WhatsApp-এ এবার টেনশন ফ্রি গসিপ! আসতে চলেছে ৫টি দুর্দান্ত ফিচার, জেনে নিন

Last Updated:
WhatsApp-এ পাঠানো ফোটো বা ভিডিও-তে ভিউ ওয়ান্স অপশন আছে। অর্থাৎ, প্রেরক কোনও ছবি বা ভিডিও-কে ভিউ ওয়ান্স হিসেবে চিহ্নিত করে পাঠালে প্রাপক কেবল একবারই সেটি দেখতে পাবেন।
1/9
WhatsApp লঞ্চ করতে চলেছে পাঁচটি নতুন ফিচার। এতে মেসেজ এডিট করার সুবিধাও পাওয়া যাবে। WAbetainfo-র তরফ থেকে জানান হয়েছে, এই পাঁচটি ফিচারে পাওয়া যাবে মেসেজ এডিটিং, ভিউ ওয়ান্স অডিও, ডিজ্যাপিয়ারিং মেসেজের সময়কাল নির্ধারণ করার ক্ষমতা, মেসেজ পিন করার অপশন এবং অডিও চ্যাট ফিচার। এক এক করে এই জেনে নেওয়া যাক এই ফিচারগুলি সম্পর্কে—
WhatsApp লঞ্চ করতে চলেছে পাঁচটি নতুন ফিচার। এতে মেসেজ এডিট করার সুবিধাও পাওয়া যাবে। WAbetainfo-র তরফ থেকে জানান হয়েছে, এই পাঁচটি ফিচারে পাওয়া যাবে মেসেজ এডিটিং, ভিউ ওয়ান্স অডিও, ডিজ্যাপিয়ারিং মেসেজের সময়কাল নির্ধারণ করার ক্ষমতা, মেসেজ পিন করার অপশন এবং অডিও চ্যাট ফিচার। এক এক করে এই জেনে নেওয়া যাক এই ফিচারগুলি সম্পর্কে—
advertisement
2/9
advertisement
3/9
WAbetainfo-এর মতে, বার্তা পাঠানোর ১৫ সেকেন্ডের মধ্যে, এটি এডিট করার অপশন দেওয়া হবে। তবে এই মেসেজে ‘এডিটেড’ ট্যাগ থাকবে।
WAbetainfo-এর মতে, বার্তা পাঠানোর ১৫ সেকেন্ডের মধ্যে, এটি এডিট করার অপশন দেওয়া হবে। তবে এই মেসেজে ‘এডিটেড’ ট্যাগ থাকবে।
advertisement
4/9
advertisement
5/9
কিন্তু রিপোর্ট বলছে, আপডেটের পর ১৫টি অপশন পাওয়া যাবে এই সময়কাল নির্ধারণ সংক্রান্ত। এর মধ্যে একঘন্টা, তিন ঘন্টা, ছয় ঘন্টা, ১২ ঘন্টা, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন, ৬০ দিন, ১৮০ দিন এবং এক বছরের অপশন পাওয়া যাবে।
কিন্তু রিপোর্ট বলছে, আপডেটের পর ১৫টি অপশন পাওয়া যাবে এই সময়কাল নির্ধারণ সংক্রান্ত। এর মধ্যে একঘন্টা, তিন ঘন্টা, ছয় ঘন্টা, ১২ ঘন্টা, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন, ৬০ দিন, ১৮০ দিন এবং এক বছরের অপশন পাওয়া যাবে।
advertisement
6/9
advertisement
7/9
advertisement
8/9
advertisement
9/9
পাশাপাশি WhatsApp-এ একটি শর্ট মেসেজ ফিচারও চালু হতে চলেছে। এতে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও পাঠানো যাবে।
পাশাপাশি WhatsApp-এ একটি শর্ট মেসেজ ফিচারও চালু হতে চলেছে। এতে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও পাঠানো যাবে।
advertisement
advertisement
advertisement