Night Lamp | Electricity: রাতে নাইট ল্যাম্প জ্বেলে ঘুমোন? বিদ্যুতের বিল কী এসির থেকে বেশি হতে পারে? কী ক্ষতি হচ্ছে জানুন

Last Updated:
Night Lamp | Electricity: নাইট ল্যাম্পের কারণে বিদ্যুতের বার্ষিক খরচ এতটাই হতে পারে, যা দিয়ে একটা স্মার্টফোনের এক মাসের ইএমআই পর্যন্ত পরিশোধ করা হয়ে যাবে।
1/7
অনেকেই রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমোতে পছন্দ করেন। নাইট ল্যাম্প হিসেবে সাধারণত ১০ ওয়াট পর্যন্ত বাল্ব ব্যবহার করা হয়ে থাকে। তবে অনেকেই হয়ত বোঝেন না যে, নাইট ল্যাম্প বিদ্যুতের বোঝা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। photo source collected
অনেকেই রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমোতে পছন্দ করেন। নাইট ল্যাম্প হিসেবে সাধারণত ১০ ওয়াট পর্যন্ত বাল্ব ব্যবহার করা হয়ে থাকে। তবে অনেকেই হয়ত বোঝেন না যে, নাইট ল্যাম্প বিদ্যুতের বোঝা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। photo source collected
advertisement
2/7
  ১০ ওয়াটের একটা ছোট্ট বাল্ব অন্ধকারের মধ্যে নরম মৃদু আলো ছড়িয়ে দিলেও তা আদতে গ্রাহকের খরচ বাড়িয়ে দিচ্ছে। জানলে অবাক হবেন কত বেশি হচ্ছে খরচ। photo source collected
১০ ওয়াটের একটা ছোট্ট বাল্ব অন্ধকারের মধ্যে নরম মৃদু আলো ছড়িয়ে দিলেও তা আদতে গ্রাহকের খরচ বাড়িয়ে দিচ্ছে। জানলে অবাক হবেন কত বেশি হচ্ছে খরচ। photo source collected
advertisement
3/7
বেশির ভাগ ক্ষেত্রেই নাইট ল্যাম্প হিসেবে ১০ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়ে থাকে। অনেক জায়গায় আবার ৭ অথবা ৯ ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করা হয়।photo source collected
বেশির ভাগ ক্ষেত্রেই নাইট ল্যাম্প হিসেবে ১০ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়ে থাকে। অনেক জায়গায় আবার ৭ অথবা ৯ ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করা হয়।photo source collected
advertisement
4/7
নাইট ল্যাম্পে এলইডি আলো খুব একটা ব্যবহার করা হয় না। কারণ এলইডি বাল্বের আলো সাধারণ বাল্বের তুলনায় জোরালো হয়। তাই বেশির ভাগ বাড়িতেই ১০ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়।photo source collected
নাইট ল্যাম্পে এলইডি আলো খুব একটা ব্যবহার করা হয় না। কারণ এলইডি বাল্বের আলো সাধারণ বাল্বের তুলনায় জোরালো হয়। তাই বেশির ভাগ বাড়িতেই ১০ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়।photo source collected
advertisement
5/7
ধরা যাক, কেউ এক জন ১০ ওয়াটের একটি বাল্ব নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করেন। আর রাতে সেটা ১০ ঘণ্টার জন্য জ্বালানো থাকছে। তাহলে ১০ দিনে প্রায় এক ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। photo source collected
ধরা যাক, কেউ এক জন ১০ ওয়াটের একটি বাল্ব নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করেন। আর রাতে সেটা ১০ ঘণ্টার জন্য জ্বালানো থাকছে। তাহলে ১০ দিনে প্রায় এক ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। photo source collected
advertisement
6/7
এবার ওই ব্যক্তি যে শহরের বাসিন্দা, সেই শহরের বিদ্যুতের মূল্য যদি ৮ টাকা হয়, তাহলে প্রতি মাসে নাইট ল্যাম্প জ্বালানোর জন্য তাঁর বিদ্যুৎ বিলে ২৪ টাকা যোগ হবে।photo source collected
এবার ওই ব্যক্তি যে শহরের বাসিন্দা, সেই শহরের বিদ্যুতের মূল্য যদি ৮ টাকা হয়, তাহলে প্রতি মাসে নাইট ল্যাম্প জ্বালানোর জন্য তাঁর বিদ্যুৎ বিলে ২৪ টাকা যোগ হবে।photo source collected
advertisement
7/7
এবার আসা যাক এক বছরের হিসেবে। উপরোক্ত হিসেব অনুযায়ী, একটি ঘরে একটি ১০ ওয়াটের বাল্ব লাগালে বার্ষিক খরচ হতে পারে ২৮৮ টাকা। এই হিসেব অনুযায়ী, ৪টি ঘরে একটি করে ১০ ওয়াটের বাল্ব জ্বালালে সেই খরচটা দাঁড়াবে বার্ষিক ১১৫২ টাকায়।photo source collected
এবার আসা যাক এক বছরের হিসেবে। উপরোক্ত হিসেব অনুযায়ী, একটি ঘরে একটি ১০ ওয়াটের বাল্ব লাগালে বার্ষিক খরচ হতে পারে ২৮৮ টাকা। এই হিসেব অনুযায়ী, ৪টি ঘরে একটি করে ১০ ওয়াটের বাল্ব জ্বালালে সেই খরচটা দাঁড়াবে বার্ষিক ১১৫২ টাকায়।photo source collected
advertisement
advertisement
advertisement