Airtel নিয়ে এল স্বল্পমূল্যের চারটি নতুন প্ল্যান! দেখুন তো কোনটা সবচেয়ে সাশ্রয়ী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Airtel Prepaid Plans: প্ল্যানগুলি শুরু হচ্ছে মাসিক ১০৯ টাকা থেকে এবং সর্বোচ্চ ১৩১ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
advertisement
advertisement
১০৯ টাকার প্ল্যান - গ্রাহকরা Airtel-এর নতুন চারটি প্ল্যানের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান এটি। গ্রাহকরা এতে ১০৯ টাকার প্ল্যানে ২০০এমবি ডেটা, ৯৯ টাকা মূল্যের টকটাইম এবং একটি কল প্ল্যানের সুবিধে পাবেন যার মূল্য প্রতি সেকেন্ডে মাত্র ২.৫ পয়সা। এছাড়াও প্ল্যানে থাকছে প্রতি এসএমএস (লোকাল) প্রতি ১ টাকা এবং এসটিডি ১.৫ টাকার অফার। প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ৩০ দিন।
advertisement
১১১ টাকার প্ল্যান - Airtel গ্রাহকরা এই উপরের প্ল্যানের মতো একই সুবিধে পাবেন তবে এ ক্ষেত্রে প্ল্যানের বৈধতা এক মাস (মাসের উপর নির্ভর করে ২৮/২৯/৩০/৩১ দিন হতে পারে)। এতে সুবিধার মধ্যে রয়েছে ২০০এমবি ডেটা, প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা হারে কল সহ ৯৯ টাকা মূল্যের টকটাইম। এছাড়াও লোকাল ও এসটিডি এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা মূল্য ধার্য করা হয়েছে।
advertisement
১২৮ টাকার প্ল্যান - ১২৮ টাকার মাসিক প্ল্যানের সুবিধা রয়েছে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা কল, ভিডিও কলে প্রতি সেকেন্ডে ৫ পয়সা এবং ডেটা প্রতি এমবি ৫০ পয়সা চার্জ করা হবে৷ এছাড়াও লোকাল ও এসটিডি এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা মূল্য ধার্য করা হয়েছে। প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। তবে এই প্ল্যানে কোনও টকটাইম নেই ফলে গ্রাহকদের এয়ারটেলের দেওয়া টপ-আপ প্ল্যানগুলির মধ্যে একটি রিচার্জ করে নিতে হবে।
advertisement
১৩১ টাকার প্ল্যান - ১৩১ টাকার প্ল্যানে উপরে উল্লিখিত ১২৮ টাকার প্ল্যানের মতো একই সুবিধা থাকছে। তবে এতেও কিন্তু ৩০ দিনের পরিবর্তে এক মাসের বৈধতা থাকবে। গ্রাহকদের মাসে যত দিনই হোক না কেন প্রতি মাসে একই তারিখে রিচার্জ করতে হবে। এতে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা কল, ভিডিও কলে প্রতি সেকেন্ডে ৫ পয়সা এবং ডেটা প্রতি এমবি ৫০ পয়সা চার্জ করা হবে৷
advertisement