• মধ্যবিত্তের নাগালে দাম আর আকর্ষণীয় ফিচার্স, এই দুয়ের মেলবন্ধনেই গ্রাহকদের অন্যতম পছন্দের ফোনের তালিকায় একেবারে উপরের দিকে ছিল Xiaomi-র ফোন ৷ Xiaomi-র Redmiও অত্যন্ত জনপ্রিয় সিরিজ ৷ কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, এবার সেই Redmi-কেই জোর টক্কর দিতে পারে Oppo-র Realme 1 ৷ ছবি: ফেসবুক ৷
2/ 5
• বাজারে এসেছে নতুন এই ফোন ৷ দেখে নেওয়া যাক, কী কী সুবিধা পাওয়া যাবে এতে ৷ ৬ ইঞ্চি ১০৮০x২১৬০ পিক্সেল ডিসপ্লে রয়েছে এই ফোনে ৷ ৩৪১০ এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে ৷ ছবি: ফেসবুক ৷
3/ 5
• তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে Realme 1 ৷ ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা ৷ ৪জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা ৷ ৬জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা ৷ ছবি: ফেসবুক ৷
4/ 5
• ডায়মন্ড ব্ল্যাক, মুনলাইট সিলভার এবং সোলার রেড রঙে পাওয়া যাবে এই ফোন ৷ ছবি: ফেসবুক ৷
5/ 5
• এলইডি ফ্ল্যাশ-সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে ৷ রয়েছে বিউটি ২.০ ফিচার্স ও ২৯৬ পয়েন্ট ফেসিয়াল রেকগনিশন ৷ ছবি: ফেসবুক ৷
• মধ্যবিত্তের নাগালে দাম আর আকর্ষণীয় ফিচার্স, এই দুয়ের মেলবন্ধনেই গ্রাহকদের অন্যতম পছন্দের ফোনের তালিকায় একেবারে উপরের দিকে ছিল Xiaomi-র ফোন ৷ Xiaomi-র Redmiও অত্যন্ত জনপ্রিয় সিরিজ ৷ কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, এবার সেই Redmi-কেই জোর টক্কর দিতে পারে Oppo-র Realme 1 ৷ ছবি: ফেসবুক ৷
• বাজারে এসেছে নতুন এই ফোন ৷ দেখে নেওয়া যাক, কী কী সুবিধা পাওয়া যাবে এতে ৷ ৬ ইঞ্চি ১০৮০x২১৬০ পিক্সেল ডিসপ্লে রয়েছে এই ফোনে ৷ ৩৪১০ এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে ৷ ছবি: ফেসবুক ৷
• তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে Realme 1 ৷ ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা ৷ ৪জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা ৷ ৬জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা ৷ ছবি: ফেসবুক ৷
• এলইডি ফ্ল্যাশ-সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে ৷ রয়েছে বিউটি ২.০ ফিচার্স ও ২৯৬ পয়েন্ট ফেসিয়াল রেকগনিশন ৷ ছবি: ফেসবুক ৷