আইপিএল দেখতে চান? Airtel না Jio - কার প্রিপেড প্ল্যানে আপনার লাভ বেশি ?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Airtel না Jio: এই সকল প্রিপেড প্ল্যানের মাধ্যমে ইউজাররা ফ্রিতে ডিজনি প্লাস হটস্টারের সুবিধা পাবেন।
এয়ারটেল (Airtel) এবং জিও (Jio) দুই সংস্থাই নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নতুন প্রিপেড প্ল্যান। এই সকল প্রিপেড প্ল্যানের মাধ্যমে ইউজাররা ফ্রিতে ডিজনি প্লাস হটস্টারের সুবিধা পাবেন। আইপিএল ২০২২-এর (IPL 2022) অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার হল ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar)। এর ফলে এই ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা খুব বেশি। কিন্তু সাবস্ক্রিপশন ছাড়া এখানে দেখা যাবে না আইপিএল। এর ফলে এয়ারটেল এবং জিও তাদের প্রিপেড প্ল্যানে যুক্ত করেছে এই ওটিটি প্ল্যাটফর্ম। প্রিপেড প্ল্যান রিচার্জ করলে ইউজাররা ফ্রিতেই পেয়ে যাবে এর সাবস্ক্রিপশন।
advertisement
এয়ারটেলের ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান - এয়ারটেলের ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সুবিধা পাওয়া যাবে ২৮ দিনের জন্য। এছাড়াও এয়ারটেলের ৩৩৯ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে ৩ মাসের ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশনের সুবিধা।ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশনের ৩ মাসের দাম হল ১৪৯ টাকা। এছাড়াও এয়ারটেলের ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা।
advertisement
advertisement
এয়ারটেলের ৮৩৯ টাকার প্ল্যান - এয়ারটেলের ৮৩৯ টাকার প্রিপেড প্ল্যানের সুবিধা পাওয়া যাবে ৮৪ দিনের জন্য। এছাড়াও এয়ারটেলের ৮৩৯ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে ৩ মাসের ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশনের সুবিধা। ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশনের ৩ মাসের দাম হল ১৪৯ টাকা। এছাড়াও এয়ারটেলের ৮৩৯ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা। এয়ারটেলের ৩৩৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন প্রায় ২ জিবি করে ডেটা পাওয়া যাবে ২৮ দিনের জন্য।
advertisement
এছাড়াও এয়ারটেলের ৮৩৯ টাকার প্ল্যানে ইউজাররা আরও কিছু সুবিধা পাবে। ইউজাররা এই প্রিপেড প্ল্যানের মাধ্যমে পেয়ে যাবেন এক্সস্ট্রিম (Xstream) চ্যানেল অ্যাকসেস করার সুবিধা। এয়ারটেলের এক্সস্ট্রিম অ্যাপের মাধ্যমে ইউজাররা ৮৪ দিনের জন্য তাঁদের পছন্দের চ্যানেল দেখতে পাবেন। এই তালিকায় রয়েছে সোনি লাইভ (Sony Liv), এরস নাও (Eros Now), লায়নসগেট প্লে (Lionsgate Play), হইচই (Hoi Choi), মনোরমা ম্যাক্স (Manorama Max)। এক্ষেত্রেও Airtel Thanks অ্যাপের মাধ্যমে ইউজারদের স্ট্রিমিং প্ল্যাটফর্মের সুবিধা ক্লেম করতে হবে।
advertisement
জিওর ১৫১, ৩৩৩, ৫৮৩ এবং ৭৮৩ টাকার প্ল্যান - জিওর ১৫১ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৮ জিবি ডেটার সুবিধা। ৩ মাসের জন্য পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারের সুবিধা। অন্যান্য তিনটি প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে, আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ৩৩৩ টাকার প্ল্যানের সুবিধা পাওয়া যাবে ২৮ দিনের জন্য। ৫৮৩ টাকার প্ল্যানের সুবিধা পাওয়া যাবে ৫৬ দিনের জন্য এবং ৭৮৩ টাকার প্ল্যানের সুবিধা পাওয়া যাবে ৮৪ দিনের জন্য।
advertisement
এছাড়াও জিওর অন্যান্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। সেগুলো হল ৪৯৯, ৫৫৫, ৬০১, ৭৯৯, ১০৬৬, ১৪৯৯, ৪১৯৯ টাকার প্ল্যান- এর মধ্যে ১৪৯৯ এবং ৪১৯৯ টাকার প্ল্যানে ডিজনি প্লাস হটস্টারের ১ বছরের প্রিমিয়াম অ্যাকসেস এবং বাকি প্ল্যানে এক বছরের মোবাইল অ্যাকসেস পাওয়া যাবে। জিওর সব প্ল্যানের সুবিধার জন্যই নিয়মিত নম্বর রিচার্জ করার রেকর্ড থাকা প্রয়োজন। এর পর উল্লিখিত প্ল্যানগুলোর মধ্যে কোনও একটা রিচার্জ করে ডিজনি প্লাস হটস্টারেনিজের জিও নম্বর দিয়ে লগ ইন করলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি সাবমিট করলেই প্ল্যানের সুবিধা পাবেন গ্রাহক।