Mobile Wallpaper For Luck and Success: জীবনে উন্নতি চান? চাকরি হচ্ছে না? ফোনের স্ক্রিনে রাখুন এই ওয়াল-পেপার! খুলে যাবে কপাল

Last Updated:
Smartphone Good Luck: ওয়ালপেপারে রাখুন সূর্যোদয়ের ছবি। তবে ভুল করেও যেন এখানে সূর্যাস্তের ছবি রাখবেন না।
1/6
Smartphone Good Luck: স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি অবিচ্চেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন যে আপনার ফোনের ওয়ালপেপার আপনার জীবনে মূল্য যোগ করতে পারে। এই মোবাইল ওয়ালপেপারটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় উপায়ে একজনকে প্রভাবিত করতে পারে। তবে আপনি কী জানেন, মোবাইলে রাখা ওয়ালপেপারটি আপনার জীবনের ওপর প্রভাব বিস্তার করছে? এ ক্ষেত্রে বিস্তারিত জানা যায় বাস্তু শাস্ত্রে।
Smartphone Good Luck: স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি অবিচ্চেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন যে আপনার ফোনের ওয়ালপেপার আপনার জীবনে মূল্য যোগ করতে পারে। এই মোবাইল ওয়ালপেপারটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় উপায়ে একজনকে প্রভাবিত করতে পারে। তবে আপনি কী জানেন, মোবাইলে রাখা ওয়ালপেপারটি আপনার জীবনের ওপর প্রভাব বিস্তার করছে? এ ক্ষেত্রে বিস্তারিত জানা যায় বাস্তু শাস্ত্রে।
advertisement
2/6
 আপনার স্মার্টফোনে ওয়ালপেপার আপনার ভাগ্যের সঙ্গ দেবে। শুধু আপনার প্রয়োজন অনুযায়ী বাছাই করতে হবে ওয়ালপেপার। জানিয়েছেন জ্যোতিষ ও বাস্তবিদ অভিরূপ শাস্ত্রী।
আপনার স্মার্টফোনে ওয়ালপেপার আপনার ভাগ্যের সঙ্গ দেবে। শুধু আপনার প্রয়োজন অনুযায়ী বাছাই করতে হবে ওয়ালপেপার। জানিয়েছেন জ্যোতিষ ও বাস্তবিদ অভিরূপ শাস্ত্রী।
advertisement
3/6
তিনি বলছেন, 'যদি আপনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, নিজের প্রতিপত্তি বিস্তার করতে চান, মান সম্মান অর্জন করতে চান, তাহলে অবশ্যই ওয়ালপেপারে রাখুন সূর্যোদয়ের ছবি। তবে ভুল করেও যেন এখানে সূর্যাস্তের ছবি রাখবেন না।'
তিনি বলছেন, 'যদি আপনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, নিজের প্রতিপত্তি বিস্তার করতে চান, মান সম্মান অর্জন করতে চান, তাহলে অবশ্যই ওয়ালপেপারে রাখুন সূর্যোদয়ের ছবি। তবে ভুল করেও যেন এখানে সূর্যাস্তের ছবি রাখবেন না।'
advertisement
4/6
তিনি জানিয়েছেন, যদি আপনার কোনও আর্থিক সমস্যা রয়েছে বা আপনি ধন-সম্পত্তি, অর্থ সুখ লাভ করতে চান তাহলে ওয়ালপেপারে রাখুন মহালক্ষ্মীর ছবি। সকাল সন্ধ্যে মহালক্ষ্মীকে স্মরণ করুন। নিজের ইচ্ছা মনে মনে জানান।
তিনি জানিয়েছেন, যদি আপনার কোনও আর্থিক সমস্যা রয়েছে বা আপনি ধন-সম্পত্তি, অর্থ সুখ লাভ করতে চান তাহলে ওয়ালপেপারে রাখুন মহালক্ষ্মীর ছবি। সকাল সন্ধ্যে মহালক্ষ্মীকে স্মরণ করুন। নিজের ইচ্ছা মনে মনে জানান।
advertisement
5/6
অভিরূপ বাবু বলছেন, যদি আপনার দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে মনোমালিন্য চলছে, বিবাদ চলছে, তাহলে একজোড়া লাভ বার্ডের ছবি রাখুন। বিশ্বাস এমনটা করলে সম্পর্ক মজবুত হয়।
অভিরূপ বাবু বলছেন, যদি আপনার দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে মনোমালিন্য চলছে, বিবাদ চলছে, তাহলে একজোড়া লাভ বার্ডের ছবি রাখুন। বিশ্বাস এমনটা করলে সম্পর্ক মজবুত হয়।
advertisement
6/6
এই বাস্তুবিদ জানিয়েছেন, যদি আপনি নিজেকে সবসময় সতেজ রাখতে চান, শরীর স্বাস্থ্য তৈরি করতে চান, তাহলে আপনার স্মার্টফোনে সবুজ প্রকৃতির ছবি রাখুন। এই ছবি আপনাকে বারবার সতেজতায় ভরিয়ে তুলবে।
এই বাস্তুবিদ জানিয়েছেন, যদি আপনি নিজেকে সবসময় সতেজ রাখতে চান, শরীর স্বাস্থ্য তৈরি করতে চান, তাহলে আপনার স্মার্টফোনে সবুজ প্রকৃতির ছবি রাখুন। এই ছবি আপনাকে বারবার সতেজতায় ভরিয়ে তুলবে।
advertisement
advertisement
advertisement