4G ফিচার ফোন আনছে HMD গ্লোবাল। আবার ভারতের বাজার ধরার চেষ্টা Nokia-র।
2/ 6
Nokia 105 এবং Nokia 106 4G ফোন লঞ্চ করল ভারতের বাজারে। সস্তায় যারা ফোরজি ফোন খুঁজছেন, তাঁদের জন্য বিরাট সুযোগ।
3/ 6
সেই পুরনো T9 কিপ্যাড রয়েছে এই ফিচার ফোনে। পুরনো নস্ট্যাবজিয়া ফিরতে পারে আপনার মনে। একবার চার্জ দিলে সারাদিন আর চিন্তা নেই।
4/ 6
Nokia 105 ফোনের দাম 1,299 টাকা। Nokia 106 ফোনের দাম 2,199 টাকা। চারকোল, সিয়ান এবং রেড কালার অপশনে পাওয়া যাবে Nokia 105. অন্যদিকে Nokia 6 পাওয়া যাবে চারকোল এবং ব্লু কালার অপশনে।
5/ 6
দুটি ফিচার ফোনেই UPI পেমেন্টের সুবিধা থাকবে। UPI123PAY অ্যাপ ডাউনলোড করে ইউজাররা পেমেন্ট করতে পারবেন।
6/ 6
ইউজাররা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে লিঙ্ক করে একটি UPI আইডি তৈরি করে পেমেন্ট করতে পারবেন এই দুটি ফিচার ফোন থেকে।
এত সস্তা! ১৩০০ টাকায় 4G ফোন! Nokia আবার ফিরে আসছে ভারতের বাজারে
Nokia 105 ফোনের দাম 1,299 টাকা। Nokia 106 ফোনের দাম 2,199 টাকা। চারকোল, সিয়ান এবং রেড কালার অপশনে পাওয়া যাবে Nokia 105. অন্যদিকে Nokia 6 পাওয়া যাবে চারকোল এবং ব্লু কালার অপশনে।