৪৯৯ টাকায় বুকিং! ঘরে আসবে ওলা-র স্কুটার! হইচই বাইকপ্রেমীদের মধ্যে

Last Updated:
কী ভাবে আবেদন করবেন ওলা স্কুটারটির জন্য? জানুন বিস্তারিত-
1/4
এবার বাজারে আসতে চলেছে ওলার স্কুটার। মাত্র ৪৯৯ টাকা দিয়েই উৎসাহীরা এই স্কুটিটি বুক করতে পারেন। সূত্রের খবর বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখের বেশি আবেদন জমা পড়ে গিয়েছে। এক কথায় বললে, বাইকপ্রেমীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে স্কুটারটির জন্য। কী ভাবে আবেদন করবেন ওলা স্কুটারটির জন্য?
এবার বাজারে আসতে চলেছে ওলার স্কুটার। মাত্র ৪৯৯ টাকা দিয়েই উৎসাহীরা এই স্কুটিটি বুক করতে পারেন। সূত্রের খবর বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখের বেশি আবেদন জমা পড়ে গিয়েছে। এক কথায় বললে, বাইকপ্রেমীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে স্কুটারটির জন্য। কী ভাবে আবেদন করবেন ওলা স্কুটারটির জন্য?
advertisement
2/4
 প্রথমে olaelectric.com-এ গিয়ে লগ ইন করে  reserve for 499-এ  ক্লিক করতে হবে। সেখানে নিজের ফোন নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে ওই টাকা জমা দেওয়া যেতে পারে। টাকা জমা দেওয়া হয়ে গেলেই স্কুটার বুকিং এর আইডি পেয়ে যাবেন গ্রাহক।
প্রথমে olaelectric.com-এ গিয়ে লগ ইন করে reserve for 499-এ ক্লিক করতে হবে। সেখানে নিজের ফোন নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে ওই টাকা জমা দেওয়া যেতে পারে। টাকা জমা দেওয়া হয়ে গেলেই স্কুটার বুকিং এর আইডি পেয়ে যাবেন গ্রাহক।
advertisement
3/4
 আইডি পাওয়ার অর্থ এই ইলেকট্রিক গাড়িটি বাজারে এলেই সংস্থার তরফে আপনাকে আপনার গাড়ি পাওয়ার দিন-তারিখ জানানো হবে।
আইডি পাওয়ার অর্থ এই ইলেকট্রিক গাড়িটি বাজারে এলেই সংস্থার তরফে আপনাকে আপনার গাড়ি পাওয়ার দিন-তারিখ জানানো হবে।
advertisement
4/4
 বাইকপ্রেমীরা তুমুল উৎসাহে দিন গুণছেন এই স্কুটারের জন্য। অনেকেই বলছেন শেষ কবে এত রং ওয়ালা স্কুটার বাজারে এসেছে তা তারা মনে করতে পারছেন না  পর্যবেক্ষকদের ধারণা স্কুটারটির দাম এক লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।
বাইকপ্রেমীরা তুমুল উৎসাহে দিন গুণছেন এই স্কুটারের জন্য। অনেকেই বলছেন শেষ কবে এত রং ওয়ালা স্কুটার বাজারে এসেছে তা তারা মনে করতে পারছেন না পর্যবেক্ষকদের ধারণা স্কুটারটির দাম এক লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।
advertisement
advertisement
advertisement