লঞ্চ হল Redmi Note 6 Pro: জেনে নিন নতুন কী কী থাকছে এই ফোনে?

Last Updated:
1/8
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Redmi Note 6 Pro। বৃহস্পতিবার দুপুর 12 টায়  নিউ দিল্লির একটি ইভেন্টে লঞ্চ হবে হয় স্মার্টফোনটি। (Photo collected)
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Redmi Note 6 Pro। বৃহস্পতিবার দুপুর 12 টায় নিউ দিল্লির একটি ইভেন্টে লঞ্চ হবে হয় স্মার্টফোনটি। (Photo collected)
advertisement
2/8
Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। (Photo collected)
Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। (Photo collected)
advertisement
3/8
Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। (Photo collected)
Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। (Photo collected)
advertisement
4/8
ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। (Photo collected)
ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। (Photo collected)
advertisement
5/8
ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। (Photo collected)
ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। (Photo collected)
advertisement
6/8
Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। (Photo collected)
Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। (Photo collected)
advertisement
7/8
ফোনের বাঁ দিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। এছাড়াও থাকবে একটি হাইব্রিড সিম স্লট। দুটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করা যাবে। (Photo collected)
ফোনের বাঁ দিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। এছাড়াও থাকবে একটি হাইব্রিড সিম স্লট। দুটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করা যাবে। (Photo collected)
advertisement
8/8
তিনটি রঙ্গে পাওয়া যাবে Redmi Note 6 Pro। দাম: Rs. 13,999 (4GB, 64GB), Rs. 15,999 (6GB, 64GB)  কাল ক কিনলে দাম পরবেঃ 12,999 (4GB, 64GB), 14,999 (6GB, 64GB)
তিনটি রঙ্গে পাওয়া যাবে Redmi Note 6 Pro। দাম: Rs. 13,999 (4GB, 64GB), Rs. 15,999 (6GB, 64GB) কাল ক কিনলে দাম পরবেঃ 12,999 (4GB, 64GB), 14,999 (6GB, 64GB)
advertisement
advertisement
advertisement