Father's Day 2021: এই বিশেষ উপহারগুলির মাধ্যমে দিনটি হোক আরও একটু স্পেশ্যাল

Last Updated:
২০ জুন ফাদার্স ডে। এই দিনটি বাবাকে একবার নতুন করে চমকে দেওয়ার পালা।
1/7
২০ জুন ফাদার্স ডে। এই দিনটি বাবাকে একবার নতুন করে চমকে দেওয়ার পালা। তাই এই দিনটায় বাবার জন্য থাক বিশেষ সারপ্রাইজ। বাবা আমাদের জীবনের প্রথম হিরো, আমাদের সেভিয়ার। ছোট থেকেই বাবা আমাদের হাজারও আবদার মিটিয়ে এসেছেন, দিয়েছেন উপহার, এবার তার হাতে উপহার তুলে দেওয়ার পালা। তাই ভাবছেন তো এই বিশেষ দিনটা কীভাবে উদযাপন করবেন? তাই ভাবছেন? কেমন বা কী উপহার দিলেই বা ভাল হয় ? জেনে নিন এমন কিছু গিফ্ট আইডিয়া দেওয়া হল, যেগুলি আপনার বাবাকে উপহার দিতে পারেন।
২০ জুন ফাদার্স ডে। এই দিনটি বাবাকে একবার নতুন করে চমকে দেওয়ার পালা। তাই এই দিনটায় বাবার জন্য থাক বিশেষ সারপ্রাইজ। বাবা আমাদের জীবনের প্রথম হিরো, আমাদের সেভিয়ার। ছোট থেকেই বাবা আমাদের হাজারও আবদার মিটিয়ে এসেছেন, দিয়েছেন উপহার, এবার তার হাতে উপহার তুলে দেওয়ার পালা। তাই ভাবছেন তো এই বিশেষ দিনটা কীভাবে উদযাপন করবেন? তাই ভাবছেন? কেমন বা কী উপহার দিলেই বা ভাল হয় ? জেনে নিন এমন কিছু গিফ্ট আইডিয়া দেওয়া হল, যেগুলি আপনার বাবাকে উপহার দিতে পারেন।
advertisement
2/7
এই দিনে বাবাকে কিছু উপহার দিয়ে খুশি করার চিন্তা ঘুরছে। কিন্তু বাবাকে কী উপহার দেবেন বুঝতে পারছেন না।  এই প্রতিবেদনে কিছু গেজেট এর আইডিয়া দেওয়া হল। এই গেজেটগুলি নিঃসন্দেহে আপনার বাবার জীবনকে আরও সহজ করে তুলতে সাহায্য করবে।
এই দিনে বাবাকে কিছু উপহার দিয়ে খুশি করার চিন্তা ঘুরছে। কিন্তু বাবাকে কী উপহার দেবেন বুঝতে পারছেন না। এই প্রতিবেদনে কিছু গেজেট এর আইডিয়া দেওয়া হল। এই গেজেটগুলি নিঃসন্দেহে আপনার বাবার জীবনকে আরও সহজ করে তুলতে সাহায্য করবে।
advertisement
3/7
Google Nest Mini - বাবার অফিস বা বেডরুমের জন্য পারফেক্ট গুগলের এই ছোট স্মার্ট স্পিকারটি। এতে গান শোনা থেকে শুরু করে খবরের আপডেট, আবহাওয়ার রিপোর্ট সব জেনে নিতে পারবেন উনি। আর এই সব করা সম্ভব একটি ভয়েস কম্যান্ড দিয়ে। গুগল নেস্ট মিনি-র দাম ৩,৯৯৯ টাকা।
Google Nest Mini - বাবার অফিস বা বেডরুমের জন্য পারফেক্ট গুগলের এই ছোট স্মার্ট স্পিকারটি। এতে গান শোনা থেকে শুরু করে খবরের আপডেট, আবহাওয়ার রিপোর্ট সব জেনে নিতে পারবেন উনি। আর এই সব করা সম্ভব একটি ভয়েস কম্যান্ড দিয়ে। গুগল নেস্ট মিনি-র দাম ৩,৯৯৯ টাকা।
advertisement
4/7
Apple AirTag - প্রায় সময় এমন হয়ে থাকে যে বাবারা কোথায় কি রেখেছেন ভুলে যান। কখনও চাবি, কখনও মানিব্যাগ, কখনও চশমা বা এমনকি তাদের স্মার্টফোনগুলি হারিয়ে ফেলেন অনেক সময়। তাই অ্যাপেল এয়ার ট্যাগ বাবাদের জন্য উপযুক্ত উপহার। এয়ার ট্যাগ -এর দাম ৩,১৯০ টাকা।
Apple AirTag - প্রায় সময় এমন হয়ে থাকে যে বাবারা কোথায় কি রেখেছেন ভুলে যান। কখনও চাবি, কখনও মানিব্যাগ, কখনও চশমা বা এমনকি তাদের স্মার্টফোনগুলি হারিয়ে ফেলেন অনেক সময়। তাই অ্যাপেল এয়ার ট্যাগ বাবাদের জন্য উপযুক্ত উপহার। এয়ার ট্যাগ -এর দাম ৩,১৯০ টাকা।
advertisement
5/7
Saregama Carvaan - আপনার বাবার যদি পুরানো গান শোনার শখ রয়েছে তবে Saregama Carvaan তার জন্য দুর্দান্ত উপহার হবে। এটিতে ৩০০০ পুরনো গান প্রিললোড হয়ে আসে। এটি এফএম রেডিও আর ব্লুটুথ স্পিকারের পারফেক্ট মিক্স। দাম ৫,৯৯০ টাকা। ফ্লিপকার্ট, অ্যামাজন এবং রিলায়েন্স ডিজিটালের মতো সমস্ত জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায়।
Saregama Carvaan - আপনার বাবার যদি পুরানো গান শোনার শখ রয়েছে তবে Saregama Carvaan তার জন্য দুর্দান্ত উপহার হবে। এটিতে ৩০০০ পুরনো গান প্রিললোড হয়ে আসে। এটি এফএম রেডিও আর ব্লুটুথ স্পিকারের পারফেক্ট মিক্স। দাম ৫,৯৯০ টাকা। ফ্লিপকার্ট, অ্যামাজন এবং রিলায়েন্স ডিজিটালের মতো সমস্ত জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায়।
advertisement
6/7
Amazon Fire TV Stick - "আমি এই সিনেমা বা সিরিজটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে লাগিয়ে ডে না"। এমন প্রায় আমাদের সবার সঙ্গেই হয়েছে। তাই বাবাদের জন্য অ্যামাজন ফায়ার স্টিক একটি ভাল উপহার। এটির সাহায্যে যো কোন ওটিটি প্লাটফর্মের সিনেমা বা সিরিজ খুঁজে পাওয়া যাবে একটি ভয়েস কম্যান্ডের মাধ্যমে। দাম ৩,১৯৯ টাকা
Amazon Fire TV Stick - "আমি এই সিনেমা বা সিরিজটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে লাগিয়ে ডে না"। এমন প্রায় আমাদের সবার সঙ্গেই হয়েছে। তাই বাবাদের জন্য অ্যামাজন ফায়ার স্টিক একটি ভাল উপহার। এটির সাহায্যে যো কোন ওটিটি প্লাটফর্মের সিনেমা বা সিরিজ খুঁজে পাওয়া যাবে একটি ভয়েস কম্যান্ডের মাধ্যমে। দাম ৩,১৯৯ টাকা
advertisement
7/7
Fitbit Charge 4 - বাবাকে এবছর একটা ফিটনেস ব্যান্ড উপহার দিন। এই ফিটনেস ট্র্যাকারটি আপনার বাবার হার্ট রেট, রক্তে​অক্সিজেনের মাত্রা, ঘুমের সময়সূচী এবং এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ট্র্যাক করতে সাহায্য করবে। হাতে একটা ফিটনেস ব্যান্ড পরা থাকলে এসব নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না। তাই ফাদার্স ডেতে বাবাকে কিনতে দিতে পারেন এই ফিটবিট ব্যান্ডটি।
Fitbit Charge 4 - বাবাকে এবছর একটা ফিটনেস ব্যান্ড উপহার দিন। এই ফিটনেস ট্র্যাকারটি আপনার বাবার হার্ট রেট, রক্তে​অক্সিজেনের মাত্রা, ঘুমের সময়সূচী এবং এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ট্র্যাক করতে সাহায্য করবে। হাতে একটা ফিটনেস ব্যান্ড পরা থাকলে এসব নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না। তাই ফাদার্স ডেতে বাবাকে কিনতে দিতে পারেন এই ফিটবিট ব্যান্ডটি।
advertisement
advertisement
advertisement