Airtel 30 Days Plan: Airtel নিয়ে এল ১ মাস বৈধতার দুটি নতুন প্ল্যান, সুবিধা কী কী? দেখে নিন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Airtel Rs 296 And Rs 319 Plans: এয়ারটেল (Airtel) ঘোষণা করেছে দু’টি প্রিপেড রিচার্জ প্ল্যান। এর মধ্যে একটি হল ৩০ দিনের রিচার্জ প্ল্যান এবং একটি মাসিক রিনিউয়াল প্ল্যান।
Airtel 30 Days Plan: টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) সম্প্রতি এক নির্দেশে জানিয়েছে যে, টেলিকম সার্ভিস প্রোভাইডারদের অন্তত একটি প্ল্যান অফার করতেই হবে যার ভ্যালিডিটি থাকবে ৩০ দিন। সেই সঙ্গে একটি মাসিক রিনিউয়াল প্ল্যান অফার করতে হবে যেটি প্রত্যেক মাসের নির্দিষ্ট দিনে স্বয়ংক্রিয় ভাবে রিনিউ হবে।
advertisement
সেই নির্দেশের কথা মাথায় রেখেই এয়ারটেল (Airtel) ঘোষণা করেছে দু’টি প্রিপেড রিচার্জ প্ল্যান। এর মধ্যে একটি হল ৩০ দিনের রিচার্জ প্ল্যান এবং একটি মাসিক রিনিউয়াল প্ল্যান। ৩০ দিনের রিচার্জ প্ল্যানটি পাওয়া যাবে ২৯৬ টাকায় এবং মাসিক রিনিউয়াল প্ল্যানটির দাম ৩১৯ টাকা। এক নজরে দেখে নিন এয়ারটেলের দু’টি নতুন প্ল্যান।
advertisement
এয়ারটেলের ২৯৬ টাকার রিচার্জ প্ল্যান -এয়ারটেলের ২৯৬ টাকার প্ল্যানটিতে ৩০ দিনের জন্য ২৫জিবি ডেটা পাওয়া যাবে। ফেয়ার ইউসেজ পলিসি (FUP)-এর ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা ৫০ পয়সা প্রতি এমবি খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এ ছাড়াও, ২৯৬ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ SMS (SMS)। প্রতিদিনের ১০০SMS শেষ হয়ে গেলে গ্রাহকরা ১ টাকা প্রতি লোকাল SMS এবং ১.৫ টাকা প্রতি STD (STD) SMS ব্যবহার করতে পারবেন।
advertisement
advertisement
এয়ারটেলের ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান - এয়ারটেলের ৩১৯ টাকার রিচার্জ প্ল্যানটি একটি মাসিক ক্যালেন্ডার প্ল্যান, যেখানে প্ল্যানটি গোটা মাসের জন্যে কাজ করবে। এয়ারটেল এই প্ল্যানটিতে তার গ্রাহকদের প্রতিদিন ২জিবি ডেটা অফার করে। সুতরাং গ্রাহকরা ৫৬জিবি থেকে ৬২জিবি পর্যন্ত ডেটা পেতে পারেন। এটি নির্ভর করছে সেই মাসটি কত দিনের তার উপর। প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪KBPS হয়ে যাবে। এর পাশাপাশি গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি SMS। এই প্ল্যানটিতেও SMS ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্রাহকরা ১ টাকা প্রতি লোকাল SMS এবং ১.৫ টাকা প্রতি STD ব্যবহার করতে পারবেন।
advertisement