প্ল্যান এক, আর সুবিধা অনেক। Airtel তার গ্রাহকদের দিচ্ছে এমনই অফার। Airtel Black নিয়ে এল নতুন দু’টি প্ল্যান। সম্প্রতি Airtel Black ঘোষণা করেছে ১,০৯৯ এবং ১,০৯৮ টাকার এই প্ল্যান দু’টি। আসলে এই দু’টি প্ল্যান খুবই কার্যকর হবে সেই সমস্ত গ্রাহকের কাছে যাঁরা একই সঙ্গে অনেকগুলি সুবিধা পেতে চান। যেমন ধরা যাক, কেউ ল্যান্ড লাইন টেলিফোন সংযোগ, একটি ব্রডব্যান্ড সংযোগ এবং টেলিভিশনের জন্য DTH পরিষেবা ব্যবহার করেন। তাঁর জন্য সমস্ত সুবিধা এই প্ল্যান দু’টিতে সাজান রয়েছে৷
Airtel Black-এর ১,০৯৮ টাকার প্ল্যান: Airtel Black-এর ১০৯৮ টাকার প্ল্যানেও থাকছে ল্যান্ডলাইনে আনলিমিটেড ভয়েস কলিং এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা। তবে এ ক্ষেত্রে ব্রডব্যান্ডের গতি থাকবে 100Mbps পর্যন্ত। এই প্ল্যানে কিন্তু পোস্টপেইড গ্রাহকদের জন্য সুবিধা থাকবে। সে ক্ষেত্রে ৭৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল অফার করে।
ইতিমধ্যেই এয়ারটেল ১,৩৪৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে যা তিনটি পোস্টপেইড সংযোগের জন্য ২১০ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিত। ১৩৪৯ টাকার প্ল্যানটির সঙ্গেই গত বছর ৯৯৮ টাকা, ১৫৯৮ টাকা এবং ২০৯৯ টাকার প্ল্যানগুলি চালু করা হয়েছিল। এই নতুন প্ল্যানটিতেও ৩৫০ টাকার DTH চ্যানেল এবং এক বছরের অ্যামাজন প্রাইম এবং এয়ারটেল এক্সস্ট্রিম সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।