বারবার কল ড্রপ হচ্ছে? নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন? চট করে দেখুন মোবাইলে এই সমস্যা নেই তো, এক মিনিটে এই সহজ পদ্ধতিগুলিতেই মিলবে সমাধান
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Fix Call Drop Issue: কী কী কারণে ফোন লাগে না, আবার কোন উপায়ে সারবে এই চেনা সমস্যা? সবকিছু নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে
আজকাল সব কিছুই মোবাইল ফোনের উপর নির্ভর করে চলে। কল করা, টেক্সট পাঠানো অথবা ইন্টারনেট ব্যবহার করা যা-ই হোক না কেন, একটি ভাল নেটওয়ার্ক সর্বদা প্রয়োজন। কিন্তু কখনও কখনও আমাদের ফোন সঠিকভাবে নেট কানেক্ট করতে ব্যর্থ হয় বা কল ড্রপ হতে শুরু করে। এর ফলে অনেক সময়ে পরিস্থিতি সমস্যার হয়ে পড়ে। যদি কারও ফোন সঠিকভাবে নেটওয়ার্কে কানেক্ট না করে, তাহলে তা সমাধানের সহজ এবং কার্যকর উপায়গুলি দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









