বাজারে আসছে বিশেষ ব্যটারি চালিত এয়ার পিউরিফায়ার মাস্ক, দেখুন
Bangla Editor
1/ 5
• সম্প্রতি এলজি বাজারে নিয়ে এসেছে PuriCare Wearable Air Purifier। এলজির বাড়ির এয়ার পিউরিফায়ারের মতোই এটি রিপ্লেসবল ফিল্টার যুক্ত।
2/ 5
• এটিতে থাকছে বিশেষ সেন্সর। যা খেয়াল রাখবে আপনার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কি না। সেই অনুসারে ব্যাটারি চালিত এই ফিল্টারের ফ্যানের গতি নির্ধারিত হবে।
3/ 5
• সংস্থার পক্ষ থেকে এই মাস্ক করোনা মোকাবিলার জন্য কি না, তা বলা না হলেও বলা হয়েছে, যাঁরা অনিয়মিত ভাবে নানারকম মাস্ক পরছেন, তাঁদের আরও সুরক্ষা দেওয়ার জন্য এটি তৈরি করেছে এলজি।
4/ 5
• কোরিয়া হেরাল্ডের রিপোর্ট অনুসারে, জুলাই মাসে সিওলে একদল স্বাস্থ্যকর্মীকে মাস্ক দিয়ে সাহায্য করেছিল। তখন বলা হয়েছিল, কোভিড রুখতে এটি সাহায্য করবে।
5/ 5
• যদিও এখনই এই মাস্ক করোনা রুখবে কি না, তা নিয়ে স্পষ্ট করেনি সংস্থা। সার্টিফিকেশন পাওয়ার পরেই সে বিষয়ে তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই বাজারে এই ধরনের অত্যাধুনিক মাস্ক নিঃসন্দেহে সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিতে চলেছে।
বাজারে আসছে বিশেষ ব্যটারি চালিত এয়ার পিউরিফায়ার মাস্ক, দেখুন
• সংস্থার পক্ষ থেকে এই মাস্ক করোনা মোকাবিলার জন্য কি না, তা বলা না হলেও বলা হয়েছে, যাঁরা অনিয়মিত ভাবে নানারকম মাস্ক পরছেন, তাঁদের আরও সুরক্ষা দেওয়ার জন্য এটি তৈরি করেছে এলজি।
বাজারে আসছে বিশেষ ব্যটারি চালিত এয়ার পিউরিফায়ার মাস্ক, দেখুন
• যদিও এখনই এই মাস্ক করোনা রুখবে কি না, তা নিয়ে স্পষ্ট করেনি সংস্থা। সার্টিফিকেশন পাওয়ার পরেই সে বিষয়ে তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই বাজারে এই ধরনের অত্যাধুনিক মাস্ক নিঃসন্দেহে সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিতে চলেছে।