Airtel তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ডেটা Add-on প্ল্যান। এই সমস্ত প্ল্যানের ভ্যালিডিটি অপরিবর্তিত থাকলেও এতে রয়েছে বিভিন্ন ধরনের অফার। এ ছাড়া Airtel-এর কয়েকটি প্ল্যানে রয়েছে অন্যান্য সুবিধা। এয়ারটেলে ৫৮ টাকায় পাওয়া যাচ্ছে ৩জিবি ডেটার সুবিধা। আমাদের দেশে সবথেকে জনপ্রিয় প্ল্যান হল ডেইলি ডেটা প্ল্যান। এই সকল প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এ ছাড়াও ইউজাররা বেশি ডেটা চাইলে অ্যাডিশনাল ডেটা ভাউচার প্যাক রিচার্জ করতে পারেন। এক নজরে দেখে নিন Airtel এবং ভোডাফোন আইডিয়ার কয়েকটি নতুন প্যাক -
Airtel-এর ১০৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৬জিবি ডেটার সুবিধা, এই প্যাকে পাওয়া যাবে Amazon Prime Video-এর মোবাইল এডিশনের ফ্রি ট্রায়াল অ্যাকসেস করার সুবিধা। Airtel-এর ১৪৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১৫জিবি ৪জি ডেটা, এই প্ল্যানে পাওয়া যাবে Xstream Mobile প্যাকের সুবিধা। Airtel-এর ৩০১ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৫০জিবি ৪জি ডেটা। এছাড়াও এই প্যাকে পাওয়া যাবে উইঙ্ক মিউজিক প্রিমিয়াম অ্যাকসেসের সুবিধা।
Vi (Vodafone Idea) ডেটা প্যাক - ভোডাফোন আইডিয়ার ১৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১জিবি ডেটা, এর ভ্যালিডিটি ২৪ ঘণ্টা। ভোডাফোন আইডিয়ার ৪৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ২জিবি ডেটা, এর ভ্যালিডিটি ২১ দিন। ৫৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৩জিবি ডেটা, এর ভ্যালিডিটি ২৮ দিন। ৯৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৯জিবি ডেটা, এর ভ্যালিডিটি ২১ দিন। এ ছাড়া, ১১৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১২জিবি ডেটা, এর ভ্যালিডিটি ২৮ দিন।