Truecaller| Truecaller ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ৭৫ হাজার টাকায় বিক্রি! চাঞ্চল্যকর রিপোর্ট

Last Updated:
Cyble-এর সতর্কবার্তা, এই সব তথ্য সাইবার প্রতারণামূলক কাজ, পরিচয় চুরি সহ নানা কুকর্মে ব্যবহৃত হতে পারে৷
1/6
অচেনা নম্বরে ফোন এলে Truecaller-ই এখন অনেকের ভরসা৷ চটজলজি নম্বরটি সার্চ করে দেখে নেওয়া যায় কে ফোন করছে বা নম্বরটি কোথাকার৷ Truecaller ব্যবহার করেন না এমন মোবাইল ব্যবহারকারী কমই রয়েছেন৷ অনেক স্মার্টফোনে Truecaller ইনবিল্ট অ্যাপ হিসেবে থাকে৷
অচেনা নম্বরে ফোন এলে Truecaller-ই এখন অনেকের ভরসা৷ চটজলজি নম্বরটি সার্চ করে দেখে নেওয়া যায় কে ফোন করছে বা নম্বরটি কোথাকার৷ Truecaller ব্যবহার করেন না এমন মোবাইল ব্যবহারকারী কমই রয়েছেন৷ অনেক স্মার্টফোনে Truecaller ইনবিল্ট অ্যাপ হিসেবে থাকে৷
advertisement
2/6
এ হেন Truecaller-এও এ বার বিপদ বার্তা৷ Cyble নামে একটি অনলাইন ইন্টেলিজেন্স ফার্ম জানাচ্ছে, ডার্ক ওয়েবে ৪.৭৫ কোটি ভারতীয়ের যাবতীয় Truecaller ডেটা বিক্রি হচ্ছে৷
এ হেন Truecaller-এও এ বার বিপদ বার্তা৷ Cyble নামে একটি অনলাইন ইন্টেলিজেন্স ফার্ম জানাচ্ছে, ডার্ক ওয়েবে ৪.৭৫ কোটি ভারতীয়ের যাবতীয় Truecaller ডেটা বিক্রি হচ্ছে৷
advertisement
3/6
প্রায় ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে Truecaller গ্রাহকদের ব্যক্তিগত তথ্য৷ জানা গিয়েছে, ২০১৯ সাল থেকেই এই বিক্রি শুরু হয়েছে৷
প্রায় ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে Truecaller গ্রাহকদের ব্যক্তিগত তথ্য৷ জানা গিয়েছে, ২০১৯ সাল থেকেই এই বিক্রি শুরু হয়েছে৷
advertisement
4/6
কী কী তথ্য বিক্রি হচ্ছে? ব্যবহারকারীদের ডেটাকে রাজ্য, শহর ইত্যাদি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে৷ বিক্রিতে রয়েছে ফোন নম্বর, ক্যারিয়ার, নাম, লিঙ্গ, ই-মেল ঠিকানা, ফেসবুক আইডি এবং আরও অনেক কিছু৷
কী কী তথ্য বিক্রি হচ্ছে? ব্যবহারকারীদের ডেটাকে রাজ্য, শহর ইত্যাদি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে৷ বিক্রিতে রয়েছে ফোন নম্বর, ক্যারিয়ার, নাম, লিঙ্গ, ই-মেল ঠিকানা, ফেসবুক আইডি এবং আরও অনেক কিছু৷
advertisement
5/6
Cyble-এর সতর্কবার্তা, এই সব তথ্য সাইবার প্রতারণামূলক কাজ, পরিচয় চুরি সহ নানা কুকর্মে ব্যবহৃত হতে পারে৷
Cyble-এর সতর্কবার্তা, এই সব তথ্য সাইবার প্রতারণামূলক কাজ, পরিচয় চুরি সহ নানা কুকর্মে ব্যবহৃত হতে পারে৷
advertisement
6/6
এ বিষয়ে Truecaller-এর তরফে যদিও দাবি করা হয়েছে, কোনও তথ্য লিক হয়নি৷ সব গ্রাহকের তথ্য সুরক্ষিত৷ ২০১৯ সালের মে মাসে এই রকমই আরেকটি অভিযোগ পেয়েছিল কোম্পানি৷ ব্যবহারকারীদের তাও সাইবার অপরাধের বিষয়ে সতর্ক থাকা উচিত৷
এ বিষয়ে Truecaller-এর তরফে যদিও দাবি করা হয়েছে, কোনও তথ্য লিক হয়নি৷ সব গ্রাহকের তথ্য সুরক্ষিত৷ ২০১৯ সালের মে মাসে এই রকমই আরেকটি অভিযোগ পেয়েছিল কোম্পানি৷ ব্যবহারকারীদের তাও সাইবার অপরাধের বিষয়ে সতর্ক থাকা উচিত৷
advertisement
advertisement
advertisement