Oppo K13: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে-সহ কম বাজেটে লঞ্চ হল Oppo K13 5G! জেনে নিন দাম

Last Updated:
Oppo K13 5G Launched: Oppo K13 5G দুটি রঙে লঞ্চ হয়েছে প্রিজম ব্ল্যাক ও আইসি পার্পেল। জেনে নিন ফোনের দাম ও স্পেসিফিকেশন।
1/6
চলতি সপ্তাহেই ভারতের বাজারে এসে গিয়েছে Oppo K13। মিড রেঞ্জের এই নতুন ফোনের দাম ২০০০০ টাকার কম হলেও এতে রয়েছে দুর্ধর্ষ কিছু ফিচার। মূলত এই ফোন লঞ্চ থেকেই স্পষ্ট যে, সংস্থা তরুণ সম্প্রদায়ের কথা মাথায় রেখেই নতুন ফোনটি এনেছে। Android 15 ভার্সনের পাশাপাশি ভরসাযোগ্য Snapdragon চিপসেট এবং এআই ফিচার পেয়ে যাবেন গ্রাহকরা।
চলতি সপ্তাহেই ভারতের বাজারে এসে গিয়েছে Oppo K13। মিড রেঞ্জের এই নতুন ফোনের দাম ২০০০০ টাকার কম হলেও এতে রয়েছে দুর্ধর্ষ কিছু ফিচার। মূলত এই ফোন লঞ্চ থেকেই স্পষ্ট যে, সংস্থা তরুণ সম্প্রদায়ের কথা মাথায় রেখেই নতুন ফোনটি এনেছে। Android 15 ভার্সনের পাশাপাশি ভরসাযোগ্য Snapdragon চিপসেট এবং এআই ফিচার পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
2/6
ভারতে Oppo K13-এর দাম: ভারতে নয়া এই ফোনের দাম শুরু হচ্ছে ১৭৯৯৯ টাকা থেকে। এই দামে মিলবে Oppo K13-এর 8GB + 128GB ভ্যারিয়েন্ট। অন্যদিকে এই স্মার্টফোনের 8GB + 256GB মডেলের দাম পড়ে যাবে ১৯৯৯৯ টাকা। এর পাশাপাশি আরও ছাড় পাওয়ার জন্য স্পেশ্যাল ব্যাঙ্ক অফারের সুবিধাও গ্রহণ করতে পারেন গ্রাহকরা। ভারতে সমস্ত অনলাইন স্টোরে আগামী ২৫ এপ্রিল থেকে Oppo K13-এর সেল শুরু হবে।
ভারতে Oppo K13-এর দাম: ভারতে নয়া এই ফোনের দাম শুরু হচ্ছে ১৭৯৯৯ টাকা থেকে। এই দামে মিলবে Oppo K13-এর 8GB + 128GB ভ্যারিয়েন্ট। অন্যদিকে এই স্মার্টফোনের 8GB + 256GB মডেলের দাম পড়ে যাবে ১৯৯৯৯ টাকা। এর পাশাপাশি আরও ছাড় পাওয়ার জন্য স্পেশ্যাল ব্যাঙ্ক অফারের সুবিধাও গ্রহণ করতে পারেন গ্রাহকরা। ভারতে সমস্ত অনলাইন স্টোরে আগামী ২৫ এপ্রিল থেকে Oppo K13-এর সেল শুরু হবে।
advertisement
3/6
Oppo K13 স্পেসিফিকেশন: Oppo K13-এ রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট স্ক্রিন-সহ একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে এতে মিলবে ১২০০ নিটস পিক ব্রাইটনেসও। এখানেই শেষ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্মার্টফোন চোখের জন্য ব্লু লাইটের সাপোর্টও দেবে। এই ফোন চালিত হবে Snapdragon 6 Gen 4 চিপসেট দ্বারা। থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। সেই সঙ্গে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ড্যুয়াল স্টিরিও স্পিকার, IP65 রেটিং এবং IR ব্লাস্টার।
Oppo K13 স্পেসিফিকেশন: Oppo K13-এ রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট স্ক্রিন-সহ একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে এতে মিলবে ১২০০ নিটস পিক ব্রাইটনেসও। এখানেই শেষ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্মার্টফোন চোখের জন্য ব্লু লাইটের সাপোর্টও দেবে। এই ফোন চালিত হবে Snapdragon 6 Gen 4 চিপসেট দ্বারা। থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। সেই সঙ্গে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ড্যুয়াল স্টিরিও স্পিকার, IP65 রেটিং এবং IR ব্লাস্টার।
advertisement
4/6
এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Oppo দিচ্ছে Android 15-ভিত্তিক ColorOS ভার্সন আউট অফ দ্য বক্স। এতে মিলবে 2 OS আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট। এখানেই শেষ নয়, এই OS-এর মধ্যে সংস্থার তরফে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক এআই ফিচার। কারণ বর্তমান সময়ে বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি।
এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Oppo দিচ্ছে Android 15-ভিত্তিক ColorOS ভার্সন আউট অফ দ্য বক্স। এতে মিলবে 2 OS আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট। এখানেই শেষ নয়, এই OS-এর মধ্যে সংস্থার তরফে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক এআই ফিচার। কারণ বর্তমান সময়ে বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি।
advertisement
5/6
Oppo K13-এ রয়েছে একটি ভেপার কুলিং সিস্টেম। যার জেরে এই স্মার্টফোনটিকে ভরসাযোগ্য গেমিং ডিভাইসে পরিণত করা যাবে। আর ক্যামেরার কথা বলতে গেলে Oppo K13 স্মার্টফোনে রয়েছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি ২ মেগাপিক্সেলের সেন্সর।
Oppo K13-এ রয়েছে একটি ভেপার কুলিং সিস্টেম। যার জেরে এই স্মার্টফোনটিকে ভরসাযোগ্য গেমিং ডিভাইসে পরিণত করা যাবে। আর ক্যামেরার কথা বলতে গেলে Oppo K13 স্মার্টফোনে রয়েছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি ২ মেগাপিক্সেলের সেন্সর।
advertisement
6/6
আর এই ফোনে থাকা ৭০০০mAh ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড আউট অফ দ্য বক্স সাপোর্ট করে। Oppo-র তরফে জানানো হয়েছে যে, এই ব্যাটারিটির মধ্যে ৫ বছর পর্যন্ত ডিউরেবিলিটি সহ্য করার ক্ষমতা রয়েছে।
আর এই ফোনে থাকা ৭০০০mAh ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড আউট অফ দ্য বক্স সাপোর্ট করে। Oppo-র তরফে জানানো হয়েছে যে, এই ব্যাটারিটির মধ্যে ৫ বছর পর্যন্ত ডিউরেবিলিটি সহ্য করার ক্ষমতা রয়েছে।
advertisement
advertisement
advertisement