হোম » ছবি » মোবাইল » ২৫ এমপি ফ্রন্ট ক্যামেরা নিয়ে এল Oppo f7 Youth, দাম কমল Oppo f7-এর থেকে
২৫ এমপি ফ্রন্ট ক্যামেরা নিয়ে এল Oppo f7 Youth, দাম কমল Oppo f7-এর থেকে
Simli Raha
1/ 6
• দুর্দান্ত ক্যামেরার দৌলতে গ্রাহকদের মন কেড়েছিল Oppo f7 ৷ ঝকঝকে ব্যাক ও ফ্রন্ট কযামেরা দৌলতে মাত্র কয়েকদিনেই বাজারে যথেষ্ট হিট এই ফোন ৷ এ বার প্রায় একই রকম ফিচার্স নিয়ে বাজারে আসছে Oppo f7 Youth ৷ তবে এবার দাম কমলো অনেকটাই ৷ ছবি: ফেসবুক ৷
2/ 6
• Oppo f7-এ ছিল GSM+GSM(ন্যানো) ৷ এই ফোনে রয়েছে GSM(ন্যানো)+GSM (হাইব্রিড স্লট) ৷ Youth-এ রয়েছে ৬.২৮ ইঞ্চি ডিসপ্লে ৷ আগে ছিল ৬.২৩ ইঞ্চি স্ক্রিন ৷ ছবি: ফেসবুক ৷
3/ 6
• Oppo f7-এ ছিল ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ৷ Youth-এ থাকবে ৬৪জিবি স্টোরেজ ৷ ছবি: ফেসবুক ৷
4/ 6
• Oppo f7-এ ছিল এলইডি ফ্ল্যাশ ৷ Youth-এ থাকবে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ৷ পাশাপাশি এফএম নেই এই ফোনে ৷ ছবি: ফেসবুক ৷
5/ 6
• দু’টি ফোনেই রয়েছে ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ও ১৬ মেগি পিক্সেল ব্যাক ক্যামেরা ৷ ছবি: ফেসবুক ৷
6/ 6
• Youth-এ থাকবে ৩৩০০ এমএএইচ ব্যাটারি, Oppo f7-এ ছিল ৩৪০০ এমএএইচ ব্যাটারি ৷ ছবি: ফেসবুক ৷