ঠিকঠাক তাপমাত্রায় এসি সেট করুন: এসি কখনই সর্বনিম্ন তাপমাত্রায় রাখা উচিত নয়। লোকেরা মনে করে যে এসি ১৬ বা ১৮ ডিগ্রিতে রাখলে ভাল ঠান্ডা হয়। কিন্তু, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, মানবদেহের জন্য আদর্শ তাপমাত্রা হল ২৪। তাই এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখলেই মানব শরীরের জন্য তা সবচেয়ে ভাল৷ আর এতে বিদ্যুৎ সাশ্রয়ও দারুণ হয়। গবেষণায় দেখা গিয়েছে, এসির তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায়। (ছবি- শাটারস্টক)
সার্ভিসিং এর যত্ন নিন: আপনি যদি গত মরসুমে শেষবার এসি ব্যবহার করে থাকেন, আর তারপর সার্ভিসিং না করেই ব্যবহার শুরু করেন, তাহলে কিন্তু মহাবিপদ। চড় চড় করে বাড়তে থাকবে বিল। কারণ, দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে এতে ধুলো-কণা জমে। এমন সময় এসি-কে ঠান্ডা করতে অতিরিক্ত বিদ্যুত ব্যবহার কর। (ছবি- শাটারস্টক)
প্রতিটি দরজা-জানালা বন্ধ করুন: এসি চালু করার আগে ওই ঘরের প্রতিটি দরজা-জানালা ভাল করে বন্ধ করুন। যাতে গরম বাতাস ঘরে ভিতরে কোনও ভাবে ঢুকতে না পারে এবং ঠান্ডা বাতাস বাইরে না যায়। অন্যথায়, আপনার ঘরের বাতাসের তাপমাত্রা বারবার ওঠানামা করে এবং তা সামঞ্জস্যে নিয়ে আসতে এসি-কে বেশি কাজ করতে হয়৷ ফলে বিদ্যুৎ বিল বেশি আসে। (ছবি- শাটারস্টক)