OnePlus Nord 5: অপেক্ষার অবসান! জোরদার পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা-সহ ৮ই জুলাই ভারতে আসছে OnePlus Nord 5
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus Nord 5 মডেলে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। আর ডিভাইসটি “Smartest” এবং “Fastest Nord Ever” ট্যাগ-সহ আসবে।
OnePlus 13s-এর লঞ্চের পরেই Nord 5 সিরিজ লঞ্চ করতে পারে প্রস্তুতকারী সংস্থা। চলতি সপ্তাহেই এই নতুন তথ্য প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, জুলাই মাসের গোড়ার দিকে গ্লোবাল এবং ভারতীয় বাজারে Nord মডেল আনতে পারে OnePlus। এই প্রথমবার আমরা OnePlus Nord 5 আত্মপ্রকাশের কথা জানতে পেরেছি। সেই সঙ্গে জানা গিয়েছে এই সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশনও।
advertisement
advertisement
OnePlus Nord 5 সিরিজ লঞ্চের বিস্তারিত তথ্য: কী কী জানা গেল? OnePlus Nord 5 লঞ্চ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন আস্থাভাজন টিপস্টার যোগেশ ব্রার। তাঁর দাবি, আগামী ৮ জুলাই ২০২৫ তারিখে আত্মপ্রকাশ করতে চলেছে Nord 5 এবং Nord CE 5। এটা আদৌ গ্লোবাল লঞ্চ ডেট না কি ভারতে লঞ্চের সময়কাল, সেই বিষয়ে অবশ্য তিনি কিছু জানাননি। তবে OnePlus Nord 5 জুলাই লঞ্চের খবরটির সঙ্গে মিল রয়েছে আগে ভাগ করে নেওয়া তথ্যের।
advertisement
OnePlus Nord 5 সিরিজ: দাম এবং সম্ভাব্য ফিচার - Nord 5 সিরিজে যে প্রথম বড় পরিবর্তনটা আমরা আশা করতে পারি, সেটা হল এর ফ্ল্যাট ডিজাইন। যা চলতি বছরে যেন একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। এই ফোনে থাকতে পারে 1.5K AMOLED ডিসপ্লে। যা ১২০ হার্ৎজের রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। জোর জল্পনা যে, MediaTek Dimensity 9400e দ্বারা চালিত হতে পারে OnePlus Nord 5। তবে Nord CE 5 চালিত হতে পারে একটি Dimensity 8000 দ্বারা
advertisement
Nord 5 নিশ্চিত ভাবে হিরো প্রোডাক্ট হতে চলেছে। কিন্তু Nord CE 5-এর আরও চাহিদার উপর নজর দেবে OnePlus। মার্কেটে রেগুলার ভ্যারিয়েন্টের তুলনায় এর দাম কম হতে পারে। Nord 5-এর অন্যান্য বিস্তারিত তথ্য থেকে ইঙ্গিত মিলেছে যে, এতে থাকতে চলেছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এখানে গ্রাহকরা পাবেন ৫০ মেগাপিক্সেলের একটি মেন সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।
advertisement
তবে ব্যাটারির ক্ষেত্রে Nord 5 সিরিজে আসতে পারে একটি বড়সড় পরিবর্তন। রিপোর্টে দাবি করা হচ্ছে যে, Nord CE 5-এ থাকতে পারে ৭১০০mAh ইউনিট এবং Nord 5-এ রয়েছে ৬৫৫০mAh ইউনিট। উভয়ই ৮০ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করবে। এই সমস্ত ফিচার এবং সম্ভাব্য আপগ্রেডের বিষয়টা মাথায় রেখে OnePlus Nord 5-এর লঞ্চ প্রাইস শুরু হতে পারে ৩৫০০০ টাকার কাছাকাছি থেকে। অন্যদিকে Nord CE 5 পাওয়া যেতে পারে মাত্র ২৫০০০ টাকায়।