ভারতে Apple Watch Series 7 এর বিক্রি শুরু, জেনে নিন ফিচার্স ও দাম

Last Updated:
ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ ৭ জিপিএস মডেলের দাম শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে
1/5
সম্প্রতি “ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং” (California Streaming) ইভেন্টে iphone 13 সিরিজের সঙ্গেই Apple Watch Series 7 স্মার্টওয়াচ লঞ্চ করা হয়েছে। যদিও এই স্মার্টওয়াচ এর বিক্রি শুরু হয়েছে ফোনগুলির বেশ কিছু দিন পরে। ১৫ অক্টোবর থেকে Apple রিটেল স্টোর সহ সমস্ত ই-কমার্স সাইট থেকে থেকে স্মার্টওয়াচগুলি সেল শুরু হয়েছে। ৮তম প্রজন্মের এই লেটেস্ট স্মার্টওয়াচ ডিসপ্লে পুরনো মডেলের তুলনায় ২০% বড়ো। এই ওয়াচ কম সময়ের মধ্যেই ECG রিপোর্টের রেজাল্ট দিতে পারবে।
সম্প্রতি “ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং” (California Streaming) ইভেন্টে iphone 13 সিরিজের সঙ্গেই Apple Watch Series 7 স্মার্টওয়াচ লঞ্চ করা হয়েছে। যদিও এই স্মার্টওয়াচ এর বিক্রি শুরু হয়েছে ফোনগুলির বেশ কিছু দিন পরে। ১৫ অক্টোবর থেকে Apple রিটেল স্টোর সহ সমস্ত ই-কমার্স সাইট থেকে থেকে স্মার্টওয়াচগুলি সেল শুরু হয়েছে। ৮তম প্রজন্মের এই লেটেস্ট স্মার্টওয়াচ ডিসপ্লে পুরনো মডেলের তুলনায় ২০% বড়ো। এই ওয়াচ কম সময়ের মধ্যেই ECG রিপোর্টের রেজাল্ট দিতে পারবে।
advertisement
2/5
ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ ৭ জিপিএস মডেলের দাম শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। ৫টি রঙে পাওয়া যাবে এই লেটেস্ট ওয়্যারেবলটি - গ্রিন, মিডনাইট, নিউ ব্লু, স্টারলাইট আর প্রোডাক্ট রেড। এছাড়াও রয়েছে স্পেস ব্ল্যাক টাইটেনিয়াম আর টাইটেনিয়াম রঙে। Apple Watch Series 7 অলওয়েজ-অন রেটিনা ডিসপ্লে ফিচার অন্তর্ভুক্ত করেছে। এতে ১.৭মিমি পুরু পাতলা বর্ডার আছে, যা ডিসপ্লে এরিয়া বাড়িয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ ৭, ওয়াচওএস ৮ অপারেটিং সিস্টেমে চলবে।
ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ ৭ জিপিএস মডেলের দাম শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। ৫টি রঙে পাওয়া যাবে এই লেটেস্ট ওয়্যারেবলটি - গ্রিন, মিডনাইট, নিউ ব্লু, স্টারলাইট আর প্রোডাক্ট রেড। এছাড়াও রয়েছে স্পেস ব্ল্যাক টাইটেনিয়াম আর টাইটেনিয়াম রঙে। Apple Watch Series 7 অলওয়েজ-অন রেটিনা ডিসপ্লে ফিচার অন্তর্ভুক্ত করেছে। এতে ১.৭মিমি পুরু পাতলা বর্ডার আছে, যা ডিসপ্লে এরিয়া বাড়িয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ ৭, ওয়াচওএস ৮ অপারেটিং সিস্টেমে চলবে।
advertisement
3/5
অ্যাপল ওয়াচ সিরিজ ৭ এর GPS 41 mm Aluminium Case মডেলটি পাওয়া যাচ্ছে ৪১,৯০০ টাকায়। আবার GPS 45 mm Aluminium Case কিনতে খরচা করতে হবে ৪৪,৯০০ টাকা। ভারতে GPS + Cellular 41 mm Aluminium Case স্মার্টওয়াচের দাম ৫০,৯০০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে GPS+ Cellular 45 mm Aluminium Case এর দাম পড়বে ৫৩,৯০০ টাকা।
অ্যাপল ওয়াচ সিরিজ ৭ এর GPS 41 mm Aluminium Case মডেলটি পাওয়া যাচ্ছে ৪১,৯০০ টাকায়। আবার GPS 45 mm Aluminium Case কিনতে খরচা করতে হবে ৪৪,৯০০ টাকা। ভারতে GPS + Cellular 41 mm Aluminium Case স্মার্টওয়াচের দাম ৫০,৯০০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে GPS+ Cellular 45 mm Aluminium Case এর দাম পড়বে ৫৩,৯০০ টাকা।
advertisement
4/5
অ্যাপল ওয়াচ সিরিজ ৭ এর 7 GPS + Cellular 41 mm Stainless Steel Case মডেলের দাম থাকছে ৬৯,৯০০ টাকা। এই ওয়াচের মিলানিজ লুপ (Milanese Loop) ভ্যারিয়েন্টকে কিনতে ক্রেতাদের আরও ৪,০০০ টাকা খরচা করতে হবে মানে ওয়াচটির মোট ৭৩,৯০০ টাকা। অন্যদিকে GPS + Cellular 45 mm Stainless Steel Case এর দাম পড়বে ৭৩,৯০০ টাকা  আর এরনমিলানিজ লুপ (Milanese Loop) ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৭,৯০০ টাকা। অ্যাপল ওয়াচ সিরিজ ৭ এর স্টেনলেস স্টিল মডেলগুলি শুধুমাত্র GPS + Cellular ভেরিয়েন্ট পাওয়া যাবে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৭ এর 7 GPS + Cellular 41 mm Stainless Steel Case মডেলের দাম থাকছে ৬৯,৯০০ টাকা। এই ওয়াচের মিলানিজ লুপ (Milanese Loop) ভ্যারিয়েন্টকে কিনতে ক্রেতাদের আরও ৪,০০০ টাকা খরচা করতে হবে মানে ওয়াচটির মোট ৭৩,৯০০ টাকা। অন্যদিকে GPS + Cellular 45 mm Stainless Steel Case এর দাম পড়বে ৭৩,৯০০ টাকা আর এরনমিলানিজ লুপ (Milanese Loop) ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৭,৯০০ টাকা। অ্যাপল ওয়াচ সিরিজ ৭ এর স্টেনলেস স্টিল মডেলগুলি শুধুমাত্র GPS + Cellular ভেরিয়েন্ট পাওয়া যাবে।
advertisement
5/5
অ্যাপল ওয়াচ সিরিজ ৭ ৪১মিমি এবং ৪৫মিমি কেস অপশনে পাওয়া যাচ্ছে। এই স্মার্টওয়াচ IP6X রেটিং প্রাপ্ত, ফলে এটি ধুলো রোধী। জল প্রতিরোধের জন্য অ্যাপল ওয়াচ সিরিজ ৭ WR50 সার্টিফিকেশন সহ এসেছে। এই ডিভাইস ১৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে অ্যাপেল। এই ওয়্যারেবলে বেশ কয়েকটি হেলথ ফিচার রয়েছে - ব্লাড অক্সিজেন স্যাচুরেশন, হার্ট রেট ট্র্যাকার, স্লিপিং রেস্পিরেশন ও স্লীপ ট্রেন্ডস সহ স্লিপ ট্র্যাকিং ফিচার।
অ্যাপল ওয়াচ সিরিজ ৭ ৪১মিমি এবং ৪৫মিমি কেস অপশনে পাওয়া যাচ্ছে। এই স্মার্টওয়াচ IP6X রেটিং প্রাপ্ত, ফলে এটি ধুলো রোধী। জল প্রতিরোধের জন্য অ্যাপল ওয়াচ সিরিজ ৭ WR50 সার্টিফিকেশন সহ এসেছে। এই ডিভাইস ১৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে অ্যাপেল। এই ওয়্যারেবলে বেশ কয়েকটি হেলথ ফিচার রয়েছে - ব্লাড অক্সিজেন স্যাচুরেশন, হার্ট রেট ট্র্যাকার, স্লিপিং রেস্পিরেশন ও স্লীপ ট্রেন্ডস সহ স্লিপ ট্র্যাকিং ফিচার।
advertisement
advertisement
advertisement