Money Saving Tips: সস্তায় এসির বিল! এসির সেটিং-এ এভাবে বদল, ইলেকট্রিক বিল কমিয়ে আনবে ঝটঝট করে
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
AC Setting To Lower Electricity Bill: গরম পুরোদমে পড়ে গেলে এসি আরও বেশি বই কম চলবে না। ঠান্ডা হাওয়া তো দেবে, সঙ্গে হাতে ধরিয়ে দেবে বেশ মোটা অঙ্কের এক ইলেকট্রিক বিলও। এখন এই ইলেকট্রিক বলের খরচ যদি এসি চালিয়েও কমাতে হয়, তার উপায় কী?
নামেই বসন্ত৷ ভোরের দিকে আর রাতে দিকে কিছুটা মনোরম আবহাওয়া থাকেও দিনের বাকি সময়টা ভালই গরম থাকছে৷ ফলে, এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে এসি-র ব্যবহার। না করে উপায়ও নেই। এদিকে, গরম পুরোদমে পড়ে গেলে এসি আরও বেশি বই কম চলবে না। ঠান্ডা হাওয়া তো দেবে, সঙ্গে হাতে ধরিয়ে দেবে বেশ মোটা অঙ্কের এক ইলেকট্রিক বিলও। এখন এই ইলেকট্রিক বলের খরচ যদি এসি চালিয়েও কমাতে হয়, তার উপায় কী?
advertisement
advertisement
advertisement
advertisement
এয়ার ফিল্টার সার্ভিসিংএয়ার ফিল্টারগুলি এসি-র ধুলোকে দূরে রাখে যাতে এটি সহজে চলতে পারে। তারা ধুলো আটকায় এবং এসির ভিতরের পরিষ্কার বাতাসকে ঠান্ডা হতে দেয়। প্রতিদিনের ব্যবহারে এই ফিল্টারগুলোয় ধুলোয় জমে যায় এবং এসিকে ভিতরে বাতাস পেতে কঠিন করে তোলে যা প্রায়শই হাই পাওয়ার খরচের দিকে নিয়ে যায় আমাদের। এই ক্ষেত্রে, ফিল্টার পরিষ্কার রাখলে এসি ঠিক ভাবে চলবে, বেশি পাওয়ার খ্যচ করবে না, বিলও কম আসবে। এয়ার ফিল্টার পুরনো হলে সেগুলো তাই বদলে নেওয়াই ভাল।
advertisement