গেলে, অনেক সময়ই মনে হয়, উড়ে চলে যেতে পারলে দিব্য হত! সেই স্বপ্ন এ বার বাস্তব হচ্ছে৷ জাপানে উড়ন্ত গাড়ির টেস্টে অভূত সাফল্য মিলল৷ একটি যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাত্‍ টেক-অফ করল৷
advertisement
2/5
জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে৷ শুক্রবার সেই গাড়ির টেস্ট ড্রাইভ ছিল৷ মোটরসাইকেলের মতো দেখতে ওই গাড়ি ১ থেকে ২ মিটার পর্যন্ত উড়ল৷ ৪ মিনিট মতো আকাশে ওড়ানো হল৷
জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে৷ শুক্রবার সেই গাড়ির টেস্ট ড্রাইভ ছিল৷ মোটরসাইকেলের মতো দেখতে ওই গাড়ি ১ থেকে ২ মিটার পর্যন্ত উড়ল৷ ৪ মিনিট মতো আকাশে ওড়ানো হল৷
advertisement
3/5
স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়ার কথায়, 'সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই উড়ন্ত গাড়ি চলে আসবে বাজারে৷ সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে৷'
স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়ার কথায়, 'সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই উড়ন্ত গাড়ি চলে আসবে বাজারে৷ সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে৷'
advertisement
4/5
তিনি জানান, গোটা বিশ্বে ১০০টির বেশি ফ্লাইং কার প্রজেক্ট চলছে৷ যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছে হাতেগোনা কয়েকটি গাড়ি৷ আমার আশা বহু মানুষ এই গাড়ি পছন্দ করবেন৷
তিনি জানান, গোটা বিশ্বে ১০০টির বেশি ফ্লাইং কার প্রজেক্ট চলছে৷ যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছে হাতেগোনা কয়েকটি গাড়ি৷ আমার আশা বহু মানুষ এই গাড়ি পছন্দ করবেন৷
advertisement
5/5
ফুকুজাওয়ার বক্তব্য, এই গাড়িতে এখন যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তাতে ৫ থেকে ১০ মিনিট ওড়ানো যাবে৷ একে বাড়িয়ে ৩০ মিনিট করতে হবে৷ তবে আরও কার্যকরী হবে৷ এটি অটোমেটিক ভাবেই উড়বে৷ এর জন্য বিশেষ পাইলটের ঝক্কি নেই৷
ফুকুজাওয়ার বক্তব্য, এই গাড়িতে এখন যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তাতে ৫ থেকে ১০ মিনিট ওড়ানো যাবে৷ একে বাড়িয়ে ৩০ মিনিট করতে হবে৷ তবে আরও কার্যকরী হবে৷ এটি অটোমেটিক ভাবেই উড়বে৷ এর জন্য বিশেষ পাইলটের ঝক্কি নেই৷
advertisement
advertisement
advertisement