Motorola Razr 60 Flip: ডুয়েল ডিসপ্লে ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল Motorola Razr 60 Flip! দাম সাধ্যের মধ্যে!

Last Updated:
Motorola Razr 60 Flip: চলতি বছরেই কয়েক মাস আগেই ভারতের বাজারে পদার্পণ করেছিল Razr 60 Ultra। তার কয়েক মাসের মধ্যেই এবার বাজারে এল Motorola Razr 60।
1/7
চলতি সপ্তাহেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Motorola Razr 60। চলতি বছরেই কয়েক মাস আগেই ভারতের বাজারে পদার্পণ করেছিল Razr 60 Ultra। তার কয়েক মাসের মধ্যেই এবার বাজারে এল Motorola Razr 60। আসলে সিরিজের অন্যতম সাশ্রয়ী ভার্সন হল Moto Razr 60। অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্স-সহ এই ফ্লিপ ফোনটি ব্যবহার করার জন্য মুখিয়ে রয়েছেন গ্রাহকরা। নতুন Motorola ডিভাইসটি চালিত হচ্ছে MediaTek Dimensity চিপসেট দ্বারা। রয়েছে বড় কভার ডিসপ্লে এবং ড্যুয়াল ক্যামেরা সিস্টেম।
চলতি সপ্তাহেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Motorola Razr 60। চলতি বছরেই কয়েক মাস আগেই ভারতের বাজারে পদার্পণ করেছিল Razr 60 Ultra। তার কয়েক মাসের মধ্যেই এবার বাজারে এল Motorola Razr 60। আসলে সিরিজের অন্যতম সাশ্রয়ী ভার্সন হল Moto Razr 60। অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্স-সহ এই ফ্লিপ ফোনটি ব্যবহার করার জন্য মুখিয়ে রয়েছেন গ্রাহকরা। নতুন Motorola ডিভাইসটি চালিত হচ্ছে MediaTek Dimensity চিপসেট দ্বারা। রয়েছে বড় কভার ডিসপ্লে এবং ড্যুয়াল ক্যামেরা সিস্টেম।
advertisement
2/7
ভারতে Motorola Razr 60-র দাম:  ভারতে Motorola Razr 60 ফোনের দাম রাখা হয়েছে ৪৯৯৯৯ টাকা। এতে মিলবে 8GB + 256GB ভ্যারিয়েন্ট। তিনটি রঙের অপশনে পাওয়া যাবে Motorola Razr 60। আগামী ৪ জুন ২০২৫ তারিখ থেকে গোটা দেশ জুড়ে এই ফোনের সেল শুরু হবে।
ভারতে Motorola Razr 60-র দাম:  ভারতে Motorola Razr 60 ফোনের দাম রাখা হয়েছে ৪৯৯৯৯ টাকা। এতে মিলবে 8GB + 256GB ভ্যারিয়েন্ট। তিনটি রঙের অপশনে পাওয়া যাবে Motorola Razr 60। আগামী ৪ জুন ২০২৫ তারিখ থেকে গোটা দেশ জুড়ে এই ফোনের সেল শুরু হবে।
advertisement
3/7
Motorola Razr 60-র স্পেসিফিকেশন: Motorola Razr 60-তে রয়েছে একটি ৬.৯ ইঞ্চির LTPO AMOLED মেন ডিসপ্লে। সঙ্গে থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটসের পিক ব্রাইটনেস। সেই সঙ্গে এই স্মার্টফোনে রয়েছে ৩.৬ ইঞ্চির কভার ডিসপ্লে। যার মধ্যে রয়েছে একটি LTPO AMOLED প্যানেলও। কিন্তু এই কভার ডিসপ্লে-তে পাওয়া যাবে ৯০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং লোয়ার ব্রাইটনেস লেভেল।
Motorola Razr 60-র স্পেসিফিকেশন: Motorola Razr 60-তে রয়েছে একটি ৬.৯ ইঞ্চির LTPO AMOLED মেন ডিসপ্লে। সঙ্গে থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটসের পিক ব্রাইটনেস। সেই সঙ্গে এই স্মার্টফোনে রয়েছে ৩.৬ ইঞ্চির কভার ডিসপ্লে। যার মধ্যে রয়েছে একটি LTPO AMOLED প্যানেলও। কিন্তু এই কভার ডিসপ্লে-তে পাওয়া যাবে ৯০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং লোয়ার ব্রাইটনেস লেভেল।
advertisement
4/7
আউটার ডিসপ্লে-র জেরে নেভিগেশনের জন্য ম্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ফোন ফ্লিপ করে ওপেন না করেই মিউজিক প্লেব্যাক কন্ট্রোলের সুবিধাও পাবেন। সেই সঙ্গে মিলবে অ্যাপ শর্টকাট এবং কলিং আর মেসেজিংয়ের সুবিধাও।
আউটার ডিসপ্লে-র জেরে নেভিগেশনের জন্য ম্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ফোন ফ্লিপ করে ওপেন না করেই মিউজিক প্লেব্যাক কন্ট্রোলের সুবিধাও পাবেন। সেই সঙ্গে মিলবে অ্যাপ শর্টকাট এবং কলিং আর মেসেজিংয়ের সুবিধাও।
advertisement
5/7
Motorola Razr 60 চালিত হয় MediaTek Dimensity 7400X চিপসেট এবং ৮ জিবি RAM ২৫৬ জিবি স্টোরেজ দ্বারা। নতুন এআই ফিচারের সঙ্গে মিলবে Android 15 আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে এর উপরে থাকবে Moto UI লেয়ার। একটি ফ্লিপ ফোন হওয়ার অর্থ হল, Motorola Razr 60-এ থাকতে চলেছে শুধুমাত্র একটি ৪৫০০ mAh ব্যাটারি। ফলে এতে থাকবে ৩০ ওয়াট চার্জিং স্পিড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট।
Motorola Razr 60 চালিত হয় MediaTek Dimensity 7400X চিপসেট এবং ৮ জিবি RAM ২৫৬ জিবি স্টোরেজ দ্বারা। নতুন এআই ফিচারের সঙ্গে মিলবে Android 15 আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে এর উপরে থাকবে Moto UI লেয়ার। একটি ফ্লিপ ফোন হওয়ার অর্থ হল, Motorola Razr 60-এ থাকতে চলেছে শুধুমাত্র একটি ৪৫০০ mAh ব্যাটারি। ফলে এতে থাকবে ৩০ ওয়াট চার্জিং স্পিড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট।
advertisement
6/7
এই ডিভাইসে মিলবে একটি ড্যুয়াল ক্যামেরা সিস্টেম। যার মধ্যে থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ফ্রন্ট বা সামনের দিকে থাকছে ৩২ মেগাপিক্সেল শ্যুটার। Motorola-র দাবি, 500K-এরও বেশি ফ্লিপস সাইকেল সহ্য করার জন্য কঠোর ভাবে পরীক্ষা করা হয়েছে Razr 60-এর টাইটানিয়াম হিঞ্জটি।
এই ডিভাইসে মিলবে একটি ড্যুয়াল ক্যামেরা সিস্টেম। যার মধ্যে থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ফ্রন্ট বা সামনের দিকে থাকছে ৩২ মেগাপিক্সেল শ্যুটার। Motorola-র দাবি, 500K-এরও বেশি ফ্লিপস সাইকেল সহ্য করার জন্য কঠোর ভাবে পরীক্ষা করা হয়েছে Razr 60-এর টাইটানিয়াম হিঞ্জটি।
advertisement
7/7
এতে রয়েছে Dolby Atmos সাপোর্ট-সহ ড্যুয়াল স্টিরিও স্পিকার। সিকিউরিটির জন্য থাকছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর স্প্ল্যাশ প্রোটেকশনের জন্য আছে IP48 রেটিং। বাজারে সাধারণত বেশি দামে পাওয়া যায় ফ্লিপ ফোন সেগমেন্ট। তাই Razr 60-এর প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফোন কমই রয়েছে।
এতে রয়েছে Dolby Atmos সাপোর্ট-সহ ড্যুয়াল স্টিরিও স্পিকার। সিকিউরিটির জন্য থাকছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর স্প্ল্যাশ প্রোটেকশনের জন্য আছে IP48 রেটিং। বাজারে সাধারণত বেশি দামে পাওয়া যায় ফ্লিপ ফোন সেগমেন্ট। তাই Razr 60-এর প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফোন কমই রয়েছে।
advertisement
advertisement
advertisement