Money Saving Tips: সস্তায় এসির বিল! এসির সেটিং-এ এভাবে বদল, ইলেকট্রিক বিল কমিয়ে আনবে ঝটঝট করে

Last Updated:
AC Setting To Lower Electricity Bill: গরম পুরোদমে পড়ে গেলে এসি আরও বেশি বই কম চলবে না। ঠান্ডা হাওয়া তো দেবে, সঙ্গে হাতে ধরিয়ে দেবে বেশ মোটা অঙ্কের এক ইলেকট্রিক বিলও। এখন এই ইলেকট্রিক বলের খরচ যদি এসি চালিয়েও কমাতে হয়, তার উপায় কী?
1/6
নামেই বসন্ত৷ ভোরের দিকে আর রাতে দিকে কিছুটা মনোরম আবহাওয়া থাকেও দিনের বাকি সময়টা ভালই গরম থাকছে৷ ফলে, এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে এসি-র ব্যবহার। না করে উপায়ও নেই। এদিকে, গরম পুরোদমে পড়ে গেলে এসি আরও বেশি বই কম চলবে না। ঠান্ডা হাওয়া তো দেবে, সঙ্গে হাতে ধরিয়ে দেবে বেশ মোটা অঙ্কের এক ইলেকট্রিক বিলও। এখন এই ইলেকট্রিক বলের খরচ যদি এসি চালিয়েও কমাতে হয়, তার উপায় কী?
নামেই বসন্ত৷ ভোরের দিকে আর রাতে দিকে কিছুটা মনোরম আবহাওয়া থাকেও দিনের বাকি সময়টা ভালই গরম থাকছে৷ ফলে, এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে এসি-র ব্যবহার। না করে উপায়ও নেই। এদিকে, গরম পুরোদমে পড়ে গেলে এসি আরও বেশি বই কম চলবে না। ঠান্ডা হাওয়া তো দেবে, সঙ্গে হাতে ধরিয়ে দেবে বেশ মোটা অঙ্কের এক ইলেকট্রিক বিলও। এখন এই ইলেকট্রিক বলের খরচ যদি এসি চালিয়েও কমাতে হয়, তার উপায় কী?
advertisement
2/6
দরজা, জানলার ফাঁক বোজানোআমাদের অনেকের বাড়িতেই দরজা, জানলায় চিলতে ফাঁক বন্ধ করে দিলেও থেকে যায়, ওগুলো পুরোপুরি সিল করার ব্যবস্থা করতে হবে। না হলে ঘর ঠান্ডা করতে এসি সময় নেবে বেশি, ফলে, ইলেকট্রিক বিলও তখন বাড়বে।
দরজা, জানলার ফাঁক বোজানোআমাদের অনেকের বাড়িতেই দরজা, জানলায় চিলতে ফাঁক বন্ধ করে দিলেও থেকে যায়, ওগুলো পুরোপুরি সিল করার ব্যবস্থা করতে হবে। না হলে ঘর ঠান্ডা করতে এসি সময় নেবে বেশি, ফলে, ইলেকট্রিক বিলও তখন বাড়বে।
advertisement
3/6
২৪ ডিগ্রি সেলসিয়াস কাট অফ রেটকাট অফ মানে সেই সেটিংস যাতে একটা নির্দিষ্ট সময়ের পরে এসি আপনাআপনি বন্ধ হয়ে যাবে। ২৪ ডিগ্রি সেলসিয়াস কাট অফ রেট রাখলে ঘর জলদি ঠান্ডা হবে, হয়ে গেলেই এসি বন্ধ হয়ে যাবে। ঘর গরম হলে আবার চলতে থাকবে। এই মোডে এসি পাওয়ার খরচ কমিয়ে ইলেকট্রিক বিলও হালকা করবে।
২৪ ডিগ্রি সেলসিয়াস কাট অফ রেটকাট অফ মানে সেই সেটিংস যাতে একটা নির্দিষ্ট সময়ের পরে এসি আপনাআপনি বন্ধ হয়ে যাবে। ২৪ ডিগ্রি সেলসিয়াস কাট অফ রেট রাখলে ঘর জলদি ঠান্ডা হবে, হয়ে গেলেই এসি বন্ধ হয়ে যাবে। ঘর গরম হলে আবার চলতে থাকবে। এই মোডে এসি পাওয়ার খরচ কমিয়ে ইলেকট্রিক বিলও হালকা করবে।
advertisement
4/6
টাইমার সেট করারাতে ঘুমোতে যাওয়ার সময়ে ২-৩ ঘণ্টার টাইমার সেট করে রাখা যাক। এতে ঘুমিয়ে পড়ার পরেও কিছুক্ষণ এসি ঘর ঠান্ডা করে চলবে। ফলে, ঘরে শীতলতার অভাব হবে না। একটু পরে বন্ধও হয়ে যাবে, সারা রাত না চললে ইলেকট্রিক বিলও কম আসবে।
টাইমার সেট করারাতে ঘুমোতে যাওয়ার সময়ে ২-৩ ঘণ্টার টাইমার সেট করে রাখা যাক। এতে ঘুমিয়ে পড়ার পরেও কিছুক্ষণ এসি ঘর ঠান্ডা করে চলবে। ফলে, ঘরে শীতলতার অভাব হবে না। একটু পরে বন্ধও হয়ে যাবে, সারা রাত না চললে ইলেকট্রিক বিলও কম আসবে।
advertisement
5/6
এয়ার ফিল্টার সার্ভিসিংএয়ার ফিল্টারগুলি এসি-র ধুলোকে দূরে রাখে যাতে এটি সহজে চলতে পারে। তারা ধুলো আটকায় এবং এসির ভিতরের পরিষ্কার বাতাসকে ঠান্ডা হতে দেয়। প্রতিদিনের ব্যবহারে এই ফিল্টারগুলোয় ধুলোয় জমে যায় এবং এসিকে ভিতরে বাতাস পেতে কঠিন করে তোলে যা প্রায়শই হাই পাওয়ার খরচের দিকে নিয়ে যায় আমাদের। এই ক্ষেত্রে, ফিল্টার পরিষ্কার রাখলে এসি ঠিক ভাবে চলবে, বেশি পাওয়ার খ্যচ করবে না, বিলও কম আসবে। এয়ার ফিল্টার পুরনো হলে সেগুলো তাই বদলে নেওয়াই ভাল।
এয়ার ফিল্টার সার্ভিসিংএয়ার ফিল্টারগুলি এসি-র ধুলোকে দূরে রাখে যাতে এটি সহজে চলতে পারে। তারা ধুলো আটকায় এবং এসির ভিতরের পরিষ্কার বাতাসকে ঠান্ডা হতে দেয়। প্রতিদিনের ব্যবহারে এই ফিল্টারগুলোয় ধুলোয় জমে যায় এবং এসিকে ভিতরে বাতাস পেতে কঠিন করে তোলে যা প্রায়শই হাই পাওয়ার খরচের দিকে নিয়ে যায় আমাদের। এই ক্ষেত্রে, ফিল্টার পরিষ্কার রাখলে এসি ঠিক ভাবে চলবে, বেশি পাওয়ার খ্যচ করবে না, বিলও কম আসবে। এয়ার ফিল্টার পুরনো হলে সেগুলো তাই বদলে নেওয়াই ভাল।
advertisement
6/6
নিয়মিত অন্য সার্ভিসিংনিয়ম করে এসি সার্ভিসিং করানোও দরকার। এতে কয়েলগুলো সাফ করা হবে, কুল্যান্ট ঠিক মতো কাজ করছে কি না তাও দেখা হবে খতিয়ে। এসি মসৃণ ভাবে চললে বেশি পাওয়ার খরচ হবে না, ইলেকট্রিক বিলও আপসে কম আসবে।
নিয়মিত অন্য সার্ভিসিংনিয়ম করে এসি সার্ভিসিং করানোও দরকার। এতে কয়েলগুলো সাফ করা হবে, কুল্যান্ট ঠিক মতো কাজ করছে কি না তাও দেখা হবে খতিয়ে। এসি মসৃণ ভাবে চললে বেশি পাওয়ার খরচ হবে না, ইলেকট্রিক বিলও আপসে কম আসবে।
advertisement
advertisement
advertisement