Airtel-এর ধামাকা প্ল্যান! ৫ টাকায় ১ জিবি সঙ্গে আনলিমিটেড কলিং ও

Last Updated:
এর পাশাপাশি Disney+Hotstar VIP-র ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
1/4
টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা নতুন নয়। গ্রাহক টানতে নিয়মিত নতুন নতুন অফার ও প্ল্যান নিয়ে হাজির হচ্ছে সংস্থাগুলি। টেলিকম অপারেটরের বেশ কয়েকটি সস্তা প্ল্যান বাজারে উপলব্ধ, যেখানে আনলিমিটেড কল সহ ডেটা পাওয়া যায়। সঙ্গে থাকে অতিরিক্ত বেনিফিট হিসেবে মেলে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস। সম্প্রতি সস্তার এমন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান সামনে এনেছে ভারতী এয়ারটেল (Bharati Airtel)।
টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা নতুন নয়। গ্রাহক টানতে নিয়মিত নতুন নতুন অফার ও প্ল্যান নিয়ে হাজির হচ্ছে সংস্থাগুলি। টেলিকম অপারেটরের বেশ কয়েকটি সস্তা প্ল্যান বাজারে উপলব্ধ, যেখানে আনলিমিটেড কল সহ ডেটা পাওয়া যায়। সঙ্গে থাকে অতিরিক্ত বেনিফিট হিসেবে মেলে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস। সম্প্রতি সস্তার এমন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান সামনে এনেছে ভারতী এয়ারটেল (Bharati Airtel)।
advertisement
2/4
নতুন এই রিচার্জ প্ল্যানে মাত্র পাঁচ টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ১গিবি ডেটা। এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে গ্রাহক জনপ্রিয় ওটিপি (OTT) প্ল্যাটফর্মের কন্টেন্ট অ্যাক্সেসের সুবিধা পেয়ে যাবেন।
নতুন এই রিচার্জ প্ল্যানে মাত্র পাঁচ টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ১গিবি ডেটা। এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে গ্রাহক জনপ্রিয় ওটিপি (OTT) প্ল্যাটফর্মের কন্টেন্ট অ্যাক্সেসের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
3/4
এতক্ষণ যে প্রিপেড রিচার্জ প্ল্যানের সম্পর্কে আমরা কথা বলছিলাম সেটি হল ৪৪৮ টাকা। তাহলে পাঁচ টাকায় ১ জিবি ডেটা এই ব্যপারটা কি? এতায় ভাবছেন তো? এয়ারটেলের ৪৪৮ টাকার রিচার্জ করলে মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির মেয়াদ বা ভ্যালিডিটি ২৮ দিনের। কোম্পানি জানিয়েছে যে গ্রাহকরা প্রতিদিন ৩জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। মানে ১ জিবি ডেটার জন্য এক্ষেত্রে খরচ হচ্ছে পাঁচ বা তার সামান্য কিছু বেশী টাকা।
এতক্ষণ যে প্রিপেড রিচার্জ প্ল্যানের সম্পর্কে আমরা কথা বলছিলাম সেটি হল ৪৪৮ টাকা। তাহলে পাঁচ টাকায় ১ জিবি ডেটা এই ব্যপারটা কি? এতায় ভাবছেন তো? এয়ারটেলের ৪৪৮ টাকার রিচার্জ করলে মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির মেয়াদ বা ভ্যালিডিটি ২৮ দিনের। কোম্পানি জানিয়েছে যে গ্রাহকরা প্রতিদিন ৩জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। মানে ১ জিবি ডেটার জন্য এক্ষেত্রে খরচ হচ্ছে পাঁচ বা তার সামান্য কিছু বেশী টাকা।
advertisement
4/4
৪৪৮ টাকার প্ল্যান একটি বান্ডল (Bundle) রিচার্জ প্ল্যান যা বিকল্প যা নির্দিষ্ট ওটিটি (OTT) বেনিফিটের সঙ্গে আসে। এই প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকেরা ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) এর ভিআইপি (V.I.P) সাবস্ক্রিপশন পেয়ে পাবেন বিনামূল্যে। এছাড়াও থাকছে এই প্ল্যান রিচার্জের পর গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস প্রেরণের ছাড়পত্র পাবেন।
৪৪৮ টাকার প্ল্যান একটি বান্ডল (Bundle) রিচার্জ প্ল্যান যা বিকল্প যা নির্দিষ্ট ওটিটি (OTT) বেনিফিটের সঙ্গে আসে। এই প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকেরা ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) এর ভিআইপি (V.I.P) সাবস্ক্রিপশন পেয়ে পাবেন বিনামূল্যে। এছাড়াও থাকছে এই প্ল্যান রিচার্জের পর গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস প্রেরণের ছাড়পত্র পাবেন।
advertisement
advertisement
advertisement