৪৬ ঘন্টা ব্যাকআপ-সহ এবার ভারতে আসছে Realme Narzo 50i Prime
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Realme শুধু সম্প্রতি তাদের অফিসিয়াল ট্যুইটারে একটি টিজার প্রকাশ করে জানিয়েছে যে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে Realme Narzo 50i Prime স্মার্টফোন।
Realme নিয়ে আসতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন। Realme সম্প্রতি তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে যে, তারা লঞ্চ করতে চলেছে একটি নতুন বাজেট স্মার্টফোন। Realme সম্প্রতি তাদের অফিসিয়াল ট্যুইটারে একটি টিজার প্রকাশ করেছে নতুন বাজেট ফোনের। সেই টিজার অনুযায়ী Realme লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Realme Narzo 50i Prime।
advertisement
কিন্তু, কবে Realme Narzo 50i Prime ফোন লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। Realme শুধু সম্প্রতি তাদের অফিসিয়াল ট্যুইটারে একটি টিজার প্রকাশ করে জানিয়েছে যে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে Realme Narzo 50i Prime স্মার্টফোন। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটেও Realme Narzo 50i Prime স্মার্টফোনর একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেই টিজার অনুযায়ী Realme Narzo 50i Prime স্মার্টফোন পাওয়া যাবে কালো রঙে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement