Resignation দিয়েছেন, নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূক? না করলে কী হবে, জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Resignation দেওয়ার পর নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূলক?
advertisement
advertisement
advertisement
advertisement
নোটিশ পিরিয়ড সার্ভ না করে যতদিন আগে আপনি অন্য সংস্থায় যেতে চান, তত দিনের জন্য আপনাকে টাকা দিতে হবে পুরনো সংস্থায়। সাধারণত নির্ধারিত পরিমাণ টাকা আপনার বেসিক স্যালারি থেকে কাটা হবে। ধরুন যদি আপনার নোটিশ পিরিয়ড ৩০ দিনের হয়, কিন্তু আপনি ১৭ দিনের নোটিশ পিরিয়ড সার্ভ করেন, তা হলে বাকি ১৩ দিনের জন্য আপনাকে টাকা দিতে হবে। এটি সাধারণত ফাইনাল সেটেলমেন্ট-এ হয়।