এবার ফোন চলবে সূর্যের আলোয় ! Xiaomi আনছে নতুন ফোন

Last Updated:
ক্যামেরা বাম্প থেকে অনেক পাতলা। ধারণা করা হচ্ছে, ব্যাক প্যানেলের এই সোলার প্যানেল থেকে সরাসরি ফোনটি চার্জ হবে
1/5
এবার Xiaomi এমন একটি মোবাইল ফোন বাজারে আনতে চলেছে যার পিছনে থাকবে সোলার প্যানেল। কোম্পানি স্মার্টফোনের দিজাইনের  প্যাটেন্টটি প্রকাশ করেছে।
এবার Xiaomi এমন একটি মোবাইল ফোন বাজারে আনতে চলেছে যার পিছনে থাকবে সোলার প্যানেল। কোম্পানি স্মার্টফোনের দিজাইনের প্যাটেন্টটি প্রকাশ করেছে।
advertisement
2/5
প্রকাশিত প্যাটেন্টে দেখা গিয়েছে, নচবিহীন সামান্য বেজেলের একটি বড় ডিসপ্লের ফোন। ছবিতে সেলফি ক্যামেরা সেকশন চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে, ইন-ডিসপ্লে ক্যামেরা ফিচার ব্যবহার করতে পারে কোম্পানি।
প্রকাশিত প্যাটেন্টে দেখা গিয়েছে, নচবিহীন সামান্য বেজেলের একটি বড় ডিসপ্লের ফোন। ছবিতে সেলফি ক্যামেরা সেকশন চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে, ইন-ডিসপ্লে ক্যামেরা ফিচার ব্যবহার করতে পারে কোম্পানি।
advertisement
3/5
ফোনের পিছনে প্যানেলের একটি বিশাল জায়গা জুড়ে রয়েছে সোলার প্যানেল প্রযুক্তি। যা ক্যামেরা বাম্প থেকে অনেক পাতলা। ধারণা করা হচ্ছে, ব্যাক প্যানেলের এই সোলার প্যানেল থেকে সরাসরি ফোনটি চার্জ হবে।
ফোনের পিছনে প্যানেলের একটি বিশাল জায়গা জুড়ে রয়েছে সোলার প্যানেল প্রযুক্তি। যা ক্যামেরা বাম্প থেকে অনেক পাতলা। ধারণা করা হচ্ছে, ব্যাক প্যানেলের এই সোলার প্যানেল থেকে সরাসরি ফোনটি চার্জ হবে।
advertisement
4/5
ছবিতে ফোনটি আনলক করার জন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, তাই ইন-ডিসপ্লে স্ক্যানার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরার মাঝখানে এলইডি লাইট রয়েছে।
ছবিতে ফোনটি আনলক করার জন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, তাই ইন-ডিসপ্লে স্ক্যানার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরার মাঝখানে এলইডি লাইট রয়েছে।
advertisement
5/5
তবে শাওমির আগে বিভিন্ন প্রতিষ্ঠান এই আইডিয়া নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিল। শাওমির ক্ষেত্রে প্যাটেন্টটি নির্বাচিত হলেই যে ফোনটি তৈরি হবে বা বাজারে আসবে এমন প্রত্যাশা করা যাচ্ছে না। কারণ এ বিষয়ে শাওমি এখনও কিছু জানায়নি।
তবে শাওমির আগে বিভিন্ন প্রতিষ্ঠান এই আইডিয়া নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিল। শাওমির ক্ষেত্রে প্যাটেন্টটি নির্বাচিত হলেই যে ফোনটি তৈরি হবে বা বাজারে আসবে এমন প্রত্যাশা করা যাচ্ছে না। কারণ এ বিষয়ে শাওমি এখনও কিছু জানায়নি।
advertisement
advertisement
advertisement