Airtel নিয়ে এল দুই নয়া প্রিপেড প্ল্যান, সুবিধাগুলো মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Airtel Prepaid Plans: এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের নতুন দুটি প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
জিও (Jio) কিছুদিন আগেই ঘোষণা করেছে তাদের নতুন প্রিপেড প্ল্যান। এবার এয়ারটেল (Airtel) ঘোষণা করেছে তাদের নতুন দুটি প্ল্যানের। এয়ারটেলের নতুন দুটি প্রিপেড প্ল্যানের দাম হল ৩৯৯ টাকা এবং আরেকটি প্ল্যানের দাম হল ৮৩৯ টাকা। প্রিপেড এই প্ল্যান দুটিতে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Hotstar) সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের নতুন দুটি প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
advertisement
advertisement
এছাড়াও এয়ারটেলের ৩৩৯ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা। এয়ারটেলের ৩৩৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন প্রায় ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে ২৮ দিনের জন্য। জিও কিছুদিন আগেই ঘোষণা করেছে এমনই বেশ কয়েকটি প্ল্যান। এবার এয়ারটেল চালু করেছে একই প্ল্যান। মূলত ডিজনি প্লাস হটস্টারের জন্য নিয়ে আসা হয়েছে এই প্রিপেড প্ল্যান।
advertisement
advertisement
advertisement
এছাড়াও এয়ারটেলের ৮৩৯ টাকার প্ল্যানে ইউজাররা আরও কিছু সুবিধা পাবেন। ইউজাররা এই প্রিপেড প্ল্যানের মাধ্যমে পেয়ে যাবেন এক্সস্ট্রিম (Xstream) চ্যানেল অ্যাকসেস করার সুবিধা। এয়ারটেলের এক্সস্ট্রিম অ্যাপের মাধ্যমে ইউজাররা ৮৪ দিনের জন্য তাঁদের পছন্দের চ্যানেল দেখতে পাবেন। ইউজাররা নিজেদের পছন্দের যে কোনও চ্যানেল দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে সোনি লাইভ (Sony Liv), এরস নাও (Eros Now), লায়নসগেট প্লে (Lionsgate Play), হইচই (Hoi Choi), মনোরমা ম্যাক্স (Manorama Max) ইত্যাদির মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম।