প্রবল রোদে গাড়ি খুব গরম হয়ে যাচ্ছে? ঠান্ডা রাখার সেরা উপায়গুলি জেনে রাখুন

Last Updated:
Tips to keep Car Cooler in the Summer: রোদে গাড়ি পার্ক করলে একটি সানশেড বা উইন্ডো ভিসার ব্যবহার করা উচিত। এগুলি খুব সাশ্রয়ী মূল্যেই কিনতে পাওয়া যায়।
1/13
সকাল গড়াতে না গড়াতেই রোদে ঝা ঝা করছে চারপাশ। প্রবল গরমে পুড়ে যাচ্ছে গোটা দেশ। এরই মধ্যে যাঁদের রাস্তায় বেরতে হচ্ছে কোনও কাজে তাঁদের বিশেষ সতর্ক থাকা দরকার।
সকাল গড়াতে না গড়াতেই রোদে ঝা ঝা করছে চারপাশ। প্রবল গরমে পুড়ে যাচ্ছে গোটা দেশ। এরই মধ্যে যাঁদের রাস্তায় বেরতে হচ্ছে কোনও কাজে তাঁদের বিশেষ সতর্ক থাকা দরকার।
advertisement
2/13
 প্রচণ্ড গরমে গাড়ি নিয়ে বেরনোর বিপদ। গাড়ির ধাতব শরীর গরম হয়ে যায় খুব সহজেই। তবে কিছু বিষয় মাথায় রাখলে এই সমস্যা এড়ানো সম্ভব।
প্রচণ্ড গরমে গাড়ি নিয়ে বেরনোর বিপদ। গাড়ির ধাতব শরীর গরম হয়ে যায় খুব সহজেই। তবে কিছু বিষয় মাথায় রাখলে এই সমস্যা এড়ানো সম্ভব।
advertisement
3/13
সানশেড ব্যবহার— রোদে গাড়ি পার্ক করলে একটি সানশেড বা উইন্ডো ভিসার ব্যবহার করা উচিত। এগুলি খুব সাশ্রয়ী মূল্যেই কিনতে পাওয়া যায়।
সানশেড ব্যবহার— রোদে গাড়ি পার্ক করলে একটি সানশেড বা উইন্ডো ভিসার ব্যবহার করা উচিত। এগুলি খুব সাশ্রয়ী মূল্যেই কিনতে পাওয়া যায়।
advertisement
4/13
রিফ্লেক্টিভ পেন্ট— রিফ্লেক্টিভ পেন্টের লাগালে তা আলোকে প্রতিফলিত করতে পারে। গাড়ির ভিতরের তাপ বিকিরণ প্রতিরোধ করা যাবে। তবে এই রঙ খুব দামি হয়ে থাকে।
রিফ্লেক্টিভ পেন্ট— রিফ্লেক্টিভ পেন্টের লাগালে তা আলোকে প্রতিফলিত করতে পারে। গাড়ির ভিতরের তাপ বিকিরণ প্রতিরোধ করা যাবে। তবে এই রঙ খুব দামি হয়ে থাকে।
advertisement
5/13
ছায়া দেখে পার্কিং— যতটা সম্ভব ছায়া দেখে গাড়ি পার্ক করাই ভাল। এতে গাড়ি ঠান্ডা থাকবে, রঙ-ও নষ্ট হবে না।
ছায়া দেখে পার্কিং— যতটা সম্ভব ছায়া দেখে গাড়ি পার্ক করাই ভাল। এতে গাড়ি ঠান্ডা থাকবে, রঙ-ও নষ্ট হবে না।
advertisement
6/13
জানলা সামান্য খুলে রাখা— গাড়ি পার্ক করার সময় জানলার কাচ খুব সামান্য নামিয়ে রাখলে ভিতরে বায়ু চলাচল করতে পারবে। ভিতরের গরম বাতাস বেরিয়ে যাবে।
জানলা সামান্য খুলে রাখা— গাড়ি পার্ক করার সময় জানলার কাচ খুব সামান্য নামিয়ে রাখলে ভিতরে বায়ু চলাচল করতে পারবে। ভিতরের গরম বাতাস বেরিয়ে যাবে।
advertisement
7/13
ড্যাশবোর্ড কভার— ড্যাশবোর্ড কভার লাগালে তা গাড়ি গরম হওয়া থেকে বাঁচায়, ড্যাশবোর্ডের প্লাস্টিককেও রক্ষা করে। বিভিন্ন ডিজাইনের ড্যাশবোর্ড কভার পাওয়া যায়, আবার খুব সস্তাও। স্টিয়ারিং হুইলকে রক্ষা করতে স্টিয়ারিং কভারও পরানো যেতে পারে।
ড্যাশবোর্ড কভার— ড্যাশবোর্ড কভার লাগালে তা গাড়ি গরম হওয়া থেকে বাঁচায়, ড্যাশবোর্ডের প্লাস্টিককেও রক্ষা করে। বিভিন্ন ডিজাইনের ড্যাশবোর্ড কভার পাওয়া যায়, আবার খুব সস্তাও। স্টিয়ারিং হুইলকে রক্ষা করতে স্টিয়ারিং কভারও পরানো যেতে পারে।
advertisement
8/13
পুঁতির আসন— গাড়ি চালাতে বসলেও খুব গরম লাগে। বিশেষত আসনের থেকে গরম তাপ উঠতে থাকে। সেক্ষেত্রে পুঁতি দিয়ে তৈরি কভার লাগিয়ে নেওয়া যেতে পারে। তাতে শরীর এবং আসনের মধ্যে একটি ফাঁক থাকবে, বায়ু চলাচল করবে। ঘামও কম হবে।
পুঁতির আসন— গাড়ি চালাতে বসলেও খুব গরম লাগে। বিশেষত আসনের থেকে গরম তাপ উঠতে থাকে। সেক্ষেত্রে পুঁতি দিয়ে তৈরি কভার লাগিয়ে নেওয়া যেতে পারে। তাতে শরীর এবং আসনের মধ্যে একটি ফাঁক থাকবে, বায়ু চলাচল করবে। ঘামও কম হবে।
advertisement
9/13
চালানোর আগেই ঠান্ডা— গাড়ি চালাতে শুরু করার আগে সমস্ত জানালা, দরজা খানিকক্ষণ খুলে রাখা যেতে পারে। তারপর এসি চালিয়ে দিতে হবে। এতে গাড়ির গরম বেরিয়ে যাবে।
চালানোর আগেই ঠান্ডা— গাড়ি চালাতে শুরু করার আগে সমস্ত জানালা, দরজা খানিকক্ষণ খুলে রাখা যেতে পারে। তারপর এসি চালিয়ে দিতে হবে। এতে গাড়ির গরম বেরিয়ে যাবে।
advertisement
10/13
চালানোর আগেই ঠান্ডা— গাড়ি চালাতে শুরু করার আগে সমস্ত জানালা, দরজা খানিকক্ষণ খুলে রাখা যেতে পারে। তারপর এসি চালিয়ে দিতে হবে। এতে গাড়ির গরম বেরিয়ে যাবে।
চালানোর আগেই ঠান্ডা— গাড়ি চালাতে শুরু করার আগে সমস্ত জানালা, দরজা খানিকক্ষণ খুলে রাখা যেতে পারে। তারপর এসি চালিয়ে দিতে হবে। এতে গাড়ির গরম বেরিয়ে যাবে।
advertisement
11/13
এয়ার-কন্ডিশন— নিয়মিত গাড়ির এসি সার্ভিসিং করাতে হবে। কুল্যান্টের প্রতিস্থাপনের প্রয়োজন হলে ফেলে না রাখাই ভাল।
এয়ার-কন্ডিশন— নিয়মিত গাড়ির এসি সার্ভিসিং করাতে হবে। কুল্যান্টের প্রতিস্থাপনের প্রয়োজন হলে ফেলে না রাখাই ভাল।
advertisement
12/13
সোলার ফ্যান— আজকাল অনেকেই সোলার ফ্যান ব্যবহার করছেন। এগুলি জানলায় লাগালে সৌরশক্তি সাহায্য কাজ করবে। গাড়ির ভিতরের বায়ুচলাচল সঠিক রাখবে।
সোলার ফ্যান— আজকাল অনেকেই সোলার ফ্যান ব্যবহার করছেন। এগুলি জানলায় লাগালে সৌরশক্তি সাহায্য কাজ করবে। গাড়ির ভিতরের বায়ুচলাচল সঠিক রাখবে।
advertisement
13/13
ইউনিভার্সাল কার্টেন— ‘অটো সান-আপ’ পর্দা ব্যবহার করা সব থেকে ভাল অপশন হতে পারে। এতে গাড়ির ভিতরের উত্তাপ কমবে।
ইউনিভার্সাল কার্টেন— ‘অটো সান-আপ’ পর্দা ব্যবহার করা সব থেকে ভাল অপশন হতে পারে। এতে গাড়ির ভিতরের উত্তাপ কমবে।
advertisement
advertisement
advertisement