5 Star vs 3 Star AC: ৫ স্টার ও ৩ স্টার AC-র মধ্যে পার্থক্য কী? কোনটা ইলেকট্রিক বিল বাঁচাবে? জানুন

Last Updated:
5 Star vs 3 Star AC: এসি এমন একটি যন্ত্র যা প্রচুর বিদ্যুৎ খরচ করে। কোন যন্ত্র কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ধারণ করার জন্য তাকে স্টার রেটিং দেওয়া হয়।
1/8
এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই মারাত্মক বেড়েছে গরম। আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সহনশীলতাও কমে গিয়েছে। এখনই ঘরে ঘরে এসি, কুলারের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।
এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই মারাত্মক বেড়েছে গরম। আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সহনশীলতাও কমে গিয়েছে। এখনই ঘরে ঘরে এসি, কুলারের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।
advertisement
2/8
এসি এমন একটি যন্ত্র যা প্রচুর বিদ্যুৎ খরচ করে। কোন যন্ত্র কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ধারণ করার জন্য তাকে স্টার রেটিং দেওয়া হয়। এক থেকে পাঁচ স্টার পর্যন্ত রেটিং দেওয়া হয় যন্ত্রের কার্যক্ষমতার উপর নির্ভর করে।
এসি এমন একটি যন্ত্র যা প্রচুর বিদ্যুৎ খরচ করে। কোন যন্ত্র কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ধারণ করার জন্য তাকে স্টার রেটিং দেওয়া হয়। এক থেকে পাঁচ স্টার পর্যন্ত রেটিং দেওয়া হয় যন্ত্রের কার্যক্ষমতার উপর নির্ভর করে।
advertisement
3/8
এটা মনে করা হয় ৫ স্টার রেটিং-সহ যেসব এসি মেশিন বাজারে পাওয়া যায়, তারা ৩ স্টার রেটিং-সহ মেশিনের তুলনায় বেশি সাশ্রয়ী হয়ে থাকে। কারণ এই স্টার রেটিং নির্দেশ করে যন্ত্রটি কতটা শক্তি সাশ্রয়ী।
এটা মনে করা হয় ৫ স্টার রেটিং-সহ যেসব এসি মেশিন বাজারে পাওয়া যায়, তারা ৩ স্টার রেটিং-সহ মেশিনের তুলনায় বেশি সাশ্রয়ী হয়ে থাকে। কারণ এই স্টার রেটিং নির্দেশ করে যন্ত্রটি কতটা শক্তি সাশ্রয়ী।
advertisement
4/8
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) এই রেটিং তৈরি করে। এক থেকে পাঁচ স্টার রেটিং দেওয়া হয়। এসির ক্ষেত্রে বিষয়টি কেমন দেখে নেওয়া যাক এক নজরে—
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) এই রেটিং তৈরি করে। এক থেকে পাঁচ স্টার রেটিং দেওয়া হয়। এসির ক্ষেত্রে বিষয়টি কেমন দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
5/8
একটি এসিকে দু’টি শর্তের ভিত্তিতে স্টার রেটিং দেওয়া হয়ে থাকে। সেটি কোনও ঘর কতটা ঠান্ডা করার ক্ষমতা এবং সেই শীতলতা প্রদানের জন্য যন্ত্রটি কত পরিমাণ বিদ্যুৎ খরচ করে।
একটি এসিকে দু’টি শর্তের ভিত্তিতে স্টার রেটিং দেওয়া হয়ে থাকে। সেটি কোনও ঘর কতটা ঠান্ডা করার ক্ষমতা এবং সেই শীতলতা প্রদানের জন্য যন্ত্রটি কত পরিমাণ বিদ্যুৎ খরচ করে।
advertisement
6/8
৩ স্টার এসি এবং ৫ স্টার এসি হল সবচেয়ে জনপ্রিয়। সহজ কথায়, ৫ স্টার এসি সবচেয়ে বেশি শক্তি সাশ্রয়ী এবং ১ স্টার এসি সবচেয়ে কম। কোনও পরিবারে ব্যবহৃত এসি যত বেশি শক্তি সাশ্রয়ী হবে, ততই সেই পরিবারের বিদ্যুৎ বিল বাঁচানো সম্ভব হবে। এটি শুধু অর্থ সঞ্চয়ের জন্যই নয়, বরং পরিবেশের জন্যও প্রয়োজন।
৩ স্টার এসি এবং ৫ স্টার এসি হল সবচেয়ে জনপ্রিয়। সহজ কথায়, ৫ স্টার এসি সবচেয়ে বেশি শক্তি সাশ্রয়ী এবং ১ স্টার এসি সবচেয়ে কম। কোনও পরিবারে ব্যবহৃত এসি যত বেশি শক্তি সাশ্রয়ী হবে, ততই সেই পরিবারের বিদ্যুৎ বিল বাঁচানো সম্ভব হবে। এটি শুধু অর্থ সঞ্চয়ের জন্যই নয়, বরং পরিবেশের জন্যও প্রয়োজন।
advertisement
7/8
সাধারণত, একটি ৫ স্টার এসি যেকোনও ৩ স্টার এসির চেয়ে ২৮ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। বিদ্যুৎ খরচের ক্ষেত্রে, একটি ০.৭৫ টনের ৩স্টার এসি প্রায় ৫২৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে। ওই একই এসি যদি ৫স্টার হয় তবে তা ৪৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
সাধারণত, একটি ৫ স্টার এসি যেকোনও ৩ স্টার এসির চেয়ে ২৮ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। বিদ্যুৎ খরচের ক্ষেত্রে, একটি ০.৭৫ টনের ৩স্টার এসি প্রায় ৫২৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে। ওই একই এসি যদি ৫স্টার হয় তবে তা ৪৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
advertisement
8/8
১টন ৩স্টার এসি ৭৪৭ ওয়াট বিদ্যুৎ খরচ করে, সেখানে ১টনের এসি ৫স্টার হলে ৫৫৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে। পাশাপাশি ১.৫ টন এসি ৩স্টার হলে তা ১১০৪ ওয়াট এবং ৫স্টার এসি ৮৭৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ বার্ষিক প্রায় ৩ হাজার টাকা সাশ্রয় হতে পারে ৫ স্টার এসির ক্ষেত্রে।
১টন ৩স্টার এসি ৭৪৭ ওয়াট বিদ্যুৎ খরচ করে, সেখানে ১টনের এসি ৫স্টার হলে ৫৫৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে। পাশাপাশি ১.৫ টন এসি ৩স্টার হলে তা ১১০৪ ওয়াট এবং ৫স্টার এসি ৮৭৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ বার্ষিক প্রায় ৩ হাজার টাকা সাশ্রয় হতে পারে ৫ স্টার এসির ক্ষেত্রে।
advertisement
advertisement
advertisement